FASTag :- আগস্টের 1 তারিখ থেকেই FASTag এর নতুন নিয়ম লাগু ! কী কী পরিবর্তন হল জেনে নিন !

FASTag Rule :- সমগ্র ভারতে National Payment Corporation Of India (NPCI) এর কর্তৃপক্ষরা ( 1 august ) থেকেই FASTag ( Electronic Toll Collection System In India )পরিষেবার এক নূন্যতম নিয়ম লাগু করেছে । ফলে Toll সংগ্রহের কাজে বিশেষভাবে সুবিধা হবে বলে জানা যায় । সরকারের সকল চালককে FASTag এর এই নিয়মটি মেনে চলার নির্দেশ দিয়েছেন ।

বিগত বছরগুলিতে যানবাহন এর ফাস্ট ট্র্যাকের পরিষেবা খুবই খারাপ ছিল ফলে যানবাহন চালকরা প্লাজায় গিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় । তাই NPCI সরকার জনগণের সুবিধার কথা মাথায় রেখে ফাস্ট ট্রাক পরিষেবায় এক নূন্যতম বদল এনেছে । এর ফলে চালকদের আর হয়রানির শিকার হতে হবে না । তবে এই পরিষেবাটির শেষ তারিখ চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত । তাই সকল গাড়ি চালককে 31 তারিখের মধ্যেই গত পাঁচ বা আরও দীর্ঘ সময় ধরে ফাস্টেগের অ্যাকাউন্টগুলিকে আপডেট করে পরিপুক্ত করতে হবে ।

তবে যদি কোন গাড়ি চালুক এই নিয়মটি না মেনে থাকেন তাহলে তাকে FASTaag blacklist করে ফরম দেওয়া যেতে পারে । সরকারের এই ন্যূনতম পরিষেবাটির মূল উদ্দেশ্য হল KYC প্রক্রিয়া লাগু করা এবং টোল প্লাজাতে গাড়ির একের পর এক ভিড় কমানো । FASTag এর ন্যূনতম আপডেট প্রক্রিয়া নিয়ে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।

আরও পড়ুন :- এয়ারটেল নিয়ে এলো এক দুর্দান্ত আনলিমিটেড 5G প্ল্যানের অফার ! এই অফারে গ্রাহকরা খুবই খুশি !

* KYC Updates :- 

সকল গাড়ি চালককে 2024 সালের 31 তারিখের মধ্যেই গত পাঁচ বা আরও দীর্ঘ সময় ধরে ফাস্টেগের অ্যাকাউন্টগুলিকে আপডেট করে পরিপুক্ত করতে হবে । তাই যদি কোন চালক এই নিয়মটি না মানেন তাহলে টোল প্লাজায় গিয়ে আর টোল দিতে পারবেন না । তাই NPCI পরিষেবার কর্তৃপক্ষরা জনগণদের সুবিধার্থে আগাম-বার্তা দিয়ে দিয়েছে ।

* link to Vehicles :-

2024 সালের 1 আগস্ট থেকে 31 অক্টোবরের মধ্যেই মালিকের মোবাইল নম্বরের সাথে গাড়ির চেসিস নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার FASTag এর সঙ্গে লিঙ্ক করাতে হবে । যে সমস্ত গাড়ি চালকরা বর্তমানে নতুন গাড়ি কিনছেন তাদের গাড়ি কেনার ডেট থেকে আগামী 90 দিনের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এর সাথে FASTag পরিষেবার সঙ্গে যুক্ত করা অত্যন্ত আবশ্যক ।

আরও পড়ুন :- কেউ টয়লেট ! কেউ সিটের নিচে ! বিনা টিকিটে যাত্রীদের জন্য করা পদক্ষেপ নিল রেল সরকার !

*Photo Upload :- 

গাড়ি মালিকের ফাস্টেগ পরিষেবার সঙ্গে গাড়ির ছবি আপলোড করতে হবে । ছবিটি পরিষ্কার থাকতে হবে । তাই যদি কোন গাড়ির পর্যালোচনা করা হয় তাতে যেন সেই গাড়ির ছবি ফুটে আসে । এতে সরকারি কর্তৃপক্ষরা কাজে সুবিধা প্রাপ্ত হবেন ।

* link to Phone Number :- 

গাড়ির মালিকের নিজস্ব মোবাইল নাম্বারের সাথে FASTag পরিষেবার লিঙ্ক করাতে হবে । যার ফলে ফাস্ট্যাগ আধিকারিক ও ব্যবহারকারীদের মধ্যে সংযোজন বজায় থাকে । পাশাপাশি FASTag পরিষেবা প্রদানকারী আধিকারিকদের বিশেষভাবে খতিয়ে দেখতে হবে যে গ্রাহকরা তাদের মোবাইলে VAHAN ওয়েবসাইটের সঙ্গে FASTag Account এর সঠিকভাবে মিল আছে কিনা । তাই যদি তথ্য সঠিক না হয় তাহলে FASTag যাচাই করা যাবে না । 

1 Trackback / Pingback

  1. Traffic Rules :- আগামী 1 সেপ্টেম্বর থেকেই ট্রাফিক আইনের নিয়ম বদল হচ্ছে । নিয়ম অবলম্বন করলেই মোটা টাকার জর

Leave a Reply

Your email address will not be published.


*