Vande Bharat (ওড়িশা) :- কূটনৈতিক দুষ্কৃতীদের দ্বারা দেশে প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা হতেই চলেছে । এরই মাঝে এক দুর্ঘটনার খবর সামনে এসেছে, যেখানে রাতের অন্ধকারে একটি ট্রেন লাইনের ওপর পাথর রাখতে দেখা যায় । যদিও ট্রেনের লোকোপাইলট এর নজরে পড়ার পর ট্রেনটিকে নিয়ন্ত্রণে আনা হয় ।
খবর অনুযায়ী জানা গিয়েছে, উক্ত ঘটনাটি ঘটে ওড়িশা জেলার নওপাড়া নামক অঞ্চলের এক রুটে । রাতের অন্ধকারে যাতায়াতকারী ওই বন্দেভারত ট্রেনটিকে এক্সিডেন্ট করার জন্য দুষ্কৃতীরা রেল লাইনের উপর বড় মাপের পাথর রেখেছিল । এরপর বন্ধে ভারত এক্সপ্রেস এর লোকো পাইলট লেভেল ক্রসিং গেট এর 100 মিটার দূর থেকে সেই পাথরটিকে নজর পড়ায় চলন্ত ট্রেনটিকে নিয়ন্ত্রণে আনেন । যদিও বন্দে ভারত এক্সপ্রেসটি স্বাভাবিক গতিতেই ছিল ।
ট্রেনের লোকোপাইলট কর্মীরা দূর থেকে পাথরটিকে নজরে পড়ার পর ইতিমধ্যেই সংলগ্ন প্লাটফর্মের স্টেশন ম্যানেজারকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ম্যানেজার তৎক্ষণাৎ সেই স্থানে চলে যাওয়ার পর স্থানীয় এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় । তবে ট্রেন চালকদের নজরে পড়ায় Vande Bharat এক্সপ্রেসটি দুর্ঘটনা থেকে রেহাই পায় ।
“ট্রেনের ক্যাপলিং খোলার চেষ্টায় ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন রেলকর্মী !”
“রাজস্থানে তৈরি 820 কোটির ডেডিকেটেড রেলওয়ে ট্র্যাক!” এই ট্র্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা জানেন কী!
ইতিমধ্যেই খবর পেয়ে স্থানীয় স্টেশনের কর্মকর্তাসহ পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে এসে পৌঁছোয় । এরপর দুষ্কৃতীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করে । তদন্তে কিছুক্ষণ পর সেই রুটে বন্দেভারত এক্সপ্রেসটিকে যাতায়াতের ক্ষেত্রে রওনা করা হয় ।
এছাড়াও এই ঘটনার পাশাপাশি বিগত মাসগুলিতে দুষ্কৃতীদের সাহায্যে কখনো ট্র্যাক লাইনের উপর গ্যাস সিলিন্ডার ফেলে রাখা, কখনো দেখা গেছে গাছের গুড়ি রাখা হয়েছে আবার কখনো দেখা গেছে ডিটোনেটর যাবতীয় যান্ত্রিক জিনিস রেখে ট্রেনগুলিকে লাইনচ্যুত করানোর চেষ্টায় ছিলেন ।
তবে এবার বন্দেভারতের ওপরে নিশানা করেছে দুষ্কৃতীরা । যেখানে রাতের অন্ধকারে বন্দে ভারত এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টায় রেললাইনের ওপর বিশাল আকারে পাথর রাখা হয় । তবে ট্রেনের লোকো পাইলট কর্মীদের নজরে পড়ায় বড় দুর্ঘটনার হাত থেকে মুক্তি পায় যাত্রীরা বলে খবর মাধ্যমে জানা গিয়েছে ।