UPI Payment :- UPI Payment লেনদেনে RBI নিয়ে এলো নতুন নিয়মের সুবিধা ! বৃহত্তর কর লেনদেন !

Reserve Bank of India :- বৃহত্তর কর আদান-প্রদানের জন্য ইউ পি আই পেমেন্ট সিস্টেমে এক নতুন পরিবর্তন নিয়ে এসেছে । যা ডেলিগেট পেমেন্টস সিস্টেম নামে পরিচিত হবে । যার মাধ্যমে গ্রাহকরা অনায়াসেই অপর ব্যক্তির ইউপিআই থেকে আয়কর জমা করার অনুমতি দিতে পারবে । এই নতুন নিয়মে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সরকার গ্রাহকদের বৃহত্তম মূল্য আদান-প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ।

* UPI Payment Update :- ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Unified Payment Interface ) UPI Payment এ এক নতুন নিয়মের পরিবর্তন নিয়ে এলো । এই নিয়মে গ্রাহকরা অত্যাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আদান প্রদান করতে পারবে । গত বৃহস্পতিবার 8 Augest এ ভারতের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর শক্তিকান্ত দাস বৈঠক সভায় এই নিয়ম বাস্তবায়িত করেছেন ।

আরও পড়ুন :এবারের পুজোয় দারুন চমক ! ট্রেনে করেই বাংলার সমস্ত জঙ্গল-নদী গুলি ঘুরবেন ! দুর্গা পূজার আকর্ষণীয় যাত্রা !

তবে এতদিন ধরে ইউপিআই পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত । যা বড়ো ব্যবসায়ীদের ক্ষেত্রে অসুবিধা হত । কেন্দ্রীয় ব্যাংক সরকারের এই নিয়মে সকল স্তরের গ্রাহকদের কাছে সুবিধাপূর্ণ হবে বলে আশঙ্কা । কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সত্যি কান্ত দাস বলেছেন – “বর্তমানে গ্রাহকদের UPI Payment যোগ ক্রমশ বাড়ছে । এর জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন ।

বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Stock মার্কেট ও বীমা কোম্পানির ক্ষেত্রেও লেনদেনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে । এর মাধ্যমে গ্রাহকরা স্টক মার্কেট গুলিতে সর্বাধিক 2 লক্ষ টাকা শেয়ার কেনা-বেচা করতে পারবে । এছাড়াও এই পদ্ধতিতে IPO এবং বীমা সংস্থাগুলির ক্ষেত্রে সর্বাধিক 5 লক্ষ টাকা জমা করতে পারবেন । তবে স্বাভাবিক কর লেনদেনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা করা হয়েছে ।

আরও পড়ুন :-  নতুন করিডোরে খরচ 10247 কোটি টাকা ! যোগ হবে বাংলার দুই প্রান্ত ! সরকারের বিরাট অনুমোদন !

*Deligate Payment System :-

ইউপিআই পেমেন্ট ব্যাঙ্ক এর নিয়ম পরিবর্তনের পাশাপাশি ন্যূনতম ‘Deligate Payment‘ নামের এক সুবিধা চালু করার সিদ্ধান্ত চলছে । যার মাধ্যমে গ্রাহকরা নিজের পছন্দমত অনায়াসেই অপর ব্যক্তির UPI Payment থেকে আয়কর জমা করার অনুমতি দিতে পারবে । এই সিস্টেমে অপর ব্যক্তির আলাদাভাবে কোন ব্যাংক একাউন্টের প্রয়োজন ছাড়াই চলবে ।

বৈঠক সভায় Reserve Bank of India গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন , বর্তমান যুগে ইউপিআই পেমেন্ট এর সুবিধা ক্রমশ বাড়ছে । তাই এই পরিপ্রেক্ষিতে ইউপিআই পেমেন্ট সিস্টেমে ডেলিগেট পেমেন্টস এর সুবিধা চালু করা হলে গ্রাহকদের লেনদেন আরো বাড়বে বলে জানা যাচ্ছে । কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী , বর্তমানে ইউপিআই পেমেন্ট সিস্টেমে ব্যবহারকারী গ্রাহকদের সংখ্যা 42.4 কোটি অব্দি পৌঁছেছে । তবে অতি শীঘ্রই এটি 50 কোটিরও উর্ধ্বে ছড়িয়ে যাবে বলে জানা গিয়েছে ।

অপরদিকে RBI বিগত বছরগুলিতে রেপো রেট গুলির পরিবর্তন করে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন । তবে আপাতত ভাবে বাড়ি ও গাড়ির ঋণ স্বাভাবিকই থাকবে । যা বর্তমানে 6.5 শতাংশ রেপো রেট দাঁড়িয়েছে । সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রেপো রেট আরও বাড়বে বলে জানা গেছে । 

Please enable JavaScript in your browser to complete this form.
Name

2 Trackbacks / Pingbacks

  1. Google Map :- iphone এবং Car Play ইউজারদের জন্য Google Map নিয়ে এলো নূন্যতম Digital Speedometer পদ্ধতি !
  2. Jio True 5G :- এবার থেকে যত খুশি নেট ব্যবহার করতে পারবেন ! রিচার্জের দাম বাড়ার পরেও jio কোম্পানি জনগণকে স্ব

Leave a Reply

Your email address will not be published.


*