Google map :– Android iOS Operating সিস্টেমের মাধ্যমে গুগল ম্যাপের ব্যবহার বৃদ্ধির জন্য বর্তমানে Google আরও নূন্যতম দুটি পদ্ধতি যুক্ত করেছে । এই নূন্যতম পদ্ধতিতে iphone বা কারপ্লেতে Speedometer ও speed limit indicator থাকবে । বিগত 2019 সাল থেকে এর ব্যবহার Android Operating System এ মজুত থাকলেও বর্তমানে iphone ব্যবহারকারীদের জন্য এই ন্যূনতম ব্যবস্থাটি গুগল চালু করেছে । এর পাশাপাশি iOS ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ।
দীর্ঘ কয়েক বছর আগের থেকেই অ্যান্ড্রয়েড সিস্টেমগুলিতে speedometer ও speed limit এর ব্যবস্থা ছিল । তবে বর্তমানে google সারা বিশ্বে iPhone এবং carplay তেও speedometer ও speed limit ন্যূনতম প্রযুক্তিটি অন্তর্ভুক্ত করেছে । ফলে ব্যবহারকারীরা গাড়ি চলাকালীন google map এর মাধ্যমেই গাড়ির গতিবেগ দেখতে পারবেন । এমনকি চালকরা আইনতগত গতির মধ্যে ও জরিমানা এড়িয়ে যাবার জন্য সাহায্য করে ।
• স্পীডমিটারের ব্যাখ্যা :-
গাড়ি চলন্ত অবস্থায় navigate করার সময় সাধারণত স্পিডোমিটারটি Display এর বামদিকে কোণে থাকে ।বৈশিষ্ট্যকে বিশেষভাবে উপযুক্ত করে তোলে Google Map। পদ্ধতি চালু হওয়ায় গাড়ির চালকরা আইনতগত গতির মধ্যে ও অত্যাধিক গতির বিরুদ্ধে জরিমানা এড়াতে সাহায্য করে । যা বর্তমানে ভারতের নিউ দিল্লির NCR অঞ্চলগুলিতে মোটামুটিভাবে সাধারণই হয়ে উঠেছে । Google map এর IOS 6.123..0 সংস্করণটিতে এই প্রথম বার speedometer ও speed limit indicator প্রযুক্তিটি দেখা যায় ।
*আরও পড়ুন :- UPI Payment লেনদেনে RBI নিয়ে এলো নতুন নিয়মের সুবিধা ! বৃহত্তর কর লেনদেন !
* অ্যাপটি চালু করার নিয়ম :-
সর্বপ্রথম google map profile এ গিয়ে সেটিং অপশনে ক্লিক করতে হবে । এরপর navigation & driving অপশনে ক্লিক করে দুটির মধ্যে একটি বেঁছে নিতে হবে । তারপর navigation পেজটির ঠিক নিচে বামদিকে একটি অপশন থাকবে , যেখানে speedometer ও speed limit indicator অপশনটি দেওয়া থাকবে । অর্থাৎ speedometer বলতে কোন স্থানের প্রতি কিলোমিটার/ঘন্টা ও মাইল/ঘন্টা কে বোঝায় এবং speed limit indicator বলতে গাড়ির গতিবেগ পরিবর্তনের পাশাপাশি indicator এর রং পরিবর্তন হওয়াকে বোঝায় । তবে গাড়ির গতিবেগ আইনত গতি বেগের সীমা অতিক্রম করলে Google map গাড়ির চালককে অনুসরণ করিয়ে দেবে । এমনকি গতিবেগের বৃদ্ধির কারণে জরিমানা এড়িয়ে যেতেও সাহায্য করে ।