Traffic Rules :- আগামী 1 সেপ্টেম্বর থেকেই ট্রাফিক আইনের নিয়ম বদল হচ্ছে । নিয়ম অবলম্বন করলেই মোটা টাকার জরিমান !

Traffic Rules :- আপনি যদি কোন যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে আপনার পক্ষে Traffic Rules মানা ভীষণ জরুরী । আর ট্রাফিক আইন না মেনে চললে যে কোন সময়ে আপনার সাথে দুর্ঘটনা হতে পারে । এছাড়াও বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের কবলে পড়ে গাড়ির বিভিন্ন ধরনের জরিমানা দিতে হয় । এইসব বিষয়ে পরিপেক্ষিতে আমাদের রাস্তাঘাটে যানবাহন নিয়ে চলাফেরা চলার জন্য ট্রাফিক আইন মেনে চলা অত্যন্তই জরুরী ।

বর্তমানে আমাদের দেশের ট্রাফিক আইনে একাধিক নিয়ম রয়েছে । কিন্তু বর্তমানে একাধিক নিয়মের মধ্যে আরও একটি ন্যূনতম নিয়ম সংযুক্ত করা হয়েছে । যেখানে অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে ভারতে চলাচলকারী সমস্ত দুই চাকা বিশিষ্ট যানবাহন অর্থাৎ মোটরসাইকেল ও স্কুটি যাবতীয় আরোহীরদেরকে হেলমেট পড়তে হবে ।

তবে এই নিয়ম বর্তমানে বিশাখাপত্তনম রাজ্যেই কার্যকর করা হয়েছে । আগামী 1 সেপ্টেম্বর মাস থেকেই এই নিয়ম ভারতের সমগ্র রাজ্যে বহাল হবে । এই নিয়ম দেশের বড় বড় শহরগুলিতে আগে থেকেই কার্যকরী রয়েছে । এমনকি আমাদের দেশের রাজধানী দিল্লিতেও এই আইন লাগু রয়েছে । তাই এই আইন লঙ্ঘন করে যদি কোনো বাইক আরোহী হেলমেট ছাড়া অবস্থায় ট্রাফিক পুলিশের কবলে পড়ে যায় । তাহলে সেই বাইক আরোহীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ জরিমানা করেন । বর্তমানে বিশাখাপত্তনম রাজ্যে এই জরিমানার মূল্য 1035 টাকা করা হয়েছে ।

*এক নজরে :- আগস্টের 1 তারিখ থেকেই FASTag এর নতুন নিয়ম লাগু ! কী কী পরিবর্তন হল জেনে নিন !

* Traffic rules and revolution :-

আপনি যেখান থেকেই বাইকে করে চলাচল করুন না কেন আপনার সাথে এই আইন কার্যকর হবে । তা সে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই হোক বা ১০০ মিটার অন্তর গাড়ি চলাচল করলেও আপনার সাথে এই আইন প্রযোজ্য হবে । তাই সমস্ত দুই চাকা বিশিষ্ট বাইক ও স্কুটি আরোহীদেরকে রাস্তাঘাটে চলাচল করলে হেলমেট পড়ে গাড়ি চালাতে হবে । ফলে আপনি ট্রাফিক পুলিশের হাত থেকেও রেহাই পাওয়ার পাশাপাশি নিরাপদে রাস্তাঘাটে যাতায়াত করতে পারবেন ।

এছাড়াও বাইক চালকদের হেলমেট কেনার আগে অবশ্যই যাচাই করে কিনতে হবে । হেলমেটের গুণমান যাচাই করতে হবে এবং সেই হেলমেট ISI চিহ্ন যুক্ত আছে কিনা তাও দেখতে হবে । তার কারণ ভারতীয় গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ISI যুক্ত হেলমেট বাইক আরহীদের জন্য বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন ।

*আরও পড়ুন :- মুছে দিল ছাত্রলীগের দল জাতির পিতা বাংলাদেশের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম !

এই নিয়ম দুই টাকা বিশিষ্ট যানবাহনে প্রযোজ্য করা হয়নি । পাশাপাশি চারচাকা বিশিষ্ট গাড়িতেও সামনের সিটে দুইজন বসার নিয়ম কার্যকর করা হয়েছে । সামনের সিটে বসা আরোহীদেরকে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে । ফলে আরোহীরা এই সিট বেল্টের মাধ্যমে রাস্তায় বিভিন্ন ধরনের ভয়াবহ দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদে রাখতে পারবেন । তাই সরকার দুই চাকা বিশিষ্ট গাড়ির যাত্রীদের নিরাপদের কথা মাথায় রেখে Traffic Rules এই আইন বাধ্যতামূলক করা হয়েছে ।

এর পাশাপাশি ভারত সরকার ট্রাফিক নিয়মে কার্যকর করা হয়েছে যে , মদ্যপ অবস্থায় অরোহীরা গাড়ি চালালে জরিমানা ও শাস্তি দেওয়া হবে । এমনকি সেই কারাগারেও বন্দি করা হবে ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top