Mamata Banerjee DVC Flood letter :- দেশ জুড়ে মমতা ব্যানার্জির পদক্ষেপ নিয়ে নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছে । এরই মাঝে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিভিসিকে দোষারোপ করেন । ভয়াবহ বন্যার বিরুদ্ধে তিনি সরকারকে একটি চিঠিও লিখে পাঠান এবং সেই চিঠি পড়ার পরেই সরাসরি তার আসন থেকে পদত্যাগ পড়ার সিদ্ধান্ত নেন । তাই দেশজুড়ে নানান কৌতুহল সৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রী কি সত্যি DVCর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ?
পশ্চিমবঙ্গ :- চলে আসছে পুজো, অপরদিকে দেশের একাধিক এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে । এরই মাঝে গত বুধবার এবং বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় যান এবং সেখানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে আগামী দিনে কোনরকম সম্পর্ক রাখবে না DVC-র সঙ্গে । এর পাশাপাশি তিনি ডিভিসির সম্পর্কে আরও বলেন যে, উক্ত বন্যায় দেশের একাধিক এলাকায় বন্যার জন্য রীতিমতো ভিসিডিকে দায়বদ্ধ করে বলেন এটা পুরোপুরি ষড়যন্ত্রকারী বন্যা ( ম্যান মেড বন্যা ) । তার কারণ ঝাড়খন্ড কে বাঁচানোর জন্য সমগ্র বাংলাকেই জলের তলে ডোবানো হলো ।
রাজ্যের মুখ্যমন্ত্রী উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখে পাঠান । আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দামোদর ভ্যালি জলাধর নিয়ন্ত্রণ কমিটির ডিভিসি কর্মকর্তা সান্তনু বসু মুখ্যমন্ত্রীর দেওয়া সেই চিঠিটি পড়লে পড়ে তিনি সরাসরি তার আসন থেকে পদত্যাগ করে নেন । এরপরই তার পদত্যাগ নিয়ে দেশজুড়ে নানান কৌতূহল সৃষ্টি হয়েছে ।
তাছাড়া বর্তমানে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধর অত্যাধিক পরিমাণে জল জমে যাওয়ায় । সেই বাঁধ থেকে জল ছাড়া পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেও নতুন করে বন্যা সৃষ্টি হয়েছে । রাজ্যজুড়ে ভিসিডির এই অত্যাধিক পরিমাণে জল ছাড়ার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি ডিভিসির বিরুদ্ধে বলেন, বাংলায় এটি প্রথম নয় এর আগেও জল ছাড়া হয়েছিল । কিন্তু এবারের জল ছড়াটা অত্যাধিক পরিমাণে হয়েছে । এমনকি জল নিরাপত্তা সরকার আগাম সতর্কতা না জানিয়ে হুট করে সংলগ্ন এলাকাগুলিতে জল ছেড়ে দিয়েছে ।
পাশাপাশি এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখে পাঠিয়েছিলেন, কিন্তু তার অভিযোগ করা চিঠিকে নস্যাৎ করে দাবি করা হয়েছিল ।
তাই মুখ্যমন্ত্রী সরকারের এই রূপ কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, “শুধুমাত্র নামের ভিত্তিতে বাংলার প্রতিনিধিকে রাখা হবে অথচ সমস্ত সিদ্ধান্তই DVC নেবে , এটা কি করে সম্ভব ? তাহলে বাংলার প্রতিনিধিকে কমিটিতে রেখে লাভ কি ? মুখ্যমন্ত্রীর এই অভিযোগ করায় ইতিমধ্যেই IAS সান্তনু বসু তার পদত্যাগ করাটা ভিসিডির কমিটির অনুপ্রেরণায় সত্যি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় । এই দেশজুড়ে একই কথা উঠছে যে, ডিভিসি ছাড়া জলকে কেন্দ্র করে পর্যবেক্ষণ করা সম্ভব নয় ।
Pingback: "Hypocrisy at its Wrost" :- UNGA তে কাশ্মীরের বিবৃতি নিয়ে PAK প্রধানমন্ত্রীকে কটাক্ষ মন্তব্য ! - Sambad Taranga
Pingback: Navratri 2024 :- এবার দুর্গা পুজোয় DJ বাজলেই প্রশাসন কড়া পদক্ষেপ নিবেন ! পরিকল্পনা প্রস্তুত ! - Sambad Taranga