Swastika Mukherjee :- “আমার ভালোবাসার মূল্য তোমার সাধ্যের বাইরে !” মন্তব্য স্বস্তিকা মুখার্জির !

Swastika Mukherjee :- বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ভূমিকা আলাদাই । তার অভিজ্ঞতা দেখে ভক্তরা তাকে এক ‘সাহসী নারী’ হিসেবে মন্তব্য করেন । তারা এও বলেন যে, স্বস্তিকা মুখার্জির মতো দ্বিতীয় কোন সাহসী অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে নেই । তার বিরুদ্ধে ওঠা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্যের বিরুদ্ধে তিনি করা জবাব দিয়ে থাকেন ।

এরই মাঝে স্বস্তিকার উক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে স্বস্তিকা মুখার্জির টুইটারের এক্স হ্যান্ডেল তন্ময় ঘোষ নামক একজন ব্যক্তি তাকে টুইট করে জানান, এক রাতের জন্য কত টাকা নেন আপনি ? টুইটারে টুইট পাঠানো তন্ময় ঘোষের উক্ত প্রশ্নের পাল্টা জবাবে Swastika Mukherjee বলেন, “স্যার! আমার ভালোবাসার মূল্য আপনার সাধ্যের বাইরে !” স্বস্তিকা তন্ময় ঘোষকে আরও বলেন, আপনার মনে আমার প্রতি যেই আশা উঠে আসছে , “তার জন্য আপনি শুধুমাত্র কল্পনাই করুন, সেটাই আপনার জন্য দারুন উপায় ।”

‘গায়ের রঙ কালো বলে এত অপমান দাদাকে !’ এই কাহিনীর পেছনের রহস্য জানেন কী ?

ভাইরাল হওয়া Swastika Mukherjee ওপর তন্ময় ঘোষের উক্ত মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেন্দের লোকমুখে চর্চায় রয়েছে । তাই স্বস্তিকার ভক্তরা তাকে এক ‘সাহসী নারী’ হিসেবে মন্তব্য করেন । যার বিরুদ্ধে ওঠা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্যের বিরুদ্ধে তিনি করা জবাব দিয়ে থাকেন ।

‘কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে’ প্রাক্তন বউ পিংকি কীরূপ প্রতিক্রিয়া করলেন ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*