Falakata road construction:- মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে মহাসড়কের কাজে বাঁধা ! কী বলছেন ব্যবসায়ীরা ?

ফালাকাটা:- একটানা দু’বছর বন্ধ থাকার পর ধাপে ধাপে ফালাকাটা থেকে সলসলাবাড়ি যাতায়াতকারী মহাসড়কের নির্মাণকাজ আবার শুরু হয়েছে । তবে এই কাজ নিয়ে নানান বিতর্ক শুরু হচ্ছে । এতদিন ধরে রাস্তার কাজ বন্ধ থাকায় আলিপুরদুয়ার জেলার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন । কিন্তু রাস্তার ধারে বসবাসকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনও এর ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ তুলে এদিন রাস্তায় নামলেন ।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বলা হয়েছে,বুলডোজার দিয়ে উচ্ছেদ চলবে না ।” তার এই মন্তব্যকে সামনে রেখে শীলবাড়ি হাটের স্থানীয় ব্যবসায়ী সমিতি গত রবিবার আন্দোলনে নামেন । ব্যবসায়ীদের এই মিছিল মেজবিলসহ নিউ পলাশবাড়ি, পলাশবাড়ি, শিলবাড়িহাট ও শালকুমার মোড় পর্যন্ত হয় ।

তবে মিছিল শুরুর আগে শিলবাড়িহাট এলাকার আরআর প্রাইমারি স্কুলে এই বিষয়ে এক আলোচনার সভার আয়োজন হয় । এরপর মিছিল চলাকালীন রাস্তার কাজের একটি গাড়ি আটক করে ব্যবসায়ীরা হাতজোড় করে দাবি জানান যে, “পেটে লাথি মেরে রাস্তার কাজ চলবে না, আগে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে ।”

“রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত আর নেই”, জানুন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কী ছিল …

“ব্যবসায়ীদের এই বাধার কারণে পলাশবাড়ি এলাকার মহাসড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে যায় । যদিও ফালাকাটার অন্যান্য স্থানের কাজ কিছুটা এগিয়েছে । তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসন ব্যবসায়ীদের দাবি নিয়ে পর্যালোচনা করছে বলে খবর মাধ্যমে জানা গিয়েছে ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার বলেন, দাবি পূরণ না হলে প্রতিবাদ চলতেই থাকবে । এমনকি ব্যবসায়ীরা প্রত্যেক দিন রাস্তায় নজরদারিও করবেন । আমরা বহুবার প্রশাসনের কাছে আবেদন করেছি । কিন্তু কোন সমাধানের খবর পাওয়া যায়নি । তাই এবার মুখ্যমন্ত্রীর রায়ের অপেক্ষার জন্য আমাদের আন্দোলনের অস্ত্রকেই বেছে নেওয়া হয়েছে ।

তাছাড়াও যাতায়াত ক্ষেত্রে ফালাকাটা-সলসলাবাড়ি মহাসড়ক নির্মাণ যতটাই গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা । তাই এই সংকট পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগ নেওয়া একান্ত প্রয়োজন । স্থানীয়দের জীবন ও জীবিকার স্বার্থে দ্রুত পদক্ষেপ না নিলে এই আন্দোলন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা ।

বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তে BJP এমপির পূর্ণ সমর্থন কেন? এর পেছনে কারণ কী?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*