Vande Bharat Express :- ভারতের বহু জনগণের আবেগের রাজধানী ট্রেন ক্রমশ উঠে যাবে রেলওয়ের ট্র্যাক লাইন থেকে । দিন যত যাচ্ছে জনগণের সুবিধা ও ক্রমস বাড়ছে । তাই এই রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে ভারতীয় রেলপথে AC স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে । রেলপথে এখন যে বন্দে ভারত চলাচল করছে সেটি হচ্ছে – চেয়ার কার ভার্সন । পাশাপাশি স্লিপার ভার্সন ও নিয়ে আসা হচ্ছে অতি শীঘ্রই । বিশেষত , এই বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ১৮০ কিমি / ঘণ্টায় দ্রুত গতি বেগে ছুটবে ।
প্রশ্ন উঠছে , রাজধানী এক্সপ্রেস কি সত্যিই ভারতের রেলপথ থেকে উঠে যাবে ? নাকি সেটা দ্রুতগতিতে না হলেও ধাপে ধাপে তুলে দেওয়া হবে । বিভিন্ন ধরনের রিপোর্ট অনুসারে, বন্দে ভারতের AC স্লিপার ভার্সন টি চালু হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দেশের বিভিন্ন রেল লাইনের সমান্তরালে চলাচল করবে । ভারতীয় রেল সরকার রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে এক ন্যূনতম অধিক গতি সম্পন্ন AC স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পরিকল্পনায় বিশেষভাবে নজর দিয়েছে ।
এতদিন ধরে ভারতীয় বন্ধে ভারত ট্রেনে প্রায় সবই Chair Car পদ্ধতিতে ছিল। রাতে যাত্রীদের জন্য বিছানায় শুয়ে ঘুমোনোর মতো কোনো ব্যবস্থা ছিল না , এর ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হতো । তাই রেল সরকার যাত্রীদের এইসব সমস্যার সমাধানের জন্য ভারতের রেলপথে ন্যূনতম AC Slipper Vande Bharat Express টি চালু করার বিশেষভাবে উদ্যোগ নেন । এর ফলে বাকি ট্রেনগুলোর তুলনায় AC Slipper Vande Bharat Express এক বিশেষ জায়গা নিতে পারবে যা রাজধানী ও শতাব্দি এক্সপ্রেসের থেকেও দ্রুতগতিতে ছুটবে বলে জানা যায় । ভারতের BEML সরকার ( Bharat Earth Moovers Limited ) ১০ টি AC স্লিপার বন্দে ভারত ট্রেন বানানো শুরু করে দিয়েছে । কিন্তু প্রশ্ন উঠছে , AC Slipper বন্দে ভারত এক্সপ্রেস কবে থেকে চালু হবে ?
রেল সূত্রে জানা গেছে , কয়েক মাসের মধ্যেই এই AC Sleeper Class Vande Bharat Express টি Test Drive এর জন্য ট্রাক লাইনের উপর ট্রায়াল দেওয়া হবে । যারা নাকি কলকাতায় পূর্ব-পশ্চিম Metro Corridor তৈরিতে আছে ।
*আরও পড়ুন :- প্রতি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে ছুট ! মাসের শুরুতেই এক দারুন খবর …. আসুন তাড়াতারি জেনে নিন …
* AC Slipper Vande Bharat Express কেমন হবে দেখতে ?
ভারতের রেল তথ্য থেকে জানা যায় , এসি ক্লিপার বন্ধে ভারত এক্সপ্রেসটিতে মূলত 16 টি কোচ থাকবে বলে জানা গেছে । এরমধ্যে ১১ টি হলো 3 Tear Coach , 8 টি AC 3 Tear Coach এর পাশাপাশি ২ টি First Class AC Coach থাকবে । বর্তমানে যে সমস্ত AC কোচ যুক্ত Normal Train গুলি রয়েছে তার থেকেও আরও উন্নত হতে চলেছে ভারতীয় AC Slipper বন্দে ভারত এক্সপ্রেস , যাতে কিনা প্রায় ৪০০ জন যাত্রীর যাতায়াতের জন্য Seat Capacity রয়েছে ।
১৯৬৯ সালে ভারতের রেলপথে তখনকার বিশেষ আকর্ষণীয় দ্রুতগতি সম্পন্ন রাজধানী , শতাব্দীর মতো ট্রেন চালু হওয়ার পর থেকে বহু মানুষের স্বপ্ন ছিল , একবার হলেও এই ট্রেনে চড়ে স্বপ্ন পূরণ করবেন । তবে বর্তমানে এখনও অনেকই এমন স্বপ্ন দেখে থাকেন । এছাড়াও হাওড়া এবং শিয়ালদহ থেকে নিউ দিল্লিতে যাতায়াতকারী রাজধানী এক্সপ্রেসকে ভালোবেসে ট্রেন দুনিয়ার king & queen বলে অভিহিত করতেন ।
ভারতের জনগণের আবেগের রাজধানী , শতাব্দীর মত Premium ট্রেন থাকলেও বর্তমানে AC Slipper যুক্ত Vande Bharat ট্রেনটি ন্যূনতম মাধ্যম সংযুক্ত করায় জনগণের মনে এক বিশেষ জায়গা নিবে বলে রেল সরকার জানিয়েছে । এর পাশাপাশি অতি শীঘ্রই কয়েক মাসের মধ্যেই Amrit Bharat Express টি চালু হবে এবং জাপানের মত হাই স্পিড যুক্ত Bullet Train ও কয়েক বছরের মধ্যে চালু হয়ে যাবে ।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনেকদিন আগেই জানিয়েছিলেন যে , বন্দে ভারতের জনপ্রিয়তা সম্পন্ন রেল ব্যবস্থাকে মাথায় রেখে এই ন্যূনতম AC Sleeper Class Vande Bharat Express টি চালু হচ্ছে । আগামী May-June মাস থেকেই নাকি এই ন্যূনতম বন্দে ভারত ট্রেনটি চালু হচ্ছে । ফলে এই ন্যূনতম ব্যবস্থা সম্পন্ন ও দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মাধ্যমে যাত্রীরা খুব কম সময়েই তাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আশা করা যায় ।
Pingback: Indian Rail Ticket Service :- শিয়ালদহ স্টেশনের স্থানীয় রেল যাত্রীবাহীদের জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে ...
Pingback: Over flooded Dubai :- দুবাইয়ের প্রবল বন্যার কারণ কি, কেন, কিভাবে হয়েছে ! বিস্তারিত খবর জেনে নিন .... -
Pingback: Remal Update :- রেমাল শুরু হওয়ার আগের দিনে সন্ধ্যাতেই লক্ষ টাকার মদ বিক্রি, তারপর দিনই দোকানে চুরি গেল ...
Pingback: Shealdah Train Service :- কবে থেকে শিয়ালদহ লোকাল ট্রেন গুলি চলাচল স্বাভাবিক হবে ? কবে থেকে 12 কামড়ার ট্রেন গুলি চ