Gold-Silver Price :- বৈদেশিক সংঘর্ষ ও মার্কিন নির্বাচনের জন্য বিগত দিনগুলিতে ভারতীয় বাজারে সোনা-রুপোর দাম ক্রমশ বৃদ্ধি থাকলেও, দীপাবলীর পর অর্থাৎ ভাইফোটার মরশুমে সোনা ও রুপোর দামে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে । ভাইফোটার পর 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কত কমল জেনে নিন ?
দুর্গাপূজার সময়কালীন অর্থাৎ দীপাবলীর আগে পর্যন্ত ভারতীয় বাজারে সোনার দাম আকাশ ছোঁয়া দিয়েছিল । যার ফলে ক্রেতা ও বিক্রেতাদের পক্ষে সোনা ও রুপ ক্রয় করা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল । তবে দীপাবলির পর থেকে সোনা ও রুপোর দামে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে ।
সোনা ও রুপোর দাম কিছুটা কম থাকায় 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দামেও কিছুটা কম হয়েছে । তাই এই ভাইফোঁটায় ভাই-বোনেরা ইচ্ছা করলেই নিজেদেরকে সোনা কিংবা রূপো উপহার দিয়ে অনায়াসেই তাদের মুখে হাসি ফোটাতে পারে ।
সোনার বাজারে স্বর্ণমূল্যের দাম হ্রাসের ভিত্তিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীপাবলীর মৌসুম ও ভাইফোঁটায় স্বর্ণের দাম কিছুটা কমলেও আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । তার কারণ সামনেই বিয়ের মরশুম আসতে চলেছে । তাই বর্তমান দামের তুলনায় হলমার্ক সোনার দাম প্রায় 80 হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে ।
তাই এইসবের ভিত্তিতে চলতি মরশুমেই সোনা ও রুপো ক্রয় করার সবচেয়ে দারুন সময় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । ভারতের বিভিন্ন স্থানে সোনা ও রুপো ভিন্ন দামে বিক্রি হয়ে থাকে । তাই আপনারা ইতিমধ্যেই জেনে নিন বর্তমানে কলকাতায় Gold-Silver Price কত শতাংশ হ্রাস পেয়েছে ।
বর্তমানে 3 নভেম্বর কলকাতায় প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 75,150 টাকা এবং 10 গ্রাম পাকা সোনার দাম 79,100 টাকা । অপরদিকে পাকা বাট যুক্ত 10 গ্রাম সোনার দাম 78,700 টাকা হয়েছিল ।
এছাড়াও গত রবিবার কলকাতায় খুচরো বিক্রি হিসেবে প্রতি 100 গ্রাম রুপোর দাম 9,445 টাকা (1 কেজি = 94,450 টাকা) এবং বাট যুক্ত প্রতি 100 গ্রাম রুপোর দাম 9,435 টাকা (1 কেজি = 94,350 টাকা) হয়েছিল ।