Shealdah Station :- এবারের কালীপুজোয় ভীড় সামলাতে একাধিক ট্রেনের অনুশোচনা শিয়ালদহে !

Shealdah Station..

Shealdah Station :- বিগত বছরগুলিতে প্রতিনিয়ত দুর্গাপূজা এবং কালীপুজোর মরশুমে ভারতের সবচেয়ে বৃহত্তম শিয়ালদহ স্টেশনে অত্যাধিক পরিমাণে যাত্রীদের যাতায়াতে ব্যাপক ভিড়ের সম্মুখীন হতে হত । ভারতীয় সরকার রেল সরকার এই সব সমস্যার কথা মাথায় রেখে জনগণের সুবিধার্থে এবারের কালীপূজা এক নতুন পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছেন ।

Shealdah Station

যাত্রীদের যাতায়াতে সুবিধার্থে এবং ভিড় কমাতে ডানকুনি, রানাঘাট, বারাসাত ও বারুইপুরগামী প্লাটফর্মের রুটগুলিতে শিয়ালদহ স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে ন্যূনতম একজোড়া করে ট্রেন চলাচল করবে । দুর্গাপুজোর মতো কালীপুজোতেও নির্দিষ্ট কিছু রুটে সারারাত ট্রেন চলাচল করবে । তবে এই সমস্ত রুটে যাতায়াতকারী ট্রেনগুলি প্রত্যেক স্টেশনেই থামবে বলে জানিয়েছেন ।

 

এবারের দীপাবলিতে সর্বোচ্চ লম্বা দৈর্ঘ্যের বন্দে ভারত ছুটতে চলেছে ! ভাড়া কত হতে পারে সরাসরি জেনে নিন !

*কালীপুজোয় চলাচলকারী ন্যূনতম একাধিক ট্রেনের সময়সীমা :- 

1. এবারের কালীপূজায় (31 অক্টোবর) একটি বিশেষ ট্রেন Shealdah Station থেকে রাত সাড়ে 11 টায় রওনা দিয়ে ডানকুনি স্টেশনে রাত 12 টা 15 মিনিটে পৌছাবে এবং রাত 12 টা 25 মিনিটে ডানকুনি স্টেশন থেকে রওনা দিয়ে 1 টা 5 মিনিটে শিয়ালদহে ফিরবে ।

2. শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট স্টেশনে রাত 11 টা 45 মিনিটে রওনা দিয়ে 1 টা 40 মিনিটে শিয়ালদহে পৌঁছবে এবং রাত 2 টা 05 মিনিটে রওনা দিয়ে 3 টা 45 মিনিটে শিয়ালদহে ফিরবে ।

3. বারাসাতগামী লোকাল ট্রেনটি শিয়ালদহ থেকে রাত 12 টা 10 মিনিটে রওনা দিয়ে বারাসাতে রাত 12 টা 55 মিনিটে পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত 1 টা 10 মিনিটে রওনা দিয়ে 1 টা 55 মিনিটে শিয়ালদহে ফিরবে ।

4. অপরদিকে বারুইপুরগামী লোকাল ট্রেনটি রাত সাড়ে 12 টায় শিয়ালদহ থেকে ছেড়ে 1 টা 15 মিনিটে বারাসাতে পৌঁছবে এবং ফেরার সময় রাত 1 টা 25 মিনিটে বারাসাত স্টেশন থেকে রওনা দিয়ে 2 টা 10 মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে ।

shealdah station

তবে এই ট্রেনগুলির পাশাপাশি কালীপুজো ও ছুটপুজো উপলক্ষে 31 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত আরও অন্যান্য দূরপাল্লার ট্রেনগুলিও রাতারাতি চলাচল করবে । তবে রেলসরকার ইতিমধ্যেই পুজোর মরশুমে স্টেশনগুলিতে একাধিক যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষভাবে সর্তকতা জারি করেছেন ।

রেলসরকারের সিদ্ধান্তে শিয়ালদহ স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে একজোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এছাড়াও অন্যান্য স্টেশনের যাত্রীদের বিশৃঙ্খলা এড়াতে CCTV ক্যামেরার পাশাপাশি একাধিক প্রযুক্তি মোতায়েন করা হয়েছে । 

উত্তরবঙ্গের পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সীমা বাতিল ! রেল কর্তৃপক্ষের নতুন কর্মসূচি সরাসরি জেনে নিন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top