Government Requirementary Scam :- ২৫ হাজার কর্মীদের চাকরি বরখাস্ত করার নির্দেশ আপাতত স্থগিত ! নিয়োগ মামলা নিয়ে কি রায় দিল সুপ্রিম কোর্ট …

*Government Requirementary Scam :- কলকাতা হাইকোর্টে আগামী সোমবার SSC মামলায় ফের শুনানি ঘোষণা করা হল । পশ্চিমবঙ্গ জুড়ে হাইকোর্ট ২৪৬৪০ শিক্ষক ও অশিক্ষকদের চাকরি বাতিল করা এবং সুদ সহ তাদের চাকরির বেতন ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন । আদালত CBI কে রাজ্যের যে সকল স্তরে বেআইনিভাবে চাকরি নিয়োগ করা হয়েছিল , সেই সমস্ত কাজগুলিকে নিখুঁতভাবে তদন্ত করার নির্দেশ এবং যোগ্য শিক্ষকদের নতুন নিয়োগের জন্য ১৫ দিনের সময় দেন । সিদ্ধান্ত নিলে পরে পশ্চিমবঙ্গের সরকার তথা কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়ে হাজির হয় ।

22 November 2021 এবং 22 April 2024 – প্রায় দু বছর পাঁচ মাসের মাথায় , এই দুর্নীতি গত নিয়োগের একাধিক পর্দা ফাঁস হয়েছে । বিভিন্ন রাষ্ট্রের মন্ত্রী জেলে যাওয়ার পাশাপাশি সরকারি আধিকারিক, SSC এর একাধিক চেয়ারম্যান সহ আরো বিভিন্ন কর্মকর্তারাও জেলে গেছেন । এই অবস্থায় দুবছরের মধ্যে প্রায় কয়েক হাজার চাকরি নিয়োগ হয়েছিল । এসএসসির বিভিন্ন শ্রেণি যথাক্রমে Group-C , Group-B , Group-D ইত্যাদি । বিদ্যালয় এর কর্মী নিয়োগ , নবম-দশম-একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগে মোট ২৪৬৪০ জন কর্মীদের শূন্য পদে নিয়োগ করা হয়েছিল এবং 2016 এর SLST এর জন্য ২৩ লাখেরও বেশি প্রার্থী উপস্থিত ছিলেন ।

* চাকরি নিয়োগে কেলেঙ্কারি ঘটনা :-

বেআইনিভাবে চাকরির নিয়োগের সন্দেহে 2022 সালের July মাসে সিবিআই শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ স্কুল কমিশনের বেশিরভাগ অধিকারী কে গ্রেফতার করে নেয় । এর পাশাপাশি 16 February Ed ( Enforcement Directret ) এর একটি দল তদন্ত করলে পরে কলকাতায় চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ এবং ১ কোটিরও বেশি মূল্যের গহনা উদ্ধার করা হয় ।

CBI এ যারা Nayeta Communication এ দায়িত্বে ছিল তাদের সমস্ত তালিকাভুক্ত প্রক্রিয়াগুলিও পুরোপুরি ভুল ছিল । অর্থাৎ , চাকরি নিয়োগে ২৪ হাজার ৬৪০ জন কর্মীদের নিয়োগ করার যে প্রক্রিয়াটি ছিল তা রীতিমতো ভুল ছিল । কারণ এই OMI  Evolution Rating Test এর মাপ সেটা কিনা Nayeta Communication এর দ্বারা নেওয়া হয়েছিল । CBI গাজিয়াবাদ থেকে তিনটি Hard Disk উদ্ধার করে এবং সেখানে Nayeta Communication এর চাকরিজীবী কর্মী পঙ্কজ বোন সালের কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে এবং SSC server এর মধ্যে এক আকাশ পাতাল পার্থক্য দেখা গেছে । এই পার্থক্যের মধ্যে লুকিয়ে ছিল ৮১৬৩ টি OMR সিটের কারচুপি , যারা পেয়েছেন – ০২ তা বেড়ে হয়ে গিয়েছে ৫২ , পেয়েছেন ০৩ হয়ে গেছে ৬৩ । এছাড়াও আরো অনেক বেআইনিভাবে চাকরি নিয়োগ করা হয়েছিল প্রতিনিয়ত ।

