Gold Price Reduce :- লক্ষী পূজা উপলক্ষে ভারতবর্ষে গোল্ডেন মার্কেটে পূর্বের তুলনায় সোনার দাম অনেকটাই কমে গিয়েছে । যার জন্য আমজনতার মুখে তাদের স্বপ্ন পূরণের জন্য এক আশা তৈরি হয়েছে । সোনার দাম কমায় আপামর দেশবাসী এক স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন । লক্ষী পূজার শুরু থেকে পরের সময় চলতে থাকা পয়েন্টের সোনার দাম জনতার কাছে পছন্দ হয় ।
লক্ষ্মী পূজা উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন শহরগুলিতে Gold Price কমে যাওয়ায় এক দারুন সুলভ-সুযোগ তৈরি হয়েছে আমজনতার কাছে । ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে চলতে থাকা সোনার দামগুলি নিম্নে আলোচনা করা হলো । যেখানে –
1. পশ্চিমবঙ্গের কলকাতায় সোনার দাম কমে গিয়ে বর্তমানে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,150 টাকা । 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,620 টাকা ।
2. অপরদিকে দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,300 টাকা । যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 77,770 টাকা ।
3. মুম্বাইয়ে ও চেন্নাইয়েও 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কমে গিয়ে 71,150 টাকা হয়েছে । যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 77,620 টাকা ।
4. আহমেদাবাদ শহরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,200 টাকা । অপরদিকে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 77,670 টাকা ।
5. জয়পুরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,300 টাকা । অপরদিকে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,770 টাকা ।
5. মুম্বাই ও চেন্নাই এর মতন হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 71,150 টাকা । যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,620 টাকা হয়েছে ।
6. পাটনায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,200 টাকা । অপরদিকে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,670 টাকা ।
7. লখনউ ও গুরগাঁও শহরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 71,300 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,770 টাকা ।
8. এছাড়াও ভুবনেশ্বরে সোনার দাম 10 গ্রাম 22 ক্যারেট 71,150 টাকা রয়েছে । যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 77,620 টাকা ।
Pingback: Gold Price :- লক্ষী পুজোতেই সোনার দর আকাশছোঁয়া ! বাড়তি 78 হাজার হলুদ ধাতুর মূল্য ! - Sambad Taranga