Gold Price Today :- বিশ্ববাজারে সোনার দাম প্রতিনিয়ত অত্যাধিক হারে বেড়েই চলেছে । অত্যাধিক হারে 1 আউন্স সোনার মূল্য 2,700 ডলার বৃদ্ধি পেয়েছে, যা ইতিহাসের পাতায় সর্বপ্রথম । এর প্রভাব ভারতীয় সোনার বাজারেও দাম বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা রয়েছে । 18 অক্টোবর গত শুক্রবারের স্পটমার্কেটে সোনার মূল্য 2,711.19 ডলার বৃদ্ধি পেয়েছে । যেখানে একদিনে অত্যাধিক পরিমাণে 1 আউন্স সোনার দাম 18.10 ডলার বৃদ্ধি পেয়েছে ।
সংশ্লিষ্ট অর্থজীবীরা জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ তার সুদের হার স্বল্প করার ফলে বিশ্ববাজারে সোনা কেনার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে । বিশ্ববাজারে যে পরিমাণে সোনার দাম বেড়েছে , সেই তুলনায় যেকোনো সময়ে প্রতি আউন্স সোনার দামও বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা রয়েছে । যদি এই রূপ বৃদ্ধি শুরু হয় তাহলে দেশের বাজারেও সোনার দাম বৃদ্ধি হতে পারে । তাই যেকোনো সময় দেশের বাজারে সোনার দামের মধ্যে ব্যাপক সমন্বয় দেখা দিতে পারে ।
রিপোর্ট অনুসারে বিশ্ববাজারে ভারতের স্বর্ণের দাম সর্বোচ্চ রেকর্ড করেছে । দেশের বৈশ্বিক বাজারের পাশাপাশি জাতীয় উৎসবের চাহিদায় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে । যেখানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $2,667.,97 অর্থাৎ 2,22,000 টাকা বৃদ্ধি পেয়েছে । ভারতের সর্ববৃহৎ 0.3% সোনার দাম বৃদ্ধি হওয়ায় প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,390 টাকা বৃদ্ধি পেয়েছে ।
আমজনতার স্বপ্ন পূরণ ! লক্ষী পূজোর আগেই সোনার দাম কমতে চলেছে !
অপরদিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি অর্থাৎ বাজুস বাংলাদেশের তৎকালীন সোনার দাম নির্ধারণ করে থাকে । তাই গত শুক্রবার 28 অক্টোবর বাংলাদেশ বাজুস সমিতিই সোনার দামের সমন্বয় প্রকাশ করেছিল । যেখানে সংগঠনটি 24 ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে 1,259 টাকা কমিয়ে 1,37,449 টাকা নির্ধারণ করেন ।
এছাড়াও Ogmont Gold For All এর বিশ্লেষক রেনিশা চাইনানি জানিয়েছেন, “সমগ্র বিশ্বজুড়ে রাজনৈতিক হুমকির জন্য ঝুঁকিমুক্ত মনোভাবের কারণেই হয়তো সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে ।” তবে বৈশ্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে আগামীতে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 78,500 টাকা পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা রয়েছে । পাশাপাশি London Billion Market Accosiation এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে সোনার দাম প্রতি আউন্স $2941 অর্থাৎ 2,45,000 টাকা বৃদ্ধি হতে পারে ।
2024 সালের 24 সেপ্টেম্বরে দেশের কোন 12 টি স্টক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ?