Daily cash deposit limit :- বর্তমান কালে প্রায় সকলের কাছেই সেভিংস একাউন্ট রয়েছে । তার কারণ সরকারি ক্ষেত্রে ব্যাংক এর অধীনে সমস্ত সুবিধা পেতে হলে ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট থাকতেই হবে । তবে বর্তমান যুগে ডিজিটাল এর মাধ্যমে লেনদেন ভরসাযোগ্য হয় না । তাই এই পরিপেক্ষিতে ব্যাংকের লেনদেন এর জন্য ভারতের জনগণের কাছে একাধিক অ্যাকাউন্ট রয়েছে । কারণ ভারতেই একমাত্র ন্যূনতম অ্যাকাউন্ট খোলার উপর কোন সীমাবদ্ধতা নেই ।
সরকারি ব্যাংকের পাশাপাশি জনগণ অন্যান্য ব্যাংকগুলোতেও একাউন্ট খুলেছেন । যা বর্তমানে খুবই মামুলি ব্যাপার । সেই ব্যাংক গুলিতে টাকা জমা অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে , সেই জমা টাকার সুদ দেওয়া হয় । যদিও সুদের হার বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে । তবে এটি তখনই সম্ভব যখন কিনা আপনার ব্যাংকে কিছু টাকা জমা থাকবে । তা না হলে ব্যাংক কিছু পরিমাণ জরিমানাবাবদ টাকা কেটে থাকে ।
তবে এই জমা রাশির মূল্য কত টাকা হওয়া উচিত , তার বিষয়ে ভারতের বেশিরভাগ জনগণেরই অজানা বিষয় । আপনারা আপনাদের একাউন্টে নিজের ইচ্ছেমতো সীমাহীন টাকা রাখতে পারবেন । সেভিংস একাউন্টে টাকা জমা করার ওপর নির্দিষ্ট কোন সীমাবদ্ধতা নেই ।
আরও পড়ুন :- দেশের অর্থনৈতিক ঋণ শোধ করতে না পারায় কি কান্ড ঘটালো পাকিস্তান ! রেগে শি জিনপিং !
তাই বলে এই নয় যে, অধিক টাকা লেনদেন করলেও আপনার সেভিংস একাউন্টে ভারতের আয়কর দপ্তরের নজরদারি থাকবে না । অবশ্যই আপনার সেভিংস একাউন্টে অত্যাধিক পরিমাণ টাকা লেনদেনের ক্ষেত্রে , ভারতের আয়কর দপ্তরের কাছে আপনার একাউন্টের লেনদেনের সকল প্রকার আয়ের উৎস দায়ের করতে হবে । এছাড়া এর ঊর্ধ্বে ব্যাংকের সেভিংস একাউন্টে লেনদেন অথবা জমার ক্ষেত্রে আর কোন সমস্যা নেই ।
যদি আপনি বড় মাপের টাকা অর্থাৎ 50,000 (হাজার) টাকা থেকেও ঊর্ধ্ব পরিমান এর টাকা সেভিংস একাউন্টে জমা করতে চান , তাহলে আপনাকে PAN CARD এর নম্বরটি অবশ্যই দিতে হবে । ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি একদিনে প্রায় নগদ 1,00,000 (লক্ষ) টাকা অব্দি জমা করতে পারবেন । যার ওপর সরকারি আয়কর দপ্তরের নজর থাকবে ।
Pingback: NSE Stock, Stock Market Today :- 2024 সালের 24 সেপ্টেম্বরে দেশের কোন 12 টি স্টক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ? - Sambad Taranga