G-mail Account Banned :- লক্ষ লক্ষ ব্যবহারকারীরা মোবাইলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে একাধিক G-mail অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে । এর ফলে ব্যবহারকারীর সেই কার্যকরী G-mail Account ছাড়া বাকি অ্যাকাউন্টগুলির কার্যক্রম বিরত থাকে । তাই এই পরিপেক্ষিতে গুগল কোম্পানি আজ থেকেই ব্যবহারকারীর G-mail এর এক্সেস অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেবে ।
বর্তমানে দেশের 100 শতাংশের মধ্যে প্রায় 99 শতাংশ মানুষের কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে নানান ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে গুগল জিমেইল আইডি ব্যবহার করে থাকেন । এক ব্যক্তি একাধিক জিমেইল একাউন্ট বানিয়ে থাকেন । এর ফলে কার্যশীল জিমেইল একাউন্টগুলি কার্যকর থাকে, বাকিগুলি বিরতই থাকে । Google সমস্ত gmail অ্যাকাউন্ট গুলির মধ্যে নানান নিয়ম বাস্তবায়িত করে ।
তাই এরই মাঝে বর্তমানে গুগল আরও একটি আপডেট এর পদক্ষেপ নিয়েছে । যেখানে ব্যবহারকারীর এক্সেস অ্যাকাউন্টগুলি বন্ধ করতে চলেছে । আপনিও যদি এই রূপ gmail অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ । কারণ ক্রমাগত গুগলে অ্যাক্সেস জিমেইল একাউন্টের সংখ্যা বেড়েই চলেছে । এই পরিপ্রেক্ষিতেই গুগল এই সিদ্ধান্তে এসেছে । তাই আপনার যদি কোনরকম gmail অ্যাকাউন্ট থাকে, যা দীর্ঘদিন ধরে সক্রিয় নেই তাহলে গুগল কোম্পানির এই আপডেটে আপনার জিমেইল একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে ।
* Google কোম্পানির চূড়ান্ত সিদ্ধান্তের কারণ কী ?
বিশেষত এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল তার নিজস্ব স্থান রক্ষার্থে এরূপ সিদ্ধান্ত এসেছে । কারণ দেশের লক্ষ লক্ষ মানুষের gmail অ্যাকাউন্ট রয়েছে যা দীর্ঘদিন ধরে কোনরকম কার্যক্রম চলছে না । ফলে প্রতিনিয়ত গুগল সার্ভারে ধারণক্ষমতা ক্রমশ কমে আসছে । তাই আপনাদের বলে রাখি , আপনারা যদি জিমেইল বা গুগল ড্রাইভ এর পরিষেবা ব্যবহার করে থাকেন, যা দীর্ঘদিন ধরে সক্রিয় নেই অথবা বিরত রয়েছে । সেহেতু আপনার একাউন্ট google ব্যান করে দিতে পারে । যা নিষ্ক্রিয় নীতি হিসেবে গুগল কোম্পানির রীতিমতো অধিকার আছে ।
UPI Payment লেনদেনে RBI নিয়ে এলো নতুন নিয়মের সুবিধা ! বৃহত্তর কর লেনদেন !
* কী করে রক্ষা করবেন আপনার G-mail Account ?
গুগলের এই বিরাট আপডেট থেকে আপনারা যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট রক্ষা করতে চান তাহলে উক্ত বিষয়গুলির ওপর কার্যকর করতে হবে । কার্যক্রমের ধাপগুলি নিম্নে দেওয়া হয়েছে । –
1. সর্বপ্রথম আপনাকে আপনার দীর্ঘদিন ধরে বিরত থাকা জিমেইল অ্যাকাউন্টগুলিকে কার্যকর করার জন্য একাউন্টে Log-in করতে হবেকরতে হবে ।
2. এরপর আপনাকে আপনার মোবাইল থেকে E-mail পাঠাতে হবে ।
3. তারপর গুগল থেকে E-mail এর মাধ্যমে একাউন্টটিকে সক্রিয় করতে হবে ।
4. এছাড়াও দীর্ঘদিন ধরে বিরত জিমেইল অ্যাকাউন্ট টিকে Google Photoes এর মাধ্যমে ফটো শেয়ার করে সক্রিয় রাখতে হবে ।
5. পাশাপাশি আপনার সেই বীরত্ব G-mail Account সক্রিয় রাখার জন্য youtube একাউন্টের সাথে লগইন করে ভিডিও চালাতে পারেন ।
6. এছাড়াও আপনার যদি Google drive একাউন্ট থাকে তাহলে সেটির মাধ্যমেও আপনার বিরত জিমেইল অ্যাকাউন্টটি কে লগইন করে আপনার একাউন্টটি সক্রিয় করতে পারেন ।
মালাইকা অরোরার পিতা অনিল মেহতার আত্মহত্যার কারণ কি ? সমস্ত রিপোর্ট জেনে নিন !
Pingback: WhatsApp Status Update :- এখন থেকেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্টোরি ট্যাগ এর পাশাপাশি আরও ন্যূনতম বৈশিষ্ট্য পে