Train Accident :- ভেলোরের কাটপাডিতে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন ‘বিবেক এক্সপ্রেসের’ 22 টি কোচ !

Train Accident

Train Accident (ভেলোর) :- দেশে প্রতিনিয়ত একের পর এক ট্রেনএক্সিডেন্ট হয়েই চলেছে । এরই মাঝে আরও একটি ট্রেন এক্সিডেন্ট এর খবর পাওয়া গেল । যেখানে, গত শুক্রবার, 25 অক্টোবর ডিব্রুগড়-কন্যাকুমারী যাতায়াতকারী ভেলোরের কাটপাডির কাছাকাছি তিরুভালাম স্টেশন সংলগ্ন এলাকায় বিবেক এক্সপ্রেসের চালু ইঞ্জিন 22টি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । তবে দুর্ঘটনায় ট্রেনটিতে শতাধিক যাত্রী থাকা সত্ত্বেও যাত্রীদের সেরকম কোন আহত হয়নি বলে জানা গিয়েছে ।

স্থানীয় খবর মাধ্যম সূত্রে ট্রেনের দুর্ঘটনা বিষয়ে রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার সকাল 8টা 55 মিনিটে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাতায়াতকারী বিবেক এক্সপ্রেসটি Chennai Central Railway Station তিরুভালামের কাছাকাছি 30 কিলোমিটার দূরে কাটপাডি রেলওয়ে স্টেশনে যাচ্ছিল । ঠিক সেই সময়েই ট্রেনের ইঞ্জিনটি বাকি কোচগুলি থেকে আলাদা হয়ে যায় । এমনকি বন্ধ হওয়ার আগেও ট্রেনের ইঞ্জিনটি প্রায় 500 মিটার পর্যন্ত এগিয়ে চলছিল ।

সূত্র জানিয়েছেন, ভারতের এই সমস্ত এক্সপ্রেস ট্রেনের বগিগুলি পাহাড়ি অঞ্চল থেকে অর্থাৎ ঢাল সংলগ্ন এলাকায় আছড়ে পড়লে দুর্ঘটনা আরও বৃহৎ হত । আরও জানা গিয়েছে সেই ট্রেনের গতিবেগ 130 কিলোমিটার / ঘণ্টা চলছিল ।

মিরাট – সাহারানপুরগামী মেল এক্সপ্রেসের দুই বগী লাইনচ্যুত হয়ে ছিটকে গেল !

ট্রেনের গতিবেগ অত্যাধিক 130 কিলোমিটার /ঘণ্টা সময় চললেও, সেক্ষেত্রে ইঞ্জিনের ক্যাপলিং ভেঙে যাওয়া বিষয়টি সামান্য । ট্রেনের গতিবেগ অত্যাধিক হওয়ার কারণে ক্যাপলিংকটি ভেঙে গিয়ে ট্রেনের কোচগুলি লাইন থেকে বিচ্যুত হয়ে যায় । সেই সময় ট্রেনটিতে শতাধিক যাত্রী থাকলেও দুর্ঘটনায় সেরকম কোন আহত ও নিহত হয়নি ।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, তারা গার্ডদের নির্দেশ দিয়েছিলেন ট্রেনটিকে থামানোর জন্য । ক্যাপলিং ভেঙে যাওয়ায় ট্রেনের ইঞ্জিনটিকে কাটপাডি স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে স্থানান্তরিত করা হয় । রেলসরকারের নির্দেশে রুটগুলিতে পুনরায় ট্রেন চলাচল ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে কার্যক্রম চালানো হয় । এরপর রেলওয়ে পরিষেবা স্বাভাবিক হলে পরে, আগামীকাল সকাল 10 টায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটিকে পুনরায় রেলপথে নামানো হয় ।

এবারের কালীপুজোয় ভীড় সামলাতে একাধিক ট্রেনের অনুশোচনা শিয়ালদহে !

[wpforms id=”148″ description=”true”]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*