Anti India Post, Muhammad Alamgir :- বাংলাদেশ বাসিন্দা মোহাম্মদ আলমগীর দিল্লিতে গিয়ে ভারতবিরোধী পোস্ট করলেন ! ভিসা বাতিলের পাশাপাশি বাংলাদেশে ফেরত পাঠানো হল !

Anti India Post :-বেআইনিভাবে সমাজমাধ্যমে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে মুর্শিদাবাদে আটক হলেন এক ব্যক্তি যিনি বাংলাদেশবাসী । তার এই পোস্টের পরিপ্রেক্ষিতে ওইদিন সন্ধেই তাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে । পাশাপাশি তার মজুদ ভিসাও বাতিল করা হয় ।

খবরস সূত্রে জানা যায় সেই অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর । তিনি এক বেআইনি মূলক আপাৎ কালীন চিকিৎসামূলক ভিজা নিয়ে ভারতে এসেছিলেন । তারপর থেকেই তিনি দিল্লিতে প্রবেশ করাকালীন একের পর এক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে নানান উশৃংখল পোস্ট করতে থাকে । এরই মাঝে গতকাল তার কোন একটি ভারত বিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্ত সূত্রে তাকে আটক করে । এরপর পুলিশ সূত্রে আলমগীরের বিরুদ্ধে নানান পদক্ষেপ চালানো হয় এবং এদিনই সন্ধ্যেবেলায় তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারত সরকার । এমনকি তার ভিসাও বাতিল করে দেওয়া হয় ।

এক নজরে :- পোপ ফ্রান্সিস আমেরিকান রাষ্ট্রপতি কমলা হেরিস এবং ডোলান্ড ট্রাম্পকে মন্দ হিসেবে চিন্নিত করেছেন !

অভিযুক্ত মোহাম্মদ আলমগীরের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট অঞ্চলে । তিনি গত 3 সেপ্টেম্বর মঙ্গলবার ভারতের চ্যাংড়াবান্ধা এলাকার কোন এক সীমান্তের ফাঁক দিয়ে ভারতে প্রবেশ করে । তারপর থেকেই তিনি সমাজ মাধ্যমে উস্কানিমূলক নানান ভারত বিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে । তার পোস্টগুলি ছিল বিশেষ করে উস্কানিমূলক ও ধর্মা বিলম্বিত । প্রতিনিয়ত তার ভারত বিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হতে থাকে । এরই মাঝে কোন একটি পোস্টে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলমগীরকে মুর্শিদাবাদ থানার পুলিশ আটক করে ।

আটক করার পর মুর্শিদাবাদ থানার পুলিশ তার ওপর নানা ধরনের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করার পর ভারত সরকার তাকে কালো তালিকা অভিযুক্ত করার পর ভারত ছাড়ার জন্য সিদ্ধান্ত জানায় । এর পরই তাকে সেই দিন সন্ধ্যেবেলায় চ্যাংড়াবান্ধার চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় । এমনকি তার মজুত ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে । বিদেশ মন্ত্র আরও জানিয়েছে যে , ভবিষ্যতে তিনি আর কোনদিনও ভারতে প্রবেশ করতে পারবে না । আর যদিও কোন কারণবশত ধরা পড়ে, তাহলে তার ওপর ভারত সরকারের দ্বারা কঠোর শাস্তি ঘোষিত হবে ।

আরও পড়ুন :- রাজ্যপাল সামাজিকভাবে মমতা ব্যানার্জীকে বয়কটের দাবি ঘোষণা করলেন !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 Trackback / Pingback

  1. Pope Francis , 'Choose Lesser Of The Two Evils' :- পোপ ফ্রান্সিস আমেরিকান রাষ্ট্রপতি কমলা হেরিস এবং ডোলান্ড ট্রাম্পকে মন্

Leave a Reply

Your email address will not be published.


*