Remal :- রেমাল শুরু হওয়ার আগের দিনে সন্ধ্যাতেই লক্ষ টাকার মদ বিক্রি, তারপর দিনই দোকানে চুরি গেল …

Remal :- আবহাওয়া দপ্তরের খবরে মালের ভয়ে রবিবার সন্ধ্যার পর থেকেই জনগণের ভিড় কম । তার উপরে যত রাত বাড়ছে ততই নীরব হচ্ছে রাস্তাঘাট । আর ঠিক সেই জনমানহীন পরিস্থিতির সুযোগ নিয়েই দুষ্কৃতীরা সেই মদের দোকানে হামলা করে । দুষ্কৃতীরা সেই মদের দোকানে ঢুকে সেই দোকানের আলমারি ভেঙে প্রায় 1 লক্ষ 30 হাজার টাকারও বেশি অর্থ এবং কিছু দামি ব্র্যান্ডের মদের বোতল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ।

Remal র ভয়ে আতঙ্কিত জনগণ । তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রে মালের পূর্বাভাস সেরকম প্রভাব ফেলতে পারেনি । ঘটনাসূত্রে Remal এখন ঘূর্ণিঝড় বিশেষ । তবে সারাদিন এখন বৃষ্টি চলছে । আর এই সময়টাই হচ্ছে মধ্যপানকারীদের সঠিক সময় । তাইরে মালের পূর্বাভাসে তার আগের দিনই এলাকার মদের দোকানের ওপর কয়েকশো লোকের ভিড় জমে যায় । দোকানের এই ভিড় রাত অবধি থাকে । দুর্যোগের সম্ভাবনার ফলে সেই দোকানের মালিক জানান যে , এই কয়েকদিনে প্রায় দেড় লক্ষ টাকারও বেশি মদ বিক্রয় হয়েছে ।

*এক নজরে :-  ইরানে আকাশ থেকে হঠাৎ মাছ বৃষ্টি ! অস্বাভাবিক এই মাছের বৃষ্টি দেখে শহরবাসী হতভম্ব …

সেই রাতে মদের দোকানের মালিক বিকৃত অর্থ সামগ্রী ভুলবশত দোকানেই রেখে গিয়েছিল । একদিকে রে মালের দুর্যোগে সমস্ত লোকজন ঘরে গৃহবদ্ধ । আর এই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা সেই মদের দোকানে হামলা করে । প্রায় দেড় লক্ষ টাকারও বেশি অর্থসহ দামী ব্রান্ডের মদ চুরি হয় । ঘটনাটি ঘটেছে কাটোয়ার মুস্থুলি নামক একটি গ্রামে । উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দোকানদার থানায় নালিশ জানান । কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , Remal র পূর্বাভাসে রবিবার কাটোয়ার সমস্ত এলাকাতে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাটে লোকজন কম । যত রাত বাড়ছে ততই জনমানবহীন হয়ে পড়ছে সব পথঘাট । আর সেই সুযোগকেই দুষ্কৃতীরা কাজে লাগায় । রাতের কোন সময়ে রাস্তার পাশের বিলুপ্ত এক মদের দোকানে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকারও বেশি অর্থ এবং দামী ব্রান্ডের মত নিয়ে পালিয়ে যায় ।

এছাড়াও সেই চুরির সাথে দোকানের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে । এমনকি দোকানের চারপাশে লাগানো সমস্ত CC Camera সহ Hard Disk নষ্ট করে দেয় ।

*আরও পড়ুন :রাজধানী এক্সপ্রেস এর পরিবর্তে AC স্লিপার বন্দে ভারত চালু হবে , প্রায় ১৮০ কিমি/ঘণ্টা গতিতে ছুটবে …

” প্রাকৃতিক দুর্যোগের কারণে রাতে দোকানে কেউ না থাকায় গত দিনের বিক্রিত 1 লক্ষ 30 হাজার টাকারও বেশি অর্থ মজুত ছিল দোকানে । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা সমস্ত তালা ভেঙে দোকানের অর্থ ও মদ নিয়ে পালিয়ে যায় ।”

ইতিমধ্যেই দোকানদার কাটোয়া থানায় উক্ত ঘটনার অভিযোগ দায়ের করেন । তবে দোকানে লাগানোর সমস্ত CC Camera ভাঙচুর করায় কোনরকম ফুটেজ পাওয়া যাচ্ছে না । ফলে পুলিশদের চোরের শনাক্তকরণে সমস্যা সৃষ্টি হচ্ছে । জানা গেছে এখনো অব্দি চোরের কোন খবর পাওয়া যায়নি ।

Please enable JavaScript in your browser to complete this form.
Name

1 thought on “Remal :- রেমাল শুরু হওয়ার আগের দিনে সন্ধ্যাতেই লক্ষ টাকার মদ বিক্রি, তারপর দিনই দোকানে চুরি গেল …”

  1. Pingback: Kangana Ranaut Slapped:- কঙ্গনার গালে থাপ্পর মারা মহিলার জন্য লাখ টাকার পুরস্কার বিতরণের ঘোষণা ! বিস্তারিত ঘটনা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top