New Delhi :- ভোটের ফল প্রকাশের পরের দিনই প্রতি LPG (রান্নার গ্যাস) ১০০ টাকার কাছাকাছি কমিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে । সমগ্র ভারতে এই নিয়ে নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হচ্ছে । মাসের শুরুতেই LPG গ্যাসের দাম কমে যাওয়ায় আম জনতারা খুশি প্রকাশ করেন ।
ভোটের ফল প্রকাশের পর তিনি এক সুখবর । এক লাফে ১০০ টাকার কাছাকাছি প্রতি এলপিজি গ্যাসের দাম কমে গেল । জুন মাসের শুরুতেই ১লা তারিখ থেকেই এটি কার্যকর হবে বলে জানা গিয়েছে । মাসের শুরুতেই গ্যাসের দাম কম হওয়ায় স্বাভাবিকভাবে আমজনতার মুখে হাসি ফোটে ।
1. প্রত্যেক সিলিন্ডারে কত টাকা করে দাম কমেছে ?
বিভিন্ন oil marketing সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল , প্রতি ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম ৭২ টাকা করে কমানো হবে । এর ফলে ১৯ কেজির প্রত্যেক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৮৭ টাকা হবে । তবে এটি একলা জুন মাস থেকে কার্যকর হবে ।
*আরও পড়ুন :-জুলাই মাসের শুরুতেই LPG গ্যাসের দাম কমল ! বিভিন্ন শহরে কত দাম হচ্ছে বিস্তারিত জানুন …
অপরদিকে, ১৪.২ কেজি LPG gas cylinder অর্থাৎ গৃহস্থালি ব্যবহৃত রান্নার গ্যাসের দামের কোন পরিবর্তন হয়নি । মার্চ মাসে তথা নারী দিবসের শেষ সময়ে দাম কমানো হয়েছিল সিলিন্ডারে । বর্তমানে ১৪.২ কেজি এলপিজি গ্যাসের দাম ৮২৯ টাকা হয়েছে ।
2. সিলিন্ডারের দাম কমার কারণ কি ?
সমস্ত oil marketing সংখ্যাগুলির তরফ থেকে প্রত্যেক মাসের শুরুতেই দেশের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে নানা পর্যালোচনা করা হয় । সেই অনুযায়ী দেশীয় বাজারের উপর ভিত্তি করেই LPG গ্যাসের দাম নির্ধারণ করা হয় । সে ক্ষেত্রে নির্বাচনের সাথে গ্যাসের দাম কম হওয়ার কোন সম্পর্ক নেই ।
* আরও পড়ুন :- ইরানে আকাশ থেকে হঠাৎ মাছ বৃষ্টি ! অস্বাভাবিক এই মাছের বৃষ্টি দেখে শহরবাসী হতভম্ব …
3. কোথায় ব্যবহার হয় এই গ্যাস ?
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার গুলি সাধারণত দোকান, হোটেল, রেস্টুরেন্ট ও রেস্তোরাঁও গুলিতে ব্যবহৃত হয় । আর গৃহস্থের বাড়িতে ১৪.২ কেজির এলপিজি গ্যাস ব্যবহৃত হয় । তবে এই গ্যাসের দাম কবে কমবে সে বিষয়ে কিছু জানা যায়নি ।
Pingback: Google Map Accident News:- ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচা
Pingback: Fish Rain In Iran News :- ইরানে আকাশ থেকে হঠাৎ মাছ বৃষ্টি ! অস্বাভাবিক এই মাছের বৃষ্টি দেখে শহরবাসী হতভম্ব ..
Pingback: Government Requirementary Scam :- ২৫ হাজার কর্মীদের চাকরি বরখাস্ত করার নির্দেশ আপাতত স্থগিত ! নিয়োগ মামলা নিয়ে কি র
Pingback: Vande Bharat Express :- রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে , প্রায় ১৮০ কিমি গতিতে ছুটব
Pingback: Kangana Ranawat :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটনাট
Pingback: Shahajahan sheikh :- সভা চলাকালীন হঠাতে শাহজাহানের পকেট থেকে বের হল বন্দুক , এই নিয়ে বিরাট হইচই এলাকাবাসীর...