“BH Number Plate এর সুবিধা !” রাজ্য ভ্রমণের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ শর্তগুলি !

BH Number Plate :- ভারত সরকারের আইন অনুযায়ী গাড়িতে নাম্বার প্লেট থাকা একান্ত আবশ্যক । তা সে 2 চাকাই হোক আর 4 চাকাই হোক কিংবা এর বেশিও । ভারত সরকারের আইন অনুযায়ী নাম্বার প্লেট ছাড়া গাড়ি চলাচল অপরাধ । এরই মাঝে ভ্রমণের ক্ষেত্রে নানান ধরনের জায়গায় যাতায়াত করা হয় । তাই এই যাতায়াতের ক্ষেত্রে BH নম্বরের ভূমিকা এক অন্যতম । আসুন জেনে নেওয়া যাক এই BH নম্বারের আলোচ্য বিষয়টি আসলে কী ?

সাধারণত গাড়ি গুলিতে নাম্বারপ্লেটের শুরুতেই দুটি ইংরেজি আলফাবেটিক্যাল লেটার ব্যবহার করা হয় । যেমন আপনারা দেখতে পারবেন প্রত্যেক গাড়ির নাম্বার প্লেটেই DL অর্থাৎ দিল্লি, WB (পশ্চিমবঙ্গ), SL (শিলিগুড়ি), UP (উত্তর প্রদেশ), RJ (রাজস্থান) লেখা থাকে । তবে BH নম্বরের ভূমিকা অন্যতম কেন ?

* কোন কোন ক্ষেত্রে BH নম্বর ব্যবহার করা যাবে ?

1. সব গাড়ির নাম্বার প্লেটে এই লেটার ব্যবহার করা যাবে না । একমাত্র সরকারি ক্ষেত্রে নির্বাচিত ব্যক্তিরাই এই নম্বর প্লেটের অংশীদার হবেন ।

2. শুধুমাত্র রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মীরাই BH নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন ।

3. সরকারি ক্ষেত্রে প্রতিরক্ষা দপ্তরের কর্মীরাও এই প্লেটের জন্য আবেদন করতে পারবেন ।

4. সরকারের অধীনে ব্যাংক কর্মীরাও BH নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন ।

5. প্রশাসনিক সংস্থার কর্মীরাও এই নম্বর পেটের জন্য আবেদন করতে পারবেন ।

6. এর পাশাপাশি ভারতের 4 টিরও অধিক কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে বেসরকারি সংস্থার কর্মীরাও এই প্লেটের জন্য আবেদন করতে পারবেন ।

“এটিএম-এর ভবিষ্যৎ অনিশ্চিত!” বড় সিদ্ধান্তের মুখে ব্যাঙ্কিং সেক্টর !

* BH নম্বর প্লেটের জন্য কি করতে হবে ?

1. সর্বপ্রথম আপনাকে Google এ গিয়ে MoRTH এর Vahan Portal লগ ইন করুন ।

2. ফর্মটি লগইন করার পর আপনি যদি সরকারি কর্মকর্তা হন তাহলে, সেখানের 20 পাতার ফর্মটি পূরণ করুন । অপরদিকে আপনি যদি বেসরকারি সংস্থার কর্মকর্তা হন তাহলে, 16 টি ফর্ম পূরণ করুন ।

3. ফর্মগুলি পূরণ করার পর সার্টিফিকেটের সঙ্গে নিজস্ব আইডি দিতে হবে । যেখানে সংশ্লিষ্ট রাজ্য সরকার ফর্মের সমস্ত পরিচয় খতিয়ে দেখবেন ।

4. এরপর আপনার নিজস্ব পছন্দ মত একটি BH সিরিজের নম্বার পছন্দ করুন ।

5. সরকারি ক্ষেত্রে RTO আপনার সমস্ত রেকর্ড খতিয়ে দেখার পর আপনি সেই নাম্বার পেটের অনুমোদনটি পাবেন ।

6. এরপর ফি জমা করতে হবে এবং কিছুদিনের মধ্যেই আপনি BH নম্বরটি পেয়ে যাবেন ।

সরকারিক্ষেত্রে প্রদানকারী এই BH নম্বর গোটা ভারতবর্ষে বৈধ । তাই আপনার গাড়িতে যদি এই BH নম্বরের প্লেট উপলব্ধ থাকে, তাহলে আপনি রাজ্যের যে কোন জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবেন । কাজেই যে সমস্ত ব্যক্তিদের প্রায়শই শহরের বাইরে যেতে হয়, তাদের জন্য এই নম্বর প্লেট বিশেষ সুবিধাজনক হবে । তাই যাতায়াতক্ষেত্রে রাজ্য অদল বদল হলেও নাম্বার প্লেট পরিবর্তনের প্রয়োজন নেই ।

NPCI দ্বারা অনুদান প্রাপ্ত Paytm ! UPI পেমেন্ট ব্যবহারকারীদের জন্য Paytm এর দারুন লাভ !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*