Eastern Railway :- কোনো স্টেশনেই 30 সেকেন্ডের উর্ধ্বে থামছে না রেল ! পূর্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত !

Eastern Railway

Eastern Railway :- বিভিন্ন শহরতলী এলাকাগুলিতে ট্রেনের ক্ষেত্রে প্রায়শই যাত্রীবাহীদের ট্রেন লেটে চলছে বলে অভিযোগ উঠে আসে । সরকার এই সমস্ত সমস্যার সমাধান করতেই প্রত্যেক স্টেশনে 30 সেকেন্ডের বেশি ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেন । বেশিরভাগ লোকের পক্ষে রেল সরকারের এই সিদ্ধান্ত অগ্রাহ্য হয়ে দাঁড়ায় ।

শিয়ালদহ :- কলকাতা থেকে শিয়ালদহ, বনগাঁ থেকে বারাসাত, ক্যানিং থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দেশের বিভিন্ন শহরতলী এলাকাগুলিতে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো রেল । তাই রেল সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তে একাধিক লোকের ভিড়ে মাত্র 30 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেনে চড়ার বিষয়টিকে বেশিরভাগ যাত্রীরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে ।

রেল কর্তৃপক্ষের কাছে প্রায়শই যাত্রীদের ট্রেন লেটে চলছে বলে অভিযোগ উঠে আসে । যাত্রীদের এরূপ সমস্যার সমাধান করতে রেল সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন । যদিও এই সিদ্ধান্ত রেল সরকারের কাছে ঠিক বলে মনে হলেও , যাত্রীদের পক্ষে এটি ভোগান্তির শিকার হবে বলে জানিয়েছে ।

কেউ টয়লেট ! কেউ সিটের নিচে ! বিনা টিকিটে যাত্রীদের জন্য করা পদক্ষেপ নিল রেল সরকার !

ভারতীয় পূর্ব রেল সরকারের অধীনে জানানো হয়েছে, আগামীতে বিভিন্ন শহরতলী এলাকার স্টেশনের কোন প্লাটফর্মেই 30 সেকেন্ডের বেশি সময় ধরে ট্রেন দাঁড়াবে না ।

রেল কর্তৃপক্ষের এই চূড়ান্ত সিদ্ধান্তে একাধিক যাত্রীদের বিতর্ক উঠে আসে, তাদের বিতর্কে একাধিক লোকমুখে শোনা যায়, শিয়ালদা ডিভিশন হতে বিভিন্ন শহর বলে এলাকা গুলিতে যাতায়াতের ক্ষেত্রে বিশেষত অফিস টাইমে একাধিক লোকের ভিড় হয় । তাই রেল সরকারের অধীনে ট্রেনের স্টপিজ টাইম মাত্র 30 সেকেন্ড সময় যাত্রীদের পক্ষে এক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছেন ।

তবে একাধিক যাত্রীদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রেল সরকার জানান, শহরতলীর স্টেশনের নির্দিষ্ট কিছু প্লাটফর্মগুলিতে ট্রেন গুলি 30 সেকেন্ডেরও বেশি সময় স্টপিজ নেবে । রেল কর্তৃপক্ষ সেই নির্দিষ্ট প্লাটফ্রমগুলির নামও উল্লেখ করেছেন ।

কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top