কলকাতা :- কলকাতায় চিকিৎসক মৌমিতাকে খুন এবং ধর্ষণ করার তীব্র গণক্ষোভের প্রতিবাদে R.G. Kar Medical College এর বিরুদ্ধে তৃণমূলের অন্তর মহলে নানা ধরনের মত উঠে আসছে । এই ঘটনার সূত্রপাত অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলাদেশের মতো সাম্প্রতিক ঘটনার প্রভাব দেখা দিচ্ছে ।
ভারতের বিভিন্ন ধুপগুড়ি, আলিপুরদুয়ার, কামদুনি, মধ্যমগ্রাম ও পার্ক স্ট্রিটসমেত জেলাগুলিতে R.G. Kar Medical College এর বিরুদ্ধে মৌমিতাকে খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হলেও বর্তমান অনুযায়ী এতো বড়ো রূপ দেখা দেয়নি । দিনের পর দিন এই বিক্ষোভ মিছিলে অনবরত জনগণ শামিল হচ্ছে । তবে প্রশ্ন এই যে ? দেশজুড়ে আরজি করার ঘটনা কেন অন্য রূপ ধারণ করল ? এই রহস্যকেই ঘিরে ঘুরপাক খাচ্ছে তৃণমূলের শাসক শিবির গুলিতে । পশ্চিমবঙ্গের প্রশাসন কর্মীরা প্রতিনিয়ত একের পর এক পদক্ষেপ দিচ্ছেন , অপরদিকে প্রশাসনের এই পদক্ষেপে জনগণ আরও প্রবল ক্ষেপে উঠছে ।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্দর মহলে গনক্ষোভের তীব্র প্রতিবাদের ব্যাখ্যা নিয়ে নানান মতামত সৃষ্টি হচ্ছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলাদেশের মতো সাম্প্রতিক ঘটনার প্রভাব দেখা দিচ্ছে এই ভারতেও । এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য যুক্তি দেখিয়ে বলেন যে , “উক্ত ঘটনার মূলে রয়েছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীর সদস্যরা । তারাই একত্রে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ গঠন করবে বলে এই ষড়যন্ত্র তৈরি করেছে ।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিতে তৃণমূল দলের এক অন্যতম পুর-প্রধান বলেন, “উদাহরণ হিসেবে পার্শ্ববর্তী বাংলাদেশের ঘটনাই রয়েছে । যেখানে দেখা গিয়েছিল, বিরোধী সরকার বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সঙ্গে হাত মিলিয়ে অনবরত বেশ কয়েক ভোটে জিত হাসিল করে । এমনকি সেই রাজ্যের ক্ষমতাশালী সরকারকেও পদত্যাগ করাতে বাধ্য করা হয় । রাজনৈতিক ক্ষেত্রে ও জনগণের অমানবিক শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মত প্রভাব দেখা দেয় । তার পাশাপাশি উদাহরণ হিসেবে তিনি বলেছেন – “পূর্ব দিকের হাওয়ার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি মিশলে ইলিশ ভালো হয় ।”
অপরদিকে R.G. Kar Medical College এর রিপোর্ট অনুযায়ী সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্দরমহলে তীব্র ক্ষোভের ভিত্তিতে জানিয়েছেন , “অবশ্যই এই প্রতিবাদের পেছনে বিরোধী দলের হাত রয়েছে । আরজিকরের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আমরাও বলছি , “বিচার চাই, দোষীদের শাস্তি চাই ।” বিরোধীরা অবশ্যই তাদের কোন এক বিষয়কে আড়াল করার চেষ্টা করছে । আর সেই সুরেই বিরোধীরা জোটবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে । তা না হলে এই আন্দোলন কোনো মতেই এতো বড় মোর্চা সৃষ্টি করতে পারে না ।”
এই আন্দোলনের বিরুদ্ধে তৃণমূলের সংসদ দলের রাষ্ট্রীয় সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগ করে তিনি বলেছেন, “বিরোধীরা সমাজের এক ভুল মন্তব্য তৈরি করে উস্কানি দিচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের নিজস্ব ফায়দা নেবার চেষ্টা করছে ।” জয়প্রকাশ মজুমদারের অভিযোগে পাল্টা জবাব দিয়ে সিপিএমের দলীয় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, “জনগণের তীব্র ক্ষোভের এই প্রতিবাদী আন্দোলনের মূলে রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের ধামাচাপা দেওয়ার কার্যকলাপ । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ববর্তী বাংলাদেশকে দেখে তিনি আতঙ্কবোধ প্রকাশ করছেন কিন্তু তিনি বাংলাদেশকে দেখে শিখছেন না ।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেছেন, R.G. Kar Medical College এর বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন আরও বড় মোর্চা সৃষ্টি করবে বলে আশঙ্কা রয়েছে । সমাজের বিভিন্ন অংশ থেকে জনগণ জোটবদ্ধ হচ্ছে । পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের এরূপ নোংরা কৃতকর্মের জন্যই আন্দোলন আরও প্রবল রূপ ধারণ করছে । এই ভিত্তিতে তিনি ছোট্ট মন্তব্য করে বলেছেন, “উঠিয়েছো লাঠি এবার যবে , দেখবো কেমন খেলা হবে ।”
Pingback: Calcutta High Court :- জাল সার্টিফিকেটে নিয়োগ ! রাজ্যে সাড়ে 9 হাজার CRPF ও CAPF কর্মীদের নিয়োগ বাতিল করার নির্দেশ
Pingback: Mamata Banerjee :- মাইক বন্ধ করে অপমানিত করা হয়েছে ! 5 মিনিটও বলতে দেওয়া হলো না মমতাকে ! বৈঠক থেকে বেরিয়ে এস
Pingback: Natasha-Hardik :- নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের কারন কি ? কি নিয়েই বা তাদের বিচ্ছেদ হল ? - Sambad Taranga
Pingback: Lebanon Hezbollah Attack :- হিজবুল্লার ওয়াকি-টকি বিস্ফোরণে 20 জন নিহত এবং 450 জন আহত । উক্ত বিস্ফোরনের মূল 10 টি আপডেট