Pan Card Rules :- বর্তমানে নিজস্ব পরিচয়পত্রের দিক থেকে সরকারি ক্ষেত্রে প্যান কার্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । ব্যক্তির নিজস্ব বিভিন্ন ধরনের পরিচয় সংক্রান্ত কাজে এই প্যানকার্ডের ভূমিকা গ্রহণ করা হয় । ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি সিমকার্ড ও হোটেল চেকিং সংক্রান্ত কাজের জন্য প্যান কার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য ।
এরই মাঝে সরকার এই প্যান কার্ডের ব্যবহারে ন্যূনতম নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে । সরকারের এই নতুন নিয়মের উদ্দেশ্য হল আয়কর দপ্তরের সাথে দেশের নাগরিকদের সংযুক্তি বজায় রাখা এবং ত্যাগ সংক্রান্ত বিষয়ে সঠিকভাবে লেনদেন করা ।
* সরকারের এই ন্যূনতম নিয়ম চালু করার পেছনে কি কারণ রয়েছে ?
দেশে সরকারি ক্ষেত্রে নানা প্রযুক্তিগত মাধ্যমে অপব্যবহারের পাশাপাশি প্যান কার্ডেরও অপব্যবহার রোধ করতে ভারত সরকারের এই ন্যূনতম নিয়ম প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন । সরকারের এই নতুন নিয়ম পরিবর্তনের ফলে ব্যক্তির নিজস্ব প্রতিরক্ষা বিষয়ক ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন উপলব্ধ থাকবে ।
সরকারের এই ন্যূনতম নিয়মে স্পষ্ট বলা হয়েছে, কোন প্রতিষ্ঠান যদি কোন ক্ষেত্রে বেআইনিভাবে আপনার প্যান কার্ডের তথ্য ব্যবহার করে লোন বা ক্রেডিট সম্পর্কিত কার্যক্রম করার চেষ্টা করে, তাহলে সেই প্রতিষ্ঠানকে সর্বপ্রথম আপনার কাছে অনুমতি নিতে হবে । কাজেই আপনার অনুমতি ছাড়া সেই প্রতিষ্ঠান কোনো বেআইনিমূলক কাজ করতে পারবে না । এই নূন্যতম পরিবর্তনে সাধারণ জনগণের লেনদেনের সুরক্ষার্থে এই ব্যবস্থাপনা বিশেষ সুবিধাপ্রাপ্ত হবে বলে জানিয়েছেন ভারত সরকার ।
“এটিএম-এর ভবিষ্যৎ অনিশ্চিত!” বড় সিদ্ধান্তের মুখে ব্যাঙ্কিং সেক্টর !
“লুকোচুরির দিন শেষ !” গুগল ম্যাপেই দেখুন সঙ্গীর বর্তমান অবস্থান !
* PAN Card অপব্যবহারের ক্ষেত্রে সরকারের সেরা 3টি নিয়ম :-
1. অনুমতি ছাড়া তথ্য ব্যবহার নিষিদ্ধ ,
2. অবৈধ কার্যকলাপ প্রতিরোধ,
3. জনসচেতনতা বৃদ্ধি ।
1. অনুমতি ছাড়া তথ্য ব্যবহার নিষিদ্ধ :-
সরকারের এই ন্যূনতম নিয়মে বর্তমান সময় থেকে আপনার নিজস্ব অনুমতি ছাড়া কোন প্রতিষ্ঠান আপনার প্যান কার্ডের ওপর বেআইনি কার্যক্রম করতে পারবে না । যার ফলে ব্যক্তির নিজস্ব প্যান কার্ডের অপব্যবহার রোধ করা সম্ভব হবে ।
2. অবৈধ কার্যকলাপ প্রতিরোধ :-
ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আইন লঙ্ঘন করে যদি কোন প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই আপনার প্যান কার্ডের তথ্য ব্যবহার করেন, তাহলে সেই সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । যার জন্য ব্যক্তির সচেতনতা বজায় থাকবে ।
3. জনসচেতনতা বৃদ্ধি :-
প্যান কার্ডের সুরক্ষার কে সরকারের এই আইন আরো ব্যক্তির নিজস্ব তথ্যকে সচেতন করতে সাহায্য করবে । কারণ কোন তৃতীয় পক্ষের কাছে নিজস্ব ব্যক্তিগত তথ্য থাকলেও প্যান কার্ড ব্যবহারকারী ব্যাক্তি সেই তথ্যকে নিজস্ব সতর্কতায় আনতে পারবে । এর ফলে ব্যক্তির নিজস্ব তথ্য সুরক্ষার বিষয়ে আরও শক্তিশালী হবে ।
তাই ব্যক্তিগত তথ্য সুরক্ষার্থে সচেতন থাকুন এবং অনুমতি ছাড়া প্যান কার্ডের তথ্য অন্য কোন প্রতিষ্ঠানের কাছে শেয়ার করবেন না । পাশাপাশি এউ নজর রাখুন যে কোন প্রতিষ্ঠান কি আপনার প্যান কার্ডের তথ্য ব্যবহার করছে কিনা ।
‘আতঙ্কে রয়েছে পাকিস্তান’ ! সমুদ্র দখল তৈরিতে ভারতের 300 পারমাণবিক নৌবাহিনী !