মেনে নেয়নি পরিবার, বৌভাতের দিনই নববধূকে নিয়ে পলায়ন প্রেমিক, ইতিহাস জানলে হাসবেন। MP viral news

Mp viral news

MP Viral News:- নববধূকে সেই অঙ্কিত নামের যুবক বিগত পাঁচ বছর ধরে ভালবাসতেন, তবে সেই ভালোবাসা তাদের বিয়েতে পরিণত হয়নি । কারণ মেয়ের পরিবার তাদের ভালোবাসার সম্পর্ক মেনে নেয়নি । তারপর রাজি না হলেও সেই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া হয় । এরপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা, বিয়ের পর বৌভাতের দিনই সেই প্রেমিক নববধূকে বরের সামনে দিয়ে অপহরণ করে পালিয়ে যায় । বিয়ে বাড়ির এই ঘটনা এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে ।

খবর মাধ্যমে জানা গিয়েছে, বিয়ে বাড়ির এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল এলাকায় । সেই এলাকার আশীষ নামের এক যুবক (বর) পুলিশকে উক্ত ঘটনার বৃত্তান্ত জানিয়ে বলেন, বিয়ের আগে থেকেই রোশনি নামের নববধূর সাথে সেই ছেলের ভালোবাসা চলছিল । এরপর মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায়, বিদিশা জেলার এক যুবকের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় । এরপর বৌভাতের দিন সেই যুবতী বিউটি পার্লারে সাজতে যায় । তবে ফিরছিল তারা একই গাড়িতে । 

আরও পড়ুন :- “গাজিয়াবাদে রোহিঙ্গাদের ওপর হামলা, বেআইনি বসবাসের অভিযোগে উত্তেজনা ও উচ্ছেদ এলাকাবাসীর।”

এরপর অনুষ্ঠান বাড়ির সামনে গাড়ির একদিক থেকে নামে আশীষ, অপরদিক থেকে নামে সেই কন্যে ও তার বোন । ঠিক তখনই পাশ দিয়ে একটি গাড়ি জোর গতিতে এসে সেখানে হঠাৎ থেমে যায় । এরপর সেই গাড়ি থেকে এক যুবক নামে এবং সকলকে তাক লাগিয়ে রোশনিকে নিয়ে পালিয়ে যায় । তবে ঘটনাস্থলের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করলেও, ততক্ষণে সেই গাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় । 

ঘটনাস্থলে উপস্থিত সেই আশীষ এও জানিয়েছেন, তাদের বিয়ের গাড়ির টায়ার পাংচার হওয়ার কারণে, তারা বিয়ের বাসে ফিরছিলেন । এরপর সমস্ত ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, উক্ত ঘটনাটি পালিয়ে যাওয়া অঙ্কিত ও রোশনি দুজনেরই পরিকল্পনা অনুযায়ী ঘটানো হয়েছে । জানা গিয়েছে, অঙ্কিত বিয়ের গাড়ির টায়ার পাংচার করেছিলেন । যার কারণেই তাদের এই কুকর্ম সফল হয়েছে ।

আরও পড়ুন :- “মহাকুম্ভে মহিলাদের পুণ্যস্নানের ভিডিও বিক্রি 1,999 থেকে 3,000 টাকায় !” সরকার কি পদক্ষেপ নিলেন?

রোশনি ও অঙ্কিত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং তারা বিয়ের পর বৌভাতের দিনই একসাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন । 

রোশনির পরিবার তার প্রেমিক অঙ্কিতের সাথে সম্পর্কের ব্যাপারে আপত্তি জানিয়েছিল । এই কারণেই তারা তড়িঘড়ি করে আশীষের সাথে রোশনির বিয়ের ব্যবস্থা করেছিল । রোশনি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও তিনি অঙ্কিতের সাথে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন ।

আরও পড়ুন :- “সেলফির ছলে পুনম পান্ডেকে চুম্বনের চেষ্টা”, হতবাক অভিনেত্রী, দেখুন ভাইরাল ভিডিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*