Ananya Banerjee :- এদিন তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জির অগ্নিকের সাক্ষী রেখে বিয়ে সম্পন্ন হল । বিয়ের পরে তার বধূবেসের লুক সামনে আসে । পরনে গলা ভর্তি গহনা, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, নীল পাড় সাদা শাড়ি ইত্যাদি । এরপর শংকরদাকে উদ্দেশ্য করে বার্তা দিয়ে বললেন, আমায় সামনে নিও ।”
Ananya Banerjee.
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনন্যা ব্যানার্জি শংকরদার স্ত্রীর চরিত্রের বধূবেস নেটিজেনদের নজর কাড়ছে । পরনে নীল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, গলায় ভর্তি গহনা । অনন্যার হঠাৎ বিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন অনন্যা কি সত্যিই বিয়ে করেছে ? ব্যাপারটা তা নয় । অনন্যার এই বধূবেসের লুক এর পেছনে রয়েছে, তার আগামীতে মিত্তির বাড়িতে সিরিয়ালে কাজের জন্য ।
Ananya Banerjee একজন তৃণমূল কাউন্সিলর, পাশাপাশি তাকে সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় । তিনি টলিউডের সাদা রঙের রাজর্ষিদের সাদা রঙের ছবিতে ডেবিউ করেছিলেন । এছাড়াও তাকে দেবের প্রথম ছবির কেমিও চরিত্রে দেখা যায় তাকে । এরই মাঝে ছোট পর্দায় তিনি তার ডেবিউ সেরে ফেললেন । তাই এখন থেকে টিভির পর্দায় অনন্যা ব্যানার্জিকে নিয়মিত মিত্তির বাড়ির সিরিয়ালে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ।
‘গায়ের রঙ কালো বলে এত অপমান দাদাকে !’ এই কাহিনীর পেছনের রহস্য জানেন কী ?
মিত্তির বাড়ির সিরিয়ালে অনন্যা ব্যানার্জিকে শংকর চক্রবর্তীর স্ত্রী হয়ে অভিনয় করতে দেখা যাবে । খবর মাধ্যমের এক প্রতিবেদনে তিনি মজার সহিত জানিয়েছিলেন, “শংকর দা আমাদের ওয়ার্ডেরই লোক” । তাই যারা জেনেছেন যে, আমি মিত্তির বাড়ি সিরিয়ালে তার বউ চরিত্রে কাজ করব, তারা সেই বিষয়টিকে নিয়ে মশকরা করছেন । কেউ কেউ বলেছেন তুমি শংকরদার বউ ? এছাড়াও অনন্যা নিজেও মশকরা সহিত তাকে বলেছিলেন যে, “আমি ওয়ার্ড এর সব সামলে নেব, তুমি আমায় সামলে নিও ।”
তবে সবকিছুর মধ্যে দিয়ে Ananya Banerjee দেরিতে সিরিয়ালে অংশগ্রহণ করায় তার মনে একটু আফসোস দেখা যায় । তিনি বলেন, “সিরিয়ালে আসতে দেরি করে ফেলেছি, আগে আসলে ব্যাপারটা অন্য হতো হয়তো । তবে আপাতত যা পেয়েছি তাতেই খুশি ।” তবে শুরুতে তাকে সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতার ওপর ভয় পেলেও অবশেষে তিনি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ।
অপরদিকে সিরিয়ালের ভূমিকায় যেহেতু তিনি পেশাগত দিক থেকে তৃণমূল কাউন্সিলের একজন সরকারি কর্মচারী । তাই উক্ত সিরিয়ালে তিনি সেরকম কোন ভূমিকায় কাজ করবেন না অর্থাৎ মিত্তির বাড়ি সিরিয়ালে অদৃত রায় এবং পারিজাত চৌধুরী মুখ্য ভূমিকা পালন করবেন । এছাড়াও অনুরাধা রায় এবং দুলাল লাহিড়ী গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করবেন । খবর সূত্রে জানা গিয়েছে, আগামী মাস থেকেই ওই সিরিয়ালের শুটিংয়ের কাজ চালু হবে ।
“হাসিনার ফাঁসির সিদ্ধান্ত !.. রাষ্ট্রপুঞ্জকে জানাল ইউনুস সরকার !”