Shealdah :- শিয়ালদহ স্টেশনের ১-৫ নম্বর প্লাটফর্মে চলাচলগামী ট্রেনগুলি বন্ধ থাকায় যাত্রীদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । রিপোর্টে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত অব্দি বাতিল হওয়া ট্রেন গুলির তালিকা প্রকাশ করেনি রেল কর্তৃপক্ষ । রাজধানী এবং দূরগামী ট্রেনগুলির পাশাপাশি তালিকায় বিভিন্ন লোকাল ট্রেনের যাত্রীরাও ছিলেন ।
ক-দিন ধরে শিয়ালদহ স্টেশনের বিভিন্ন জায়গায় যাতায়াতকারী যাত্রীদের দারুন অসুবিধা হচ্ছে । তবে শুক্রবার কোনো মতে পার হলেও শনিবার সেই একইভাবে অসুবিধা ভোগ করতে হয় । বেলা শেষ হওয়ার পাশাপাশি ট্রেনের পরিষেবাও ক্রমশ সময়সীমার বাইরে যেতে থাকে । এমনকি দিনভর যে সমস্ত ট্রেনগুলি চলাচল করছিল সেও তালিকার সময়সীমার বাইরেই ছিল । রাজধানী, শতাব্দীর মতো দুরগামী ট্রেনগুলিও শিয়ালদহ স্টেশনে ঢোকার আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে । পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন গুলির ২ থেকে ৩ ঘন্টার মতো দেরিতে চলে ।
*কবে থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ?
রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন রবিবারে এই কাজ সম্পন্ন হয়ে যাবে । তারপরে সমস্ত পরিষেবা স্বাভাবিক হবে । শনিবার শিয়ালদহের DRM অফিস সূত্রে জানা গিয়েছে , যে গতিতে কাজ চলছে রবিবার বিকেল পেরিয়ে গেলেও কাজ শেষ হবে না । যদিও রেল কর্মীরা উদাহরণ দিয়ে বলেছেন – নতুন জুতো পরলে যেমন পায়ে ফোসকা পড়ে , ঠিক তেমনি নতুন কোন সিস্টেম তৈরি করতেও সময় লাগে । তাই রবিবার বিকেলে কাজ শেষ হলেও পুরোপুরি ভাবে কাজ সম্পন্ন হতে সোমবার অবধি সময় লেগে যেতে পারে । এই পরিস্থিতিতে নতুন সপ্তাহের শুরুতেও যাত্রীদের অসুবিধা ভোগ হতে পারে ।
* আরও পড়ুন :- রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে , প্রায় ১৮০ কিমি/ঘণ্টা গতিতে ছুটবে …https://sambadtaranga.in/vande-bharat-express
শিয়ালদহের সমস্ত মেন ও উত্তর শাখার ট্রেনগুলি ১ থেকে ১৪ নম্বর প্লাটফর্ম দিয়ে যাতায়াত করত । ফলে এই ফ্ল্যাট ফ্রম গুলিতে ১২ কামরার বগির দৈর্ঘ্যে ট্রেন গুলির চলাচল সম্ভব হতো না । তাই সমস্ত ট্রেন গুলি যাতে স্বাভাবিকভাবে সব প্লাটফর্ম গুলোতে আওতায় থাকে তার জন্য গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে ।
*কবে থেকে ১২ কামরার ট্রেনগুলি চলাচল শুরু হবে ?
পূর্ব রেল কর্তৃপক্ষের আধিকারিক কৌশিক মিত্র বলেছেন জুলাই মাসের শুরুতে শিয়ালদা স্টেশনের বেশিরভাগ উত্তর ও মেনলাইনের দিনগুলি ১২ কামরায় চালানো হবে । এমনকি রবিবার দুপুরের মধ্যেই এই কাজ শেষ হবে বলে আশা করেন । তবে রবিবার ও সোমবারের মধ্যে কাজ সম্পন্ন হলে বারো কামরা বিশিষ্ট ট্রেনগুলি আগামী মাসের প্রথম দিকে চলাচল শুরু হবে ।
প্ল্যাটফর্মের কাজের জন্য শিয়ালদা স্টেশনের কোন কোন ট্রেন গুলি বাতিল করা হবে এবং কোন ট্রেনগুলির শিয়ালদহ রেলপথে চলাচল করবে তা পূর্ব রেলের তরফ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি । এর ফলে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হবে আমজনতার ।
রিপোর্ট অনুসারে বৃহস্পতিবার রাত থেকে রবিবার দুপুরে শিয়ালদহ স্টেশনের মোট ৮৮ টি লোকাল ট্রেন চলাচল বাতিল করা হয় । এই পরিস্থিতিতে বেশিরভাগ ট্রেনের যাত্রা দমদম ক্যান্টম্যান্ট ও দমদম জংশন এর মধ্যেই শুরু ও শেষ হবে ফলে আসাম, নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ সমেত আরো বিভিন্ন কার ট্রেন যাত্রীদের যাতায়াতের ব্যাপক সমস্যার সম্মুখীন হবে ।
Pingback: Popular train update :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে !