Train Accident In kanpur :- কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !

Train Accident In kanpur

Train Accident In kanpur :-  চলতি বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা হতেই চলেছে । এরই মাঝে সেদিন আরও একটি নতুন ঘটনা উঠে আসল কানপুরের রেল দুর্ঘটনা সম্পর্কে । এই ট্রেন দুর্ঘটনায় দুষ্কৃতীরা ট্রেন উল্টে দেওয়ার জন্য ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় । যাতে সিলিন্ডারের সঙ্গে টক্কর খেয়ে ট্রেনটি উল্টে গিয়ে এক বড় দুর্ঘটনা ঘটে ।

কানপুর :- দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার পর এবার আরও এক নতুন দুর্ঘটনার প্রচেষ্টা উঠে আসে । উত্তর প্রদেশের কানপুর থেকে ফতেহপুর হয়ে আসার সময় দিল্লি থেকে হাওড়ার মাঝ বরাবর এক রেল লাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে, ষড়যন্ত্রকারীরা সেই সময় চলাকালীন এক মালবাহী ট্রেনটিকে উল্টে দেওয়ার চেষ্টায় ছিল ।

Delhi Wakof Property :- দিল্লির ওয়াকফ জমিগুলিতে 6 টিরও বেশি মন্দির স্থাপন ! মন্দির স্থাপনের বিরুদ্ধে সরকারের কি মতামত ? না জেনে নিন !

উক্ত ঘটনাটি ঘটে ভোর 5:00 টার সময় কানপুরের প্রেমপুর নামক এলাকায় । সেই সময় চলতে থাকা মালবাহী ট্রেনের লোকো পাইলট ও কর্মকর্তারা হঠাৎ প্রেমপুর সংলগ্ন এলাকার এক ট্র্যাকলাইনের উপর এলপিজি গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখেন । তৎক্ষণাৎ তারা ইমারজেন্সি ব্রেক চেপে পণ্য বোঝাই ট্রেনটিকে থামান । এরপর পাইলট সহকর্মীরা RPF এবং রেল দপ্তরের অন্য কর্মকর্তাদের খবর দেন ।

Train Accident In kanpur

এরপর কিছুক্ষণের মধ্যেই কর্মকর্তারা সেই গন্তব্যস্থলে হাজির হন । তারা দেখেন যে সেই রেল ট্যাগের ওপর দুষ্কৃতীরা একটি 5 কেজির খালি LPG Cylinder রেখে দিয়েছিলেন । যাতে সেই সিলিন্ডারের সঙ্গে টক্কর খেয়ে মালবোঝাই ট্রেনটি উল্টে যায় । কিন্তু ট্রেনের লোকো পাইলট ও সহকারি কর্মকর্তাদের নজর পড়ায় দুষ্কৃতির ষড়যন্ত্র ব্যর্থ হয় । ইতিমধ্যেই রেলওয়ে সরকার পুলিশ প্রশাসনকে এই ঘটনার রীতিমতো তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।

Train Accident In kanpur

Muhammad Alamgir :- বাংলাদেশ বাসিন্দা মোহাম্মদ আলমগীর দিল্লিতে গিয়ে ভারতবিরোধী পোস্ট করলেন ! ভিসা বাতিলের পাশাপাশি বাংলাদেশে ফেরত পাঠানো হল !

ষড়যন্ত্রকারীর এই দুর্ঘটনা ঘটানোর চেষ্টা ছাড়াও, আগে বেশ কয়েকবার এরূপ মামলা সামনে আসে । যেখানে দেখা গিয়ে গিয়েছিল রেলের ট্রাক লাইনের ওপর বোল্ডার পাথর সারিতে সারিতে রাখা হয়েছিল । যার ফলে প্রায় ট্রেনের 22টি বোগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় । এই দুর্ঘটনা শুধুমাত্র দিনই নয় রাতেও হয়েছিল বেশ কয়েকবার । দুর্ঘটনায় বেশ কয়েকজন ধরাও পড়েছিল ।

Train Accident In kanpur

দেশের এরূপ দুর্ঘটনা ঘটানোর ওপর প্রবল বিরোধ করে যোগী আদিত্যনাথ বলেছেন, দুষ্কৃতীদের প্রবল ট্রেন দুর্ঘটনার প্রচেষ্টার বিরুদ্ধে দেশের জোন এবং রেঞ্জ স্তরের অফিসারদের সাথে রেলওয়ে সরকারের RPF এবং GRP বাহিনীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে । রেলওয়েতে নিরাপত্তা কর্মীদের নিয়োগ বৃদ্ধি করতে হবে । এমনকি দেশে প্রতিনিয়ত ষড়যন্ত্রকারীদের বড়ো বড়ো ট্রেন দুর্ঘটনার প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে ।

[wpforms id=”148″ description=”true”]

1 Trackback / Pingback

  1. Mamata Banerjee DVC Flood letter :- মমতা কি সত্যিই DVCর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ? DVC সম্পর্কে মমতা ব্যানার্জির কি

Leave a Reply

Your email address will not be published.


*