“অবশেষে মুক্তি পেলেন khan Sir !” কী বললেন তিনি সমাজ মাধ্যমে?

Khan sir (বিহার):- পাটনার গর্দনীবাগ থানার পুলিশ বিহারের জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যারকে গতকাল রাতে সাময়িকভাবে আটক করেন । উক্ত ঘটনাটি ঘটে বিহার লোকসেবা কমিশনের পরিপ্রেক্ষিতে রাজ্যের পরীক্ষার্থীদের প্রতিবাদী জমায়েত আন্দোলনে । সেই আন্দোলনে রাজ্যের পরীক্ষার্থীরা “নর্মালাইজেশন” পদ্ধতির বিরোধিতা এবং পরীক্ষার প্রক্রিয়ার সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় ।

এদিন বিহার পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) পরীক্ষার পদ্ধতিকে ঘিরে ক্ষুব্ধ হয়ে ছাত্র-ছাত্রীরা এক ধরনের আন্দোলন মিছিল শুরু করেন । এরপর সেই আন্দোলনে তারা দাবি রাখেন যে, পরীক্ষাটি একটিই শিফট এবং একটিই প্রশ্নপত্রে হতে হবে । কারণ তাদের মতে, “নর্মালাইজেশন” পদ্ধতিতে মূল্যায়ন সঠিকভাবে হয় না এবং এটি জালিয়াতির সুযোগ তৈরি করে । তাই এই সমস্ত পদ্ধতি পরিবর্তন করলে যোগ্য পরীক্ষার্থীদের বঞ্চিত হতে হবে না বলে আশা প্রকাশ করেছেন ।

এমনকি স্বয়ং খান স্যার নিজেই পরীক্ষার্থীদের এই দাবিতে সহমত প্রকাশ করেছেন । তিনি বলেছেন, এই প্রতিবাদ মিছিল কোনোরকম রাজনৈতিক বিষয়কে ঘিরে হচ্ছে না, ‘আমরা চাই, পরীক্ষা এক শিফটে এবং এক প্রশ্নপত্রে হোক । তবে নর্মালাইজেশন পদ্ধতিতে মূল্যায়ন স্বাচ্ছন্দ্য প্রকাশ পায় না ।

সময় পেরোতে পেরোতে আন্দোলন আরও বড়ো আকার ধারণ করে । এরপরেই খবর পেয়ে পুলিশ কর্মীরা এসে আন্দোলনের মুখ্য সচিব খান স্যারকে সাময়িকভাবে আটক করে এবং জমায়েত খালি করার নির্দেশ দেয় । তারপর তাকে পাটনার গর্দনিবাগ থানায় নিয়ে যাওয়া হয়, যদিও তাকে এদিন রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু মুক্তি পাওয়ার পরেও তিনি আবার প্রতিবাদস্থলে ফিরে যান এবং ছাত্র-ছাত্রীদের দাবির পক্ষে সামিল হন । আরও পড়ুন:- মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে মহাসড়কের কাজে বাঁধা ! কী বলছেন ব্যবসায়ীরা ?

* পরীক্ষার্থীদের দাবি :-

1. প্রতিবাদী পরীক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, এক শিফটে এবং এক প্রশ্নপত্রেই পরীক্ষা নিতে হবে ।

2. সার্ভারের ত্রুটির কারণে যারা আবেদন করতে পারেনি, তাদের আবার সুযোগ দিতে হবে ।

3. পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে ।

4. পরিকাঠামোগত সমস্যায় ছাত্র-ছাত্রীদের কোনরূপ ক্ষতি হলে অতিরিক্ত সময় দিতে হবে ।

যদিও পরীক্ষার্থীদের এই দাবি এখনও পর্যন্ত পূরণ হয়নি বলে জানা গিয়েছে । তাই এখনও পর্যন্ত আন্দোলন অব্যাহতই রয়েছে । তবে খান স্যারের মতো শিক্ষকদের এই ধরনের প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ, শিক্ষার্থীদের মধ্যে এক অনুপ্রেরণার উৎস সৃষ্টি করছে ।

আরও পড়ুন:- “নবান্নে খাতায় সইয়ের বদলে ডিজিটাল হাজিরা !” কর্মীদের জন্য নতুন নির্দেশ অর্থ দফতরের !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top