US Election 2024 :- “জিতল কে ট্রাম্প না হ্যারিস?” এখুনি জেনে নিন 2024 সালের মার্কিন নির্বাচনের ফলাফল !

US Election 3024

US Election 2024 :- মার্কিন যুক্তরাষ্ট্রের 2024 সালের ফলাফল ঘোষণা করার পূর্বেই 6 জন ডিক্সভিল নচের ভোটারদের মধ্যে 4 জন ডেমোক্রেটদের পক্ষে যুক্ত হয়ে যান । যেখানে তাদের মধ্যে 2 জন ভোটারই নিজেদের কোনরকম মতামত প্রকাশ করেননি ।

US Election 2024.

2024 সালের আজ 5 ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল চলছে । এরই মাঝে ভোট শুরু হওয়ার 12 মিনিট পূর্বেই প্রথম ফলাফল প্রস্তুত হয়ে যায় । অপরদিকে আমেরিকান ভোটারদের রীতি অনুযায়ী ডিক্সভিল নচের 6 জন সদস্যকে নিয়ে প্রথম ভোটদান এর কার্যক্রম শুরু হয় ।

উক্ত নির্বাচনের 6জন ভোটারের মাঝে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস উভয় তিনটি করে ভোট পেয়েছেন । ফলে দেশজুড়ে দুই প্রেসিডেন্টের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা লড়াই চলছে । যার পরিপ্রেক্ষিতে লোকমুখে শোনা যাচ্ছে, “জিতল কে ট্রাম্প না হ্যারিস?” ফ্লাড সেল্টারের এইরূপ পরিবর্তন দেখে শহরবাসী চিন্তার মুখোমুখি হয়ে পড়ে ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলির থেকে Dixville Notch শহরেই সর্বপ্রথম ভোট দান প্রক্রিয়ার কার্যক্রম শুরু ও শেষ হয় । তাই এই দেশেই সর্বপ্রথম ভোটের ফলাফল প্রকাশিত হয় । এই শহরে ভোটদান প্রক্রিয়া শুরু হয় সকাল ভোর 6 টায় । তবে 6 টা বাজতে 12 মিনিট পূর্বেই ভোটের ফলপ্রকাশ পাওয়া যায় ।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল ঘোষণা করার পূর্বেই 6 জন ডিক্সভিল নচের ভোটারদের মধ্যে 4 জন ডেমোক্রেটদের পক্ষে যুক্ত হয়ে যান । যেখানে তাদের মধ্যে 2 জন ভোটারই নিজেদের মতামতের কোন আগামবার্তা জানাননি । এরপর ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, ট্রাম্প এবং হ্যারিস উভয়ই সমানভাবে ভোট পেয়েছেন ।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলির তুলনায় ডিক্সভিল নচ বরাবর ডেমোক্র্যাটদের সংখ্যা অনেকটাই বেশি । তাই তারা বিগতবছর 2020 সালেও 5- 0 ফলাফলের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারিয়ে দেয় জো বাইডেন । তাই এই বছর ট্রাম্পের পক্ষে ভোট জেতা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে  

‘দয়া করে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখুন !’ আদানির কাছে সময় ভিক্ষা ইউনুস সরকারের !

20 বছরের মধ্যে ইউরোপে মুসলিম প্রভাব বিস্তার ও চলতি শতাব্দীতে কমিউনিস্ট শাসনের উত্থান”… ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার !

Please enable JavaScript in your browser to complete this form.
Name

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top