Kanchan-Sreemoyee :- বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক যদিও তিনি এই মন্তব্যক অস্বীকার করেছিলেন । তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, এ কথা পুরোপুরি ভুল । তবে রাত পেরতে না পেরোতেই কাঞ্চনের কাছে এক সুখবর এসে যায়, “দীপাবলিতে তাদের জীবনে এক ছোট্ট কৃষভি এসেছে তাদের । ইতিমধ্যেই খুশি প্রকাশ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান কাঞ্চন ।
উক্ত দীপাবলীর মরশুমে কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজের জীবনে এক নতুন আনন্দের আলো এসে উপস্থিত হয় । ইতিমধ্যেই তাদের জীবনে নতুন গৃহলক্ষী আসার সুখবর সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান । এছাড়াও কালীপুজো আসার আগেও তাদের জীবনে সন্তান আসার গুনোগান শোনা যাচ্ছিল । এরপর কালীপূজায় তাদের একটি কপাল ছবি দিতেই যেন কিছুটা স্পষ্ট হয়ে যায় লোকমুখে । সংবাদ মাধ্যমে এদিন কাঞ্চনকে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন যে, এ কথা পুরোপুরি ভুল । ঠিক সেইদিন রাতেই তাদের কাছে এই সুখবরটি পৌঁছে যায়, “তাদের জীবনে এক ছোট্ট কৃষ্ণভি এসেছে ।”
‘কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে’ প্রাক্তন বউ পিংকি কীরূপ প্রতিক্রিয়া করলেন ?
এরপর শ্রীময়ীর স্বাস্থ্যের কথা জানতে চাইলে হাসপাতালে Admit থাকাকালীন তিনি খবর মাধ্যমে জানান, “তিনি জীবনে প্রথমবার মা হয়েছেন । তাই প্রেগনেন্সির আগেও বেশ কিছু ফটোশুট করেছিলেন । কিন্তু তিনি সেগুলি প্রকাশ করেননি । কারণ, কাঞ্চন মল্লিক এতে রাজি ছিলেন না ।
কাঞ্চন নাকি এও বলেছিলেন শ্রীময়ীকে, “আমাদের সম্পর্ককে নিয়ে লোকমুখে নানান ধরনের কটাক্ষ মন্তব্য উঠছে, তাই আমি আর চাই না সন্তান আসার আগে এইসব বিষয় নিয়ে কোনরকম চর্চা হোক ।” তবে কাঞ্চনের এই অনুরোধে তার স্ত্রী শ্রীময়ী চট্টোরাজ সহমত হয়েছিলেন । তাই তিনি কাঞ্চনের নির্দেশের বিরুদ্ধে কোন কাজ করেননি । বর্তমানে কোন বাধা-বিপত্তি নেই ।
আগে থেকেই শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় দারুন চর্চায় ছিল । তবে খবর মাধ্যমে তাদের দুজনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা করা হয়নি । এসবের পরিপ্রেক্ষিতে কাঞ্চনের মধ্যে এক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ, তার জীবনের সন্তান আসার খবরটি যাতে ছড়িয়ে না পড়ে । এর জেরেই শ্রীময়ীকে উক্ত কাজগুলি করার জন্য অনুরোধ করেছিলেন কাঞ্চন মল্লিক ।
বিষ্ণোই গ্যাংয়ের পুলিশসূত্রে ধৃত 7 জন আসামী ! রাজস্থানের বড় অভিযানের পথে গ্রেপ্তার !
দীপাবলিতেই রণবীর-আলিয়া ভাটের জীবনে নতুন গৃহে পারি দেওয়ার সিদ্ধান্ত !