Lebanon Hezbollah Attack :- হিজবুল্লার ওয়াকি-টকি বিস্ফোরণে 20 জন নিহত এবং 450 জন আহত । উক্ত বিস্ফোরনের মূল 10 টি আপডেট আলোচনা করা হলো !

Lebanon Hezbollah Attack :- গতকাল 18 সেপ্টেম্বর, 2024 . জঙ্গিদের স্কুল কর্মকর্তায় পেজার বিস্ফোরণের পর হিজবুল্লাহ ওয়াকিটকি বিস্ফোরণে 20 জন নিহত হন এবং 450 জনেরও বেশি আহত হন । উক্ত বিস্ফোরণটি লেবানলে জঙ্গি গোষ্ঠীদের ব্যবহৃত রেডিও ও মোবাইল দ্বারা হয়েছে ।

এই ঘটনার পর ইসরাইলের আরো একটি হামলা হয় যেখানে সে হামলাকারী সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য সেই গ্রুপের প্রেজার গুলিকে লক্ষ্য করা হয় । বিস্ফোরণে আক্রমণ করে ব্যক্তিরাও আহত হয়েছে । উক্ত হামলায় প্রায় স্থানীয় লোকজন সমেত 32 জন নিহত হয়েছে এবং 3000 জনেরও বেশি আহত হয়েছে ।

* Lebanon Hezbollah Attack for mainly 10 Updates :- লেবানন হিজবুল্লাহ বিস্ফোরনের মূল 10 টি আপডেট আলোচনা করা হলো । –

1. লেবানলে হিজবুল্লা বিস্ফোরণের ফলে সেখানকার স্থানীয় জনগণের আহত এবং নিহতের পাশাপাশি বসবাসকারী 60 টিরও বেশি বাড়ি, 15 টিরও বেশি গাড়ি সমেত 2 হুইলার বিশিষ্ট বাইকেও আগুন লেগেছে । পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য অগ্নি নির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়েছে ।

2. উক্ত বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তাইওয়ানের গোল্ড এপোলোর চেয়ারম্যান বলেছেন, গত 2 বছর আগে পেজার উৎপাদনের জন্য BAC consulting KFT AR-924 এর লাইসেন্স চেয়েছিল কিন্তু তিনি তখন কবার দৃষ্টিতে এটিকে রুটিন চুক্তি বলে মনে করেছিল । সন্দেহভাজন হিসেবে তারই পরিণতি ।

3. উচ্চপদস্থ লেবাননের তথ্য মন্ত্রী জিয়াদমাকারী আলজাজিরা টিভিকে বলেছেন, এই আক্রমণে তারা ভয় পেয়ে যায়নি , ইসরাইলের অপরাধগুলিকে ভয় পায় না । এই বিস্ফোরণ পুরাতন নয় এক নূন্যতম যুদ্ধ । ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত চলছে হিজবুল্লার পরিপ্রেক্ষিতে ।

এক নজরে :- দেশজুড়ে আরজি করের ঘটনা এক বিশাল রূপ ধারণ করল ! এর পেছনের রহস্য কি তাড়াতাড়ি জানুন !

4. বিশেষজ্ঞরা ইসরাইলের গোয়েন্দা সংস্থার মেশাদের দিকেও সন্দেহ রয়েছে যেখানে তিনি গোয়েন্দা বিভাগের ইতিহাসে “সাপ্লাই চেইন”অপারেশন বলে অভিহিত করা হয় ।

5. এই ঘটনার পর ইসরাইলি বলেছেন উত্তর সীমান্তের সৈন্যদের সাথে লেবাননের সৈন্যদেরকেও সরিয়ে দেওয়া হবে । যা আগামী 7 অক্টোবর থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে ।

6. পাশাপাশি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইওর্ড গেলান্টে বলেন, আগামীতে এই যুদ্ধ আরও বড় মোড় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে । যেহেতু আমরা যুদ্ধের নতুন পর্বে আছি , তাই কোনভাবে আমাদের অবশ্যই মানিয়ে নিতে হবে ।

7. খবর সূত্রে আরো জানা গিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বুধবার এক বিবৃতিতে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেছেন , আমরা উত্তর সীমান্তের বাসিন্দাদের সুরক্ষার্থের জন্য তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেব । তিনি বলেছেন যুদ্ধ হলে পরে সেখানকার বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে দেওয়াই উত্তম কাজ ।

8. তো হামলায় ইরানের রাষ্ট্রদূত গুরুতর ভাবে আহত হয়েছেন । এরপর তিনি এক টিকিটে ইরান কে বলেছেন আন্তর্জাতিক আইনের অধীনে তার অধিকার সংরক্ষণ করার বিষয়টি অত্যন্ত বাজে ও লঙ্ঘনের প্রতিক্রিয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য ।

আরও পড়ুন :- নরউড লেটারল কী পুনরায় চালু হবে না ? What is the Norwood Letaral ? সরকার কি সিদ্ধান্তে এলেন ?

9. তবে এই হামলায় ইসরায়েল শেষ কোন দেয়নি তারা বলেছেন যে এই হামলায় লেবানলে অবস্থানকারী জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার উপর আধিপত্য বিস্তার করার জন্য হামলাটি করেছেন যেটি “শীর্ষ অধিকারের” এক অন্যতম । তবে এই বিষয়ে সঠিকভাবে তদন্ত না করেই সন্দেহভাবে ইজরাইলকে দোষারোপ করছে ।

10. উভয় দেশের মধ্যে দাঙ্গার পরিস্থিতিতে স্বাভাবিক পথে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল চেষ্টা করছে । পারস্পরিক সংঘর্ষ বিষয়টিকে কেবলমাত্র আঞ্চলিক ঝুঁকিপূর্ণ যুদ্ধ হিসেবে ওয়াশিংটনের শীর্ষদূত আমোচ হোচস্টেইন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*