Mirat Train Accident (উত্তরপ্রদেশ) :- দেশজুড়ে ঘূর্ণিঝড় থানার আতঙ্কে রয়েছে জনগণ । পশ্চিমবঙ্গের উড়িষ্যা ও আরো অন্যান্য অঞ্চলেও এর প্রভাব দেখা দিচ্ছে । এরই মাঝে উত্তরপ্রদেশের মিরাট থেকে শাহারানপুরে আমি মেল এক্সপ্রেস এর ট্রেনের দুই কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে যায় । তবে দুর্ঘটনায় ট্রেন যাত্রীদের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ।
সুন্দর মরশুমের মাঝেই হঠাৎ এক ঘূর্ণিঝড়ের প্রকোপ পশ্চিমবঙ্গের বেশিরভাগ শহরগুলিতেই দেখা দিয়েছে । এই আতঙ্কে কোন কোন স্টেশনে রাত 8টার পর থেকে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে । তো আতঙ্কের জেরে উত্তরপ্রদেশের এক স্টেশন সংলগ্ন এলাকায় আরও এক দুর্ঘটনা ঘটে ।
খবরের সূত্রে জানা গিয়েছে, উক্ত দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে উত্তরপ্রদেশের মিরাট ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন এলাকায় । দুর্ঘটনায় মেল এক্সপ্রেসটি পণ্য বোঝাই একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে মেল এক্সপ্রেসের ইঞ্জিন সহ কামরার একটি বগী লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায় । যখন মেল এক্সপ্রেসকে ওয়াশিং করার জন্য নিয়োগ নিয়ে যাওয়া হচ্ছিল । তবে দুর্ঘটনায় সেরকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
লাইন শিকলে বাঁধা ! রাত 8 টার পর ‘সাউথ’ লাইনে চলাচল বন্ধ ! জনগণের সুবিধার্থে বাসের পরিকল্পনা !
দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই Mirat Cantmant স্টেশন যাতায়াতকারী বন্দে ভারত ও উৎকল এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে । পাশাপাশি আম্বালা থেকে দিল্লী যাতায়াতকারী এক্সপ্রেসটি মিরাট স্টেশনের আগের স্টেশন দৌড়ালাতেই দাঁড়িয়ে পড়ে ।
লাইনচ্যুত হয়ে ট্রেনের বগীগুলিকে তোলার জন্য দিল্লি থেকে শিফটিং মেশিন আনা হয় । ট্রেনের বগীগুলির ঠিকঠাকভাবে মেরামত হলে পরে , মেল এক্সপ্রেস ও পণ্য বোঝাই ট্রেনটিকে লাইন ফিরিয়ে দেওয়া হয় । তবে এই দুর্ঘটনায় ট্রেন চলাচলে কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়নি । রেল কর্তৃপক্ষ এই ট্রেন দুর্ঘটনার পেছনে কী গাভীলতি রয়েছে তার জন্য বিশেষভাবে তদন্ত শুরু করে দিয়েছে ।