Wooden cycle :- স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র …

Wooden cycle ( উত্তর দিনাজপুর ) :- এই কাঠের সাইকেলের মাধ্যমে এলাকার সমস্ত অলিগলিতে রায়গঞ্জের দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিজিৎ যাতায়াতের এক বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে । তার নিজের হাতের বানানো সাইকেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে । এই সাইকেল উত্তরবঙ্গের জনগণকে আশ্চর্য করে দিয়েছে । তার কারণ সে স্কুল ছাত্রের নিজের বানানো কাঠের সাইকেলটি বাকি পাঁচটি সাইকেলের থেকে একেবারেই আলাদা ।

এই সাইকেলটি পুরোপুরি কাঠের তৈরি। সাইকেলটির চাকা থেকে শুরু করে বাকি সবকিছুই কাঠের দিয়ে বানানো । তবে দেখতে অনেকটাই খেলনার সাইকেলের মতো মনে হলেও এর ভূমিকা ইউরোপের বাজারে বিশেষ রয়েছে । কিন্তু এখন উত্তরবঙ্গে রায়গঞ্জের রাস্তাতেও দেখা যাবে । রায়গঞ্জের অভিজিৎ তার হাতের বানানো কাঠের সাইকেলের মাধ্যমে এলাকার সমস্ত অলিগুলিতে যাদের মাধ্যমে সে বেছে নিয়েছে ।

*আরও পড়ুন :-  ভরসার গুগল ম্যাপ সরাসরি পুকুরে নিয়ে গিয়ে ফেলল ! যাত্রীরা কোনমতে নিজেদের প্রাণ বাঁচালেন …

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউনের রুপাহার এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্র অভিজিৎ । অভিজিৎ তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কাজের যারা এই কাজের সাইকেলটি তৈরি করে ।

সাইকেলটির সিট থেকে শুরু করে বাকি সবকিছুই কাঠের দিয়ে তৈরি । অন্যান্য সাইকেলগুলো থেকে পুরোপুরি আলাদা হয় উত্তরবঙ্গের জনগণদের চমক লাগিয়ে দেয় । এই কাঠের সাইকেলটি বানাতে মাত্র ৫০০০ টাকা খরচ হয় অভিজিতের । খুবই স্বল্প খরচে তার এই সৌখিন সাইকেলটি বানাতে সফল হয় ।

*এক নজরে :- রেমাল শুরু হওয়ার আগের দিনে সন্ধ্যাতেই লক্ষ টাকার মদ বিক্রি, তারপর দিনই দোকানে চুরি গেল …

*এই কাঠের সাইকেল নিয়ে অভিজিৎ কিছু বক্তব্য রাখে ,

” এই সাইকেলের বিশেষত্ব হলো সাইকেলটিতে কোন রকম হাওয়া বা লিক হওয়ার সম্ভাবনা নেই । লিক ও হাওয়া ছাড়াই অনায়াসে চালানো যাবে । এছাড়াও জানা যায় যে অভিজিৎ পড়াশোনার পাশাপাশি অবসর সময় থেকেই সেই সাইকেলটি বানাতে শুরু করেছিল । দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিজিতের পুরো সাইকেলটিকে বানাতে কমপক্ষে ৩ থেকে ৪ মাস সময় লেগে যায় । তার এই কাঠের সাইকেলের পরিকল্পনাটি সফল হওয়ায় সেটে কাঠের সাইকেল বানিয়ে বাণিজ্যিক দিক থেকে এক অগ্রগতির পথে এগোতে চায় ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

3 thoughts on “Wooden cycle :- স্বল্প খরচে কাঠের সাইকেল বানিয়ে চমৎকার করে দিল উত্তরবঙ্গের এক স্কুল ছাত্র …”

  1. Pingback: Teacher Awards News :- ভোট পেরোলেই শিক্ষকদের জন্য বড় উপহার ! পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা জন্য ...

  2. Pingback: Tista Project :- ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়িত করলেন শেখ হাসিনা !

  3. Pingback: Bankura :- ক্লাস 12 এর অয়ন মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত নিয়ে এলো , তার কেরামতিতে অবাক সারা বিশ্ব ...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top