
নিউ দিল্লী :- রবিবার ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের সাথে নয়া দিল্লির বৈঠক সভায় দুই দিনের বৈঠক শুরু হয় । তবে বর্তমানে এই আলোচনা সভাটি লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রীয় সরকারের বাংলার বাজেট পেশ করার কিছুদিন পরেই শুরু হচ্ছে ।
বিশেষত এই বৈঠক সভার মূল উদ্দেশ্য হল – রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা গুলি সঠিকভাবে পর্যালোচনা করা এবং জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক নীতিগুলি সঠিকভাবে বিস্তার করা । বৈঠক সভায় বিজেপির সিনিয়র নেতারা – কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ , রাজনাথ সিং , জাতীয় সভাপতির JP নাড্ডারা উপস্থিত ছিলেন ।
*আরও পড়ুন :- নতুন করিডোরে খরচ 10247 কোটি টাকা ! যোগ হবে বাংলার দুই প্রান্ত ! সরকারের বিরাট অনুমোদন !
এর পাশাপাশি বৈঠক সভায় উপস্থিত ছিলেন ভারতের সমস্ত মুখ্যমন্ত্রীরাও – এনাদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী -যোগী আদিত্যনাথ , রাজস্থানের মুখ্যমন্ত্রী -ভজন লাল শর্মা , গুজরাটের মুখ্যমন্ত্রী -ভূপেন্দ্র পাটেল , মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -মোহন কুমার যাদব , অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী -পেমা খান্ডু , উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ সহ বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন ।
এছাড়াও সমস্ত উপ -মুখ্যমন্ত্রীদের মধ্যে – মহারাষ্ট্রের ডেপুটি CM -দেবেন্দ্র বিহারের ডেপুটি CM -সম্রাট চৌধুরী , নাগাল্যান্ডের ডেপুটি CM -ওয়াই প্যাটার , উত্তরপ্রদেশের ডেপুটি CM -কেশব প্রসাদ মৌর্য , রাজস্থানের ডেপুটি CM -দিয়া কুমারী উপস্থিত ছিলেন বৈঠক সভায় ।
*পড়তে থাকুন :- শেয়ার বাজারের বৈদেশিক মুদ্রা ভান্ডার বেড়ে গিয়ে 670.86 বিলিয়ন ডলার দাঁড়িয়েছে ! 4 বিলিয়ন ডলার বৃদ্ধি !
খোবরসুত্র জানা যায় রবিবারের বৈঠক সভায় প্রধানমন্ত্রী Narendra Modi সহ দেশের সকল মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের সাথে দেশের নানা স্কিমগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে । তিনি দেশের জনগণের বিকাশ ও রাজ্যগুলির উন্নয়নের অগ্রগতি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় । এছাড়াও তিনি 2024 সালের লোকসভা নির্বাচনের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা‘ এবং ‘হর ঘর নল সে জল ‘ এর মত স্কীমগুলিগুলি আলোচনা করেছেন ।
[wpforms id=”148″ description=”true”]
Leave a Reply