
“Hypocrisy at its Wrost” :- গতদিনের ভারতের জাতিসংঘ আলোচনা সভার এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জম্বু ও কাশ্মীরের বিবৃতি নিয়ে জবাবের অধিকার প্রয়োগ করেন ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের পরিপ্রেক্ষিতে ভারত সেই আলোচনা সভায় (UNGA) কাশ্মীরের বিবৃতি নিয়ে পাল্টা জবাব দিয়ে গভীর নিন্দা প্রকাশ করে বলেন “Hypocrisy at its Wrost” অর্থাৎ পাকিস্তানের “সবচেয়ে খারাপ ভন্ডামি” । এছাড়াও সেই আলোচনা সভায় ভারতের কূটনীতিবিদ ভাবিকা মঙ্গলা নন্দন বলেন, পাকিস্তানের মতো দেশ যা সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, বাণিজ্য এবং আন্তর্জাতিক অবরোধের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী ভারতের গণতন্ত্রকে আক্রমণ করার সাহস কোথা থেকে পাচ্ছে ।
তিনি আরও বলেন , পাকিস্তানের এই ভাষণে সেই আলোচনা সভা আজ সকালে এক দুঃখজনক সমাবেশে বিভ্রান্তিকর প্রত্যক্ষ করেছ । সমগ্র বিশ্ব ভারত সম্পর্কে এক দারুন মন্তব্য প্রকাশ করেন । তারা এও জানেন যে, প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে প্রতিনিয়ত অন্তসীমান্তে সন্ত্রাসবাদকে কাজে লাগাচ্ছে । যার ফলে আমাদের সংসদ, ভারতের রাজধানী দিল্লি, মুম্বাই বাজারে এবং ভারতের তীর্থস্থান গুলিতে আক্রমণ করে থাকে । যা দীর্ঘ তালিকায় নথিভুক্ত রয়েছে । তাই এমন একটি দেশ কোন আন্দোলনে সহিংসতার কথা বলাটাই সবচেয়ে খারাপ বলে মনে করা হয় ।
* পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বললেন :-
UNGA এর 79 তম অধিবেশনের এক বিতর্ক সভায় কাশ্মীরের 370 অনুচ্ছেদ বিষয় এবং হিজবুল সন্ত্রাসী বুরহান ওয়ানির উল্লেখ করে কাশ্মীরের সমস্যাটি আরও তুলে ধরেন ।
জাতিসংঘের তার 20 মিনিটেরও বেশি বক্তৃতায় 370 ধারা বাতিল করে টেকসই শান্তি সুরক্ষিত করার জন্য বিশেষ আহ্বান জানান । তিনি কাশ্মীরের জনসাধারণের ইচ্ছা অনুসারে জম্বু ও কাশ্মীর এর মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতকে সংক্ষেপে অনুরোধ করেছিলেন । পাশাপাশি শেহবাজ শরীফ ফিলিস্তাইন এবং কাশ্মীরের মধ্যে একটি সমান্তরাল চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন, ফিলিস্তাইন জনগণের মতো জম্বু ও কাশ্মীরের জনগণও তারা নিজের স্বাধীনতা এবং আত্ম নিয়ন্ত্রণের অধিকারের জন্য বিগত কয়েক শতাব্দী ধরে সংগ্রাম করে আসছে ।
ভাষণের এক বিবৃতিতে তিনি ভারতের মুসলমানদের ওপর বিশেষভাবে টার্গেট করে অভিযোগে এও বলেছেন যে, ভারতের ইসলামোফোবিয়া বৃদ্ধি একটি সমস্যাজনক দেশের বৈশ্বিক উন্নয়ন । তাই এই ইসলামোফোবিয়ার সবচেয়ে উদ্যোগ জনক প্রকাশ হল ভারতের আধিপত্য বাদী হিন্দু সংগঠন । এই সংগঠন বিশেষভাবে ভারতের 200 মিলিয়ন মুসলমানদের স্বাধীনতা হরণ ও ইসলামিক ঐতিহ্যকে বিলুপ্ত করতে চায় ।
[wpforms id=”148″ description=”true”]
Leave a Reply