NHAI Corridor :- নতুন করিডোরে খরচ 10247 কোটি টাকা ! যোগ হবে বাংলার দুই প্রান্ত ! সরকারের বিরাট অনুমোদন !

NHAI Corridor
NHAI Corridor

NHAI :- রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে খড়গপুর থেকে মুর্শিদাবাদ যাতায়াতগামী 231 কিলোমিটার দূরত্ব অনুযায়ী 4 লাইন সম্পন্ন একটি ন্যূনতম হাই স্পিড NHAI Corridor তৈরী করার প্রচেষ্টা শুরু হচ্ছে । এই পরিকল্পনাটি গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে । কর্তৃপক্ষদের দ্বারা জানা গিয়েছে 2028 সালের মধ্যেই এই করিডোরের নির্মাণ কার্য সম্পন্ন হয়ে যাবে ।

কেন্দ্রীয় আলোচনা সভায় দেশের দুই প্রান্ত তথা খড়গপুর থেকে মুর্শিদাবাদ গামী 231 কিলোমিটার পর্যন্ত 4 লাইন বিশিষ্ট এক নতুন হাই স্পিড করিডরের অনুমোদন করা হয়েছে । এই করিডোরে প্রায় 10 হাজার 247 কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে । তবে সরকারের আশঙ্কা রয়েছে যে , এই করিডর স্থাপনের ফলে পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও সহজ হয়ে উঠবে ।

আরও পড়ুন :- মোদির কাছে ” বাংলাকে ” অ-খণ্ড করার দাবি রাখলেন সুকান্ত মজুমদার ! দৃষ্টিতে রয়েছে মালদহ , মুর্শিদাবাদ !

NHAI Corridor ( National Highways Authority of India ) এর ন্যূনতম করিডোর স্থাপনের জন্য গত শুক্রবার 2 August তারিখে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় । কেন্দ্রীয় সরকারের এই বিরাট সিদ্ধান্তের দরুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষরা ইউটিউবে নতুন করিডরের একটি ভিডিও পোস্ট করেছিল । ভিডিওটিতে তারা বলেছিল আগামী 2028 সালের মধ্যে এই করিডোরর কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হবে ।

NHAI Corridor ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব যথা খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত 6 টি জেলার ওপর দিয়ে চলাচল হবে । খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই করিডরের কাজ সম্পন্ন হলে খড়গপুর থেকে আরও একটি সড়ক শিলিগুড়ি পর্যন্ত নতুন সড়ক তৈরি করা হবে । পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে বর্ধমান , মালদা , শিলিগুড়ি থেকে 12 নং মেরেগ্রাম ভায়া হয়ে উত্তরবঙ্গে পৌঁছবে । ফলে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব অঞ্চলগুলিও বিশেষ সুবিধা প্রাপ্ত হবে ।

আরও পড়ুন :- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন ..

*এছাড়াও আরও 8 টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে । অনুমোদনগুলি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল । 

1. অযোধ্যা যাতায়াতকারী সড়ক পথগুলিতে দু-পাশে রিংরোড সংযুক্ত করা হবে । অনুমোদন করা হয়েছে – 3935 কোটি টাকা ।

2. কানপুর শহরের রাস্তাগুলোর চারিপাশেও রিং রোড সংযুক্ত করা হবে । অনুমোদন করা হয়েছে – 3298 কোটি টাকা ।

3. এছাড়াও গোহাটি যাতায়াতগামী পথগুলিতে দু-পাশে রিংরোড সংযুক্ত করা হবে । অনুমোদন করা হয়েছে – 5729 কোটি টাকা ।

4. গুজরাটের সড়ক পথগুলি 6 লাইন বিশিষ্ট করা হবে । এতে অনুমোদন করা হয়েছে – 10,534 কোটি টাকা ।

5. পাশাপাশি আগ্রা থেকে গোয়ালিয়র পর্যন্ত যাতায়াতকারী সড়ক পথগুলিও 6 লাইন বিশিষ্ট হাইস্পিড করিডরের সিদ্ধান্ত নিয়েছেন । এতে অনুমোদন করা হয়েছে – 4613 কোটি টাকা ।

6. রায়পুর থেকে রাচি অঞ্চলে যাতায়াতে নতুন করিডোর স্থাপন করা হবে । অনুমোদন করা হয়েছে – 4473 কোটি টাকা ।

7. এছাড়াও নাসিক শহর থেকে পুনের খের অঞ্চল পর্যন্ত হাই স্পিড করিডোরের সিদ্ধান্ত নেওয়া নিয়েছেন । অনুমোদন করা হয়েছে – 7827 কোটি টাকা ।

8. NHAI Corridor তৈরীর ফলে অর্থনৈতিক সুবিধার বহুমুখী প্রভাব ও কর্মসংস্থানের সুযোগ সুবিধার জন্য অনুমোদন করা হয়েছে 50,000 কোটি টাকা ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

 

2 Trackbacks / Pingbacks

  1. Narendra Modi :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক সভায় বিজেপির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের সাথে
  2. WB Norwood Letaral :- নরউড লেটারল কী পুনরায় চালু হবে না ? What is the Norwood Letaral ? সরকার কি সিদ্ধান্তে এলেন ? - Sambad Taranga

Leave a Reply

Your email address will not be published.


*