Bangabandhu Express :- মুছে দিল ছাত্রলীগের দল জাতির পিতা বাংলাদেশের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম !

Bangabandhu Express ( বাংলাদেশ ) :- বাংলাদেশের খ্যাত নামা জাতির পিতা  Bangabandhu Express সাইনবোর্ড ছাত্রলীগের দল মুছে দিল । ঘটনাটি ঘটেছে 8 আগস্ট গত বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিকের মাওয়া নামক সড়ক পথে । এই আন্দোলনে শামিল ছিল বাংলাদেশের বহু ছাত্রলীগের দল । তাদের এই আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ কার্যত অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

এদিন বৃহস্পতিবার দুপুরে বহু সংখ্যক ছাত্রলীগের দল ধলেশ্বরী টোল প্লাজার ওপর উঠে জাতির পিতা Bangabandhu Express শেখ মুজিবুর রহমানের খ্যাতনামা ব্যানারটি ভেঙে ফেলে এবং সেখানে জাতির পিতা হযরত ইবরাহীম আলীর লেখা এক ব্যানার সেখানে টাঙ্গিয়ে দেয় । তারপর গত শুক্রবার পরিস্থিতি ভয়াবহ হলেও শনিবার থেকে সেই সড়কপথে গাড়ি চলাচল কার্যত স্বাভাবিক হয় ।

আরও পড়ুন :- দিল্লির নীতি পরিবর্তন নিয়ে কি নির্দেশ দিলেন মোঃ ইউনূস ! কেনই বা বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ! বিস্তারিত জানুন …

ছাত্রলীগের এই অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জ সড়ক পথের টোল প্লাজার দায়িত্বে থাকা আধিকারিক মোহাম্মদ নাজিন রেজাকে এই বিষয়ে জানালে তিনি বলেন গত 5 জুলাই থেকে ভয়াবহ পরিস্থিতির কারণে সেই টোল প্লাজায় কোন স্টাফ প্রাণভয়ে থাকছেন না । তাই এই বিষয়ে আসল ঘটনাটি না জেনে নিশ্চিত করা যাচ্ছে না । হতে পারে এখানকার স্থানীয় জনগণ তাদের নিজস্ব দায়িত্বে আনার জন্য সেখানে ব্যানার লাগিয়েছেন । তবে এই বিষয়টিকে জেলা প্রশাসক ও উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে । অতি শীঘ্রই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ।

তিনি আরও বলেন , সরকারি কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার আগে সরকারের কাছে সেই বিষয়ে নাম পরিবর্তনের জন্য প্রজ্ঞাপন দাবি করতে হয় । নিজেদের খুশিমত সেটিকে পরিবর্তন করা অপরাধ হিসেবে গন্বিত হয় । তাই যদিও স্থানীয় লোকেরা জাতির পিতা Bangabandhu Express এর শেখ মুজিবুর রহমান নামের পোস্টার মুছে দিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলীর নামের ব্যানার টাঙিয়ে দিলেও কার্যত ভাবে সেটিকে গন্বিতো করা হবে না ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

3 Trackbacks / Pingbacks

  1. Maitree Express :- শিক্ষার্থীরা কোটা আন্দোলনে মৈত্রী এক্সপ্রেসের পথ অবরোধ করল ! এই পথ অবরোধের কারণ কী ? কেন ? আ
  2. Traffic Rules :- আগামী 1 সেপ্টেম্বর থেকেই ট্রাফিক আইনের নিয়ম বদল হচ্ছে । নিয়ম অবলম্বন করলেই মোটা টাকার জর
  3. WB Norwood Letaral :- নরউড লেটারল কী পুনরায় চালু হবে না ? What is the Norwood Letaral ? সরকার কি সিদ্ধান্তে এলেন ? - Sambad Taranga

Leave a Reply

Your email address will not be published.


*