LPG Price Hike :- দীপাবলিতে উদ্বেগ ! আবারও বাড়তে চলেছে LPG গ্যাসের দাম !

LPG Price Hike

LPG Price Hike (commercial cylinder) :- বিগত মাসগুলিতে এলপিজি সিলিন্ডারের দাম স্বাভাবিক থাকলেও নভেম্বরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে । ভারতীয় বাজারে আগামীকাল শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে । যেখানে কলকাতায় শুক্রবার থেকে 19Kg বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম 1911 টাকা 50 পয়সায় মিলছে । তবে গৃহস্থালি 14.2Kg এলপিজি গ্যাসের দামের কোন পরিবর্তন হয়নি ।

দেশে চলছে দীপাবলির মরশুম । আর এরই মাঝে গ্যাসের দামেও বৃদ্ধির আশঙ্কা । প্রতি বাণিজ্যিক সিলিন্ডারে 61 টাকা করে বৃদ্ধি করা হয়েছে । ভারত সরকারের অধীনে আগামীকাল শুক্রবার থেকে এই নিয়ম কার্যক্রম হতে চলেছে । তবে গৃহস্থালি রান্নার গ্যাসের দামের কোন হেরফের হয়নি ।

চলছে দিপাবলীর মরশুম এরই মাঝে অক্টোবর শেষ অর্থাৎ নভেম্বরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করে দেওয়া হচ্ছে । তবে বিগত দু’ মাস থেকে বাণিজ্য গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে । যেখানে বর্তমান বাজারে আগামীকাল শুক্রবার থেকে কলকাতায় প্রতি 19Kg বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1911 টাকা 50 পয়সা করা হয়েছে ।

রাজ্যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো ! দেড় মাস পর হাইকোর্টে আবারও মামলার শুনানি ঘোষণা !

শুক্রবার বাণিজ্যিক এলপিজি গ্যাসের দামের বৃদ্ধি করা হলেও, গত অক্টোবর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 48.50 টাকা, 5Kg Free Trade LPG Cylinder এর দাম 12 টাকা করা হয়েছিল এবং এর সঙ্গে 47.5Kg গ্যাস যুক্ত করে প্রতি 19Kg সিলিন্ডারের দাম 120 টাকা বাড়ানো হয়েছিল ।

আসন্ন লোকসভা নির্বাচন হওয়ার পর থেকেই LPG সিলিন্ডারের দামের ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে । আগস্ট মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা বাড়লেও সেপ্টেম্বর মাসে প্রতি 19Kg সিলিন্ডারের দাম 39 টাকা বাড়ানো হয়েছিল । অতএব চলতি বছরের আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত এলপিজি গ্যাসের দামের পরিবর্তন দেখা দিয়েছে । আগামীতেও দামের কোন পরিবর্তন হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে ।

“নেত্রীর ফোনের পর অনুব্রতের সুর পরিবর্তন ! প্রশংসনীয়, সংগঠনটা দেখে ভালো লাগলো !”

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top