Kangana Ranawat :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটনাটির পেছনে কী কারণ রয়েছে জেনে নিন …

* Kangana Ranawat :- চন্ডিগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারেন CISF মহিলা জাওয়ান কুলবিন্দর কৌর। ঘটনার সূত্রে জানা যায় , দিল্লি- হরিয়ানার সীমান্তে কৃষি আন্দোলনের বিরুদ্ধে কথা বলায় কঙ্গনা রানাওয়াতকে চড় মারেন সেই CISF মহিলা জাওয়ান । এই নিয়ে দেশে বিরাট হইচই শুরু হয়েছে ।

১.৫  এই ঘটনাকে কেন্দ্র করে Kangana Ranawat বলেছেন , সেই সময় নাকি তার কাছে নানান জায়গা থেকে ফোন আসছিল । সংবাদ মাধ্যমের বিশেষ বন্ধু সমেত তাকে অনেকবার ফোন করেছিলেন তার ভালো থাকার বিষয় নিয়ে এবং তিনি বলেও দিয়েছিলেন যে তিনি নাকি সুস্থ আছেন ।

* আরও জানুন :-  ২৫ হাজার কর্মীদের চাকরি বরখাস্ত করার নির্দেশ আপাতত স্থগিত ! নিয়োগ মামলা নিয়ে কি রায় দিল সুপ্রিম কোর্ট …

২.৫  খবর সূত্রে জানা যায়, তিনি দলের সাংসদীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য দুপুরে সাড়ে তিনটের সময় চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরতে যান । তারপর সিকিউরিটি চেকিং সম্পন্ন হলে পরে সেখান থেকে বের হয়ে আসার সময় একটি কেবিনে প্রবেশ করেন । তারপরেই সেই কেবিনে থাকা এক CISF মহিলা জাওয়ানের সঙ্গে কৃষি আন্দোলনের বিরুদ্ধে কথা বলায় এক বিশাল ঝগড়া লেগে যায় এবং প্রচুর অশ্লীল ভাষায় গালি দেওয়ার পাশাপাশি বিজেপি প্রার্থী কঙ্গনার গালে চড় মারে ।

* আরও জানুন :-  ভোটের ফল প্রকাশের পরের দিনে প্রতি গ্যাস সিলিন্ডারে ১০০ টাকা করে ছুট ! মাসের শুরুতেই এক দারুন খবর ….

৩.৫  এই ঘটনাকে কেন্দ্র করে কঙ্গনার বক্তব্য , তিনি এই ঘটনার কারণ জানতে চাইলে উত্তরের সেই মহিলা জামান বলেন তিনি নাকি কৃষক আন্দোলনের সমর্থক । এরপরে কঙ্গনা তাকে ধরে বসে , বলেন তিনি নাকি নিরাপদে আছেন ঠিকই কিন্তু তার একটাই চিন্তা যে উগ্রবাদী সংগঠন ও আতঙ্কবাদ বাড়ছে তা কি করে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে ।

৪.৫  কঙ্গনাকে  চড় মারায় সেই মহিলা যাওয়ার নিস্তার পাননি । ঘটনা চলাকালীন কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় তার সাথে থাকা মায়াঙ্ক মাধুর নামে এক মহিলা পাল্টা চড় মারেন সেই সিআইএসএফ মহিলা জাওয়ান এর ওপর । যদিও ঘটনার শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের দারায় মায়াঙ্ক এর হাত থেকে কুলবিন্দর রক্ষা পাননি ।

৫.৫  খবর সূত্রে জানা যায় , উপরি উক্ত ঘটনায় বিজেপি সংসদের ওপর হাত তোলার অভিযোগে কুলবিন্দর কৌরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পাশাপাশি হেফাজতে রাখা হয়েছে ।

3 thoughts on “Kangana Ranawat :- কৃষক আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলায় প্রকাশ্যে চড় খেলেন কল্পনা রানাওয়াত ! পুরো ঘটনাটির পেছনে কী কারণ রয়েছে জেনে নিন …”

  1. Pingback: Kangana Ranaut Slapped:- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনা

  2. Pingback: Shahajahan sheikh :- সভা চলাকালীন হঠাতে শাহজাহানের পকেট থেকে বের হল বন্দুক , এই নিয়ে বিরাট হইচই এলাকাবাসীর...

  3. Pingback: Coal Scam News :- কয়লা পাচারের মামলায় এক নতুন শুনানি , মঙ্গলবার সকালেই লালা আত্মসমর্পণ করলেন উচ্চ আদালতে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top