Burdwan News :- বর্ধমানে কালীপুজোয় ভয়ঙ্কর দুর্ঘটনা ! পরপর দুটো ট্রেনের সংঘর্ষে ঝাঁপ যাত্রীদের !

Burdwan News

Burdwan News :- একের পর এক ট্রেন দুর্ঘটনায় জেরে ট্রেন যাত্রীদের মধ্যে এক আতঙ্কতা সৃষ্টি হয়েছে । এরই মাঝে বর্ধমানে আরও এক ট্রেন দুর্ঘটনার খবর । খবর সূত্রে রেলযাত্রীরা জানিয়েছেন , হাওড়া থেকে বর্ধমান যাতায়াতকারী কর্ড শাখার আপ লাইনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই একই লাইনে অপর দিক থেকে আসা শান্তিনিকেতন এক্সপ্রেস আচমকা দাঁড়িয়ে পড়ে । শান্তিনিকেতন এক্সপ্রেস এর এই আচমকা দাঁড়িয়ে যাওয়ার ভয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান , আবার কেউ কেউ প্রাণের ভয়ে লাফ দিয়ে রেললাইনে নেমে পড়েন ।

উক্ত দিপাবলীর মরশুমে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার হাওড়া থেকে Burdwan যাতায়াতকারী কর্ড লাইনের ‘ঝাপনডাঙ্গা স্টেশন’ সংলগ্ন এলাকায় । ঘটনাটিতে দেখা যায় কর্ড শাখার আপ লাইনে দাড়িয়ে পড়ে একটি মালগাড়ি, ঠিক তখনই একই লাইনে অপর দিক থেকে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাওড়া থেকে বোলপুরগামী শান্তিনিকেতন এক্সপ্রেস(12337) ।

খবরসূত্রে যাত্রীরা জানিয়েছেন, একই লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার পর আরও একটি ট্রেন এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে । হঠাৎ লাইনের মাঝপথে ট্রেন দাঁড়িয়ে পড়ার ভয়ংকর পরিস্থিতিতে যাত্রীরা নিজেদের প্রাণের ভয়ে ট্রেন থেকে নেমে পড়ে আবার কেউ কেউ লাফ দিয়ে রেললাইনে নেমে পড়েন । এরই মাঝে একজন রেলযাত্রীদের বক্তব্যে জানা গিয়েছে, লোকোপাইলটের তৎপরতার কারণেই এই ভয়ানক দুর্ঘটনাটিকে এড়ানো সম্ভব হয়েছে ।

হরিদ্বারে Detonator উদ্ধার ! ট্রেন লাইনচ্যুতির ছক বানচালে গ্রেফতার এক যুবক !

সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে রেল আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ঝাপনডাঙ্গা স্টেশনে ঢোকার আগেই মালবাহী ট্রেনটিতে প্রবলেম দেখা যায়, কাজেই ট্রেনটি স্টেশনের আগেই দাঁড়িয়ে পড়ে । এরপরই মালবাহী ট্রেনটির পেছনে থাকা আপ শান্তিনিকেতন এক্সপ্রেসটি লোকোপাইলটের তৎপরতায় হঠাৎ থেমে যায় ।”

অপরদিকে আরও একজন রেলকর্তা জানিয়েছেন, “ইঞ্জিনের সমস্যায় মালগাড়ি ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায়, ইতিমধ্যেই আপ শান্তিনিকেতন এক্সপ্রেসটি সিগনাল না দেখতে পেয়ে লোকো পাইলটের তৎপরতায় সেই লাইনেই আচমকা থেমে পরে । তাই তিনি বলেন, এখানে রেলের কোন যান্ত্রিক ত্রুটি বা সিগন্যালের কোন ভুল নেই । বর্তমানে এখন অটোমেটিক সিগন্যাল সিস্টেমে ট্রেনগুলি চলাচল করে । অতএব যাত্রীদের সেরকম ভয়ের কোন কারণ নেই ।”

এবারের কালীপুজোয় ভীড় সামলাতে একাধিক ট্রেনের অনুশোচনা শিয়ালদহে !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top