এছাড়াও শূন্য পদে যত সংখ্যক চাকরি নিয়োগের ছিল , তার থেকে বেশি পরিমাণে নিয়োগই হচ্ছিল । অর্থাৎ, সরকারের এই নিয়ম অনুসারে চাকরি নিয়োগ ছিল ২৪৬৪০ । কিন্তু তা বেআইনিভাবে কয়েকজন চাকরি কর্মীদের সহায়তায় বেড়ে ২৫ হাজার এর উর্ধ্বে চলে যায় । এক্ষেত্রে তদন্ত সূত্রে জানা যায় , স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ উভয়ই নিজেদের গা ঢাকা দেওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে ।  SP  সিনহার নেতৃত্বে SST তে যখন কমিটি গঠিত হয় । আর সেই কমিটির অধীনেই হাতে হাতে চাকরি দেওয়ার কার্যকলাপটি শুরু হয়েছিল ।

* আরও পড়ুন :-

ভোটের ফল প্রকাশের পরের দিনে প্রতি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে ছুট ! মাসের শুরুতেই এক দারুন খবর ! তাড়াতাড়ি দেখে নিন …  https://sambadtaranga.in/lpg-price-cut-news

ইরানে আকাশ থেকে হঠাৎ মাছ বৃষ্টি ! অস্বাভাবিক এই মাছের বৃষ্টি দেখে শহরবাসী হতভম্ব ! ঘটনাটি জানতে এখানে ক্লিক করুন …  https://sambadtaranga.in/fish-rain-in-iran-news

2016 তে যে সমস্ত TMC পরিচালিত স্কুলগুলিতে ১৩ হাজার কর্মী Group-D তে নিয়োগের জন্য SSC একটি প্রকৃতি জারি করেছিল যার সময় কাল ছিল 2019 পর্যন্ত । কিন্তু তা সত্ত্বেও আবেদনকারীদের অভিযোগ দায়ের করার ফলে The Indian Express এর প্রতিশ্রুতি অনুসারে হাইকোর্টে Pitition জমা দেওয়া হয়েছিল যা SSC এর মাধ্যমে জানা গিয়েছিল যে ২৫ টি অবৈধ নিয়ম হয়েছিল । কিন্তু পরবর্তীকালে তা বেড়ে গিয়ে ৫০০ এরও ঊর্ধে দাঁড়ায় ।

হাইকোর্ট সমস্ত বেআইনিভাবে চাকরিতে নিয়োগিত শিক্ষকদের উদ্দেশ্য , যারা যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকে যত পরিমাণ বেতন পেতেন , সেই পুরো বেতনের সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন । এছাড়াও প্যানেলের সময় কাল শেষ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদেরকে ১২% হারে সুদ-সহ দিতে হবে এবং তার সময়কাল আগামী ৪ সপ্তাহের মধ্যে । তথা ৬ সপ্তাহের মধ্যে বেতন স্বরূপ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে জেলা শাসকের কাছে । ED র তদন্ত জারি থাকবে । যাতে দুর্নীতিগ্রস্তদের খুব সহজেই হেফাজতে নিয়ে আসতে পারা যায় । আদালত SSC কে করা নির্দেশ দেন – যে সমস্ত OMR শিট বা Notice SSC র Website এ Upload হয়নি , তা অতি শীঘ্রই Upload করার কথা ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

5 Trackbacks / Pingbacks

  1. Vande Bharat Express :- রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে , প্রায় ১৮০ কিমি গতিতে ছুটব
  2. Indian Rail Ticket Service :- শিয়ালদহ স্টেশনের স্থানীয় রেল যাত্রীবাহীদের জন্য নতুন পরিষেবা চালু করা হয়েছে ...
  3. Kangana Ranawat news :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটন
  4. Kangana Ranawat :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটনাট
  5. Kangana Ranaut Slapped:- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনা

Leave a Reply

Your email address will not be published.


*