Shilpa Shetty-Mr. Beast :- গত রবিবার বলিউডের অভিনেতা শিল্পা শেট্টি সোশ্যাল মিডিয়ার পাওয়ারহাউজের অধিকর্তা লোগান পল এবং আমেরিকান ইউটিউব মিস্টার বিস্ট এর সাথে সাক্ষাৎ করেন । সাক্ষাৎকারের পর মিস্টার বিস্ট ও লোগান পল বলিউডের গ্ল্যামারের বিষয়ের ওপর ব্যাপক প্রশংসা করে । শিল্পা শেট্টি সাক্ষাৎকালীন একটি ছবি তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টেও পোস্ট করেছিলেন ।
মিস্টার বিস্ট হচ্ছেন একজন আমেরিকান জনপ্রিয় ইউটিউবার । তার আসল নাম জেমস ডিফেন্স ডোনাল্ডসন । গত রবিবার লোগানপল এর সাথে ভারতে ভ্রমণের জন্য এসেছিলেন । এছাড়াও কয়েকদিন আগে তার ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে আগামী 10 নভেম্বর ভারতে আসবেন বলে জানিয়েছিলেন ।
তিনি সোশ্যাল মিডিয়ায় আরও বলেন, আগামীতে তিনি KSI এবং LOGAN Prime লঞ্চ করতে চলেছে । পাশাপাশি তিনি মুম্বাই শহরে অন্যতম ইভেন্টের জন্য ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিয়াটির সাথেও দলবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান । তার এই পোষ্টের প্রতিক্রিয়ায় ভক্তরা বলেন, “হ্যাঁ! সত্যিই আপনি বলিউডের আয়োজিত পার্টিতে অংশ নিতে পারেন ।”
“নরম, ছোট্ট গোলাপি শরীর !” শ্রীময়ীর ভালোবাসায় কাঞ্চন-কন্যা কৃষভির প্রকাশ্যে প্রথম ছবি !
“আমার ভালোবাসার মূল্য তোমার সাধ্যের বাইরে !” মন্তব্য স্বস্তিকা মুখার্জির !
ভক্তদের কথা অনুসরণ করে তিনি ভারতে এসে ভারতীয় সিনেমা সম্পর্কে জানার জন্য অটোরিক্সায় যাত্রা করেন । তার ভারতের অটোরিক্সার যাত্রা ব্যাপক নজর কেড়েছে ।
এরপর গত রবিবার মিস্টার বিস্ট ভারতে আসার পর শিল্পা তার স্বামী রাজ এবং ছেলে ভিয়ানের সোশ্যাল মিডিয়ার এক সেনশনে সাক্ষাৎ করেছিলেন । এরপর মিস্টার বিস্ট ভারতীয় করা সুরক্ষার পাশাপাশি ‘অটো রাইড’ করার একটি ছবি অনুরাগীদের ব্যাপক জনপ্রিয়তা কাড়তে শুরু করে । সাক্ষাৎকারের পর শিল্পা শেট্টি #gratitude, #smiles, #Sundaydoneright, #Sunday ইত্যাদি হ্যাশট্যাগগুলি ব্যবহার করে তার instagram এ বৈদেশিক অভিনেতাদের স্বাগতম জানিয়েছিলেন ।
শিল্পা শেট্টির সোশ্যাল মিডিয়ার পোস্ট করা সেই চিত্রের দেখা গিয়েছে, তিনি সাদা পোশাকে বেশ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে তাহলে আমি ও সন্তানের সাথে একটি ছবি পোস্ট দিয়ে তোলেন এবং আনন্দের সাথে বলেন “আমরা কার সাথে দেখা করতে এসেছি ?” শিল্পা শেট্টির ওই প্রশ্নে একজন প্রতিক্রিয়া করে বলেন, “লোগান পল কে এস আই এবং মিস্টার বিস্ট ।”এরপর সোশ্যাল মিডিয়ার শেয়ার করা শিল্পার ওই পোস্টে বিস্ট প্রতিক্রিয়া করে জানান, “আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো ।”
বিষ্ণোই গ্যাংয়ের পুলিশসূত্রে ধৃত 7 জন আসামী ! রাজস্থানের বড় অভিযানের পথে গ্রেপ্তার !