UTS System ( শিয়ালদাহ ) :- শিয়ালদহ ডিভিশনে এখন এক নূন্যতম পরিষেবা চালু করেছে ভারতীয় রেল সরকার । সেখানে বলা হয়েছে যে , এখন থেকে UTS (unreserved ticketing system) এর মাধ্যমেই নাকি শিয়ালদহ ডিভিশনের সমস্ত হল্ড স্টেশন গুলির টিকিট কাটা যাবে । তবে এই পরিষেবা যাত্রীদের পক্ষে এক বিরাট সুবিধা প্রদান করেছে । এর ফলে যাত্রীরা অনলাইনের দ্বারা টিকিট বুক করে QR code এর মাধ্যমে নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে পারবে ।
পূর্ব থেকে এতদিন পর্যন্ত শিয়ালদহের বিভিন্ন হল্ট সংলগ্ন স্টেশন গুলিতে কোন ধরনের চিরস্থায় টিকিট কাউন্টার ছিল না । এই দরুন স্টেশনে পরিচর্যা কারীরা সমস্ত হল্ড সংলগ্ন স্টেশনের টিকিট কাউন্টারের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে দেওয়া হয় । টিকিট বিক্রয়ের মূল্যস্বরূপ রেল সরকারের সাথে নিজেদের প্রাপ্ত লাভ ভাগ করে নিত সে প্রতিষ্ঠানগুলি । কিন্তু এতেই যে যাত্রীদের সমস্যা রীতিমতো দূর হয়েছে, তা নয়। তাই এইসব সমস্যা দূর করার জন্য রেল সরকারি মাধ্যমটি বাস্তবায়িত করে ।
রেল সরকারের এই নতুন পরিকল্পনাটি সত্যিই রেল যাত্রীদের মধ্যে এক সাফল্যমর্জিত মাধ্যম গড়ে তুলেছে । পূর্বে শিয়ালদহ স্টেশনের সমস্ত হল্ট গুলিতে কোনরকম টিকিট কাউন্টারের ব্যবস্থা ছিল না । বহু যাত্রীরা এই ন্যূনতম পদ্ধতি না থাকায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাতায়াত করত । তাই রেল সরকার যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে এই নতুন মাধ্যমটি বাস্তবায়িত করায় সমস্ত রেল যাত্রীদের মধ্যে বিশেষ সুবিধা প্রদান করেছে ।
* আরও জানুন :- রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে ! প্রায় ১৮০ কিমি/ঘণ্টা গতিতে ছুটবে …
রিপোর্ট অনুযায়ী এখন থেকে UTS এর মাধ্যমে যে কোন হল্ট স্টেশন গুলিতে টিকিট কাটতে পারবে । স্টেশনের যে সমস্ত অনলাইন পয়েন্ট রয়েছে , সেখানেই QR Code এর পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করে যাত্রীরা তার নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে । UTS এর এই টিকিট কাটার মাধ্যমটি জনগণেরা বিশেষভাবে সুবিধাভোগী হবে বলে আশা দিয়েছে রেল সরকার ।
রেল সরকারের রিপোর্ট অনুসারে, শিয়ালদহের মোট ৫২ টি হল্ট সংলগ্ন স্টেশন গুলিতে UTS এর মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়াটি চালু হয়েছে । অনলাইন মাধ্যম এই UTS প্রক্রিয়ার দ্বারা স্টেশন সংলগ্ন এলাকায় যাতায়াতের জন্য নির্ধারণ করা হয় । রেল সরকারের বক্তব্য – এতদিন ধরে এই ব্যবস্থা চালু করা হয়নি কারণ, যাত্রী সংখ্যা কম ছিল বলে । কিন্তু বর্তমানে জাতিসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে যাত্রীদের সুবিধা প্রদানের জন্য এই ব্যবস্থাটি চালু করা হয় ।
* পড়তে থাকুন :- ভারত বাংলাদেশের ভেতর দিয়ে এক দারুন বিকল্প ভিত্তিক রেল সড়ক বানাবে …
• What is the UTS system ( ইউটিএস পদ্ধতি আসলে কি ) ?
এই UTS পদ্ধতি মূলত দুই প্রকার । 1. পেপার টিকিট , 2. পেপারলেস টিকিট ।
• পেপার টিকেট:- এই প্রক্রিয়ায় বিশেষভাবে টিকিটের কোন প্রিন্ট লাগবে না । তবে, মোবাইলের Ticket Booking এর PDF দেখালেই হবে ।
• পেপারলেস টিকেট :- এই প্রক্রিয়ায় অবশ্যই টিকিট প্রিন্ট করতে হবে । সর্বপ্রথম স্টেশনে গিয়ে TTVM (Automatic Ticket Vending Machine ) – দ্বারা ওই টিকিটের PDF Copy বের করতে হবে । নয়তো কোন কাজ হবে না ।
এ মাধ্যমটি স্মার্টফোন এবং ইন্টারনেট থাকাকালীন যেকোনো IOC , Android বা Windows যাবতীয় প্ল্যাটফর্ম এর মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে ।
• মূল্যবান তথ্য :-
মূলত এই অ্যাপটিতে তখনই টিকিট কাটা সম্ভব হবে , যখন কিনা যেই স্টেশন থেকে শুরু হবে যাত্রা সেই স্টেশনের অন্তর ২ কিলোমিটারের মধ্যে থাকলেই হবে , এর থেকে অধিক দূরত্বে গেলে এই অ্যাপটি কাজ করবে না ।
1. যাত্রীরা ট্রেনের বগির মধ্যে প্রবেশ থাকাকালীন এই অ্যাপটি কাজ করবে না ।
2. রেল স্টেশনের প্লাটফর্ম কিংবা রেলের সড়ক পথের উপর থাকলেও কার্যকর হবে না টিকিট কাটা ।
3. যারা যারা এই aap মাধ্যমটির অংশ গ্রহণকারী । তাদের মোবাইলের সাথে GPS Location Track করা হয় । ফলে নির্দিষ্ট জায়গা ছাড়া টিকিট কাটা সম্ভব হয় না ।
4. তবে মোবাইলে Internet Connection থাকতে হবে কিংবা যদিও না থাকে তাহলে Offline PDF file এর দ্বারা Original Copy দেখালেই হবে ।
5. এছাড়া মোবাইলটিতে চার্জ থাকা আবশ্যিক ।
Pingback: Sealdah Train News :- চাপাচাপের দিন শেষ হচ্ছে ! জনগণের আর ভিড় থাকবে না ! বিরাট আপডেট দিলে শিয়ালদহ লোকাল স্টেশ
Pingback: BSNL Network :- Airtel, Vodafone কে পিছিয়ে ক্রমশ অগ্রগতির পথে এগিয়ে BSNL ! দেশে 10000 টি 4G ও 5G টাওয়ার উপস্থাপন করা হচ্ছে !
Pingback: Vande Bharat Sleeper , Vande Bharat Sleeper Coach :- মাত্র ২ মাসের মধ্যেই আসতে চলেছে স্লীপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস ! - Sambad Taranga