Natasha-Hardik :- নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের কারন কি ? কি নিয়েই বা তাদের বিচ্ছেদ হল ?

Natasha-Hardik :- হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ এর বিচ্ছেদের কারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান সমালোচনা চলছে । সোশ্যাল মিডিয়ায় নাতাশাকে নিয়ে নানান অভিযোগ উঠে আসে । যেখানে শোনা গিয়েছে নাতাশা টাকার জন্য স্বামীকে ছেড়েছেন , গোল্ড ডিগার যাবতীয় কটাক্ষ অভিযোগ উঠে এসেছে ।

তাদের এই বিচ্ছেদের কারণ নিয়ে নাতাশার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার উপরেও নানান ধরনের কটাক্ষ অভিযোগ উঠে আসে । শোনা গিয়েছিল তিনি নাকি অন্য মেয়ের দ্বিধায় আসক্ত হয়ে গিয়েছিল , এবং তিনি সেই মেয়ের প্রতি এতটাই মেতে উঠেছিল যে তাদের নিজেদের সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হয়ে পড়ে নাতাশা । এসবের পরিপ্রেক্ষিতেই এদিন নাতাশা তার instagram এ ভালোবাসাকে ধৈর্যশীল এবং দয়ালু বলে এক রহস্যময় পোস্ট করেছিলেন ।

Natasha-Hardik বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কটাক্ষ মন্তব্য চলতে শুরু করে । এইসব বাজে মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নাতাশা গত সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন । যেখানে তিনি লিখেছিলেন যে- ভালোবাসা ধৈর্যশীল । ভালোবাসা দয়ালু । ভালোবাসা কেউ কাউকে ঈর্ষা করে না । কোন রকম অহংকার করে না । ভালবাসা একে অপরকে অসম্মান করে না । এটা আত্মসম্মানবোধক একটি সম্পর্ক । ভালোবাসা সহানুভূতিশীল । ভালোবাসায় কোনো রকম ভুল-ত্রুটির হিসাব থাকে না । ভালোবাসা ধনী-গরীব দেখে হয় না । ভালোবাসা সর্বদা একে অপরকে সুরক্ষিত রাখে । একে অপরের ভালো-মন্দ বিচার করে । ভালোবাসায় সর্বদা একে অপরের আশায় মনমুগ্ধ থাকে । তাই ভালোবাসা কখনও পরাজিত হয় না ।

*এক নজরে :- তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল গর্ভবতী সম্পর্কে একসাথে দুটি বাচ্চার এক পাগল কমেডি নিয়ে এসেছেন !

* নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের কারণ কি ?

এদিন Times Now এর এক প্রতিবেদনে বলা হয়েছিল , “নাতাশার বিয়ের পর থেকেই হার্দিকের সঙ্গে তাল মিলিয়ে চলার অফুরন্ত চেষ্টা করে যাচ্ছিল । শত চেষ্টার পরেও নাতাশা তাদের সম্পর্কের মিল খুঁজে পায়নি । নাতাশা হার্দিকের পরিপ্রেক্ষিতে এও বলেছেন , তিনি নাকি খুবই ফ্ল্যামবয়েন্ট ছেলে , তিনি সর্বদা নিজেকে নিয়েই মগ্ন থাকেন । অন্যের ভালো-মন্দ নিয়ে কোনরকম স্বতঃস্ফূর্ত আবেগ নেই । শত চেষ্টার পরেও নাতাশা বুঝে গিয়েছিলেন যে তাদের মনোভাবনা একেবারেই আলাদা । দুজনের সম্পর্কের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে । কিন্তু তবুও তিনি এই সকল ব্যবধানকে পাশে রেখে নিজেদের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রবল চেষ্টা করেছিলেন । কিন্তু শত চেষ্টার পরেও তিনি ব্যর্থ হন । নাতাশা তার স্বামী হার্দিকের সঙ্গে তাল মিলিয়ে চলার শত চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ।”

*আরও পড়ুন :- দেশজুড়ে আরজি করের ঘটনা এক বিশাল রূপ ধারণ করল ! এর পেছনের রহস্য কি তাড়াতাড়ি জানুন !

* নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদ ঘোষণার সময়কাল ?

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ উভয়েই 2023 সালে রাজস্থানে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয় । যদিও 2020 সালের মে মাসে 31 আদালতে আইনিভাবে বিয়ে করেছিলেন এবং সেই বছরের 30 জুলাই তাদের প্রথম পুত্র সন্তান অগোস্তকে স্বাগত জানান । 2023 সালে রাজস্থানে ধুমধাম করে বিয়ে পরের বছরই 2024 সালে তাদের বিচ্ছেদের খবর শোনা যেতে থাকে । তাদের একে অপরের নানান ধরনের জল্পনা-কল্পনার পর T20 বিশ্বকাপের শেষে জুলাই মাসে সোশ্যাল মিডিয়ার X হ্যান্ডেলে তাদের সম্পর্কের একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন যে ইতিমধ্যেই তারা Mutual Divorce নিচ্ছেন ।

সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবেদনে লিখেছিলেন যে, হার্দিকের সঙ্গে গত চার বছর ধরে সংসার করার পর আমরা দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি । আমরা বিগত বছরগুলিতে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নানান ধরনের চেষ্টা করেছি । আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়েছে । কিন্তু তবুও আমরা আমাদের সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছি । বিগত চার বছর ধরে একসঙ্গে থাকার সকল প্রকার আনন্দ , পারস্পরিক শ্রদ্ধার পাশাপাশি একটি পরিবার গড়ে তুলেছি । তাই এসবের পরিপ্রেক্ষিতে সকলপ্রকার সম্পর্ক গত দিক অনুসরণ করে আমরা বিশ্বাস করি যে এই সিদ্ধান্ত আমাদের দুজনের জন্য সবচেয়ে ভালো উপায় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Natasha-Hardik :- নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের কারন কি ? কি নিয়েই বা তাদের বিচ্ছেদ হল ?”

  1. Pingback: Anveshi Jain :- অভিনেত্রী অন্নেষীর চলচিত্রে বাবা-মা সম্পর্ক ভাঙ্গন ! সাফল্যের পর লোকমুখে তাকে নিয়ে কী কী স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top