Train Accident (মহারাষ্ট্র) :- মহারাষ্ট্রের নাগপুরে শালিমার এক্সপ্রেস এর দুর্ঘটনায় স্থানীয় ট্রেন যাত্রীদের সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই রেলের অধিকারীরা সেই ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হওয়া রুট পরিষ্কার ও পুনরায় রুটগুলিতে চলাচলের জন্য খুব শীঘ্রই কাজ শুরু করে দিয়েছে ।
দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংলগ্ন স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, কিগত মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুর জেলার কালামনা স্টেশন সংলগ্ন এলাকায় CSMT ( 18029 ) নম্বর শালিমার এক্সপ্রেসের পেছন প্রান্তের দুই বগি (S2 ও পার্সেল ভ্যান) লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনাটি ঘটে ।’ এরপরই সে দুর্ঘটনা সঠিকভাবে তদন্ত হলে পরে উক্ত দুর্ঘটনায় সেরকম কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার দিলীপ সিং ।
দুর্ঘটনার পর রেলের আধিকারিকরা সেই দুর্ঘটনায় লাইনচ্যুত হোলো রুট ও রুটগুলিতে পুনরায় চলাচলের জন্য খুব শীঘ্রই কাজ চালু করে দিয়েছেন । উক্ত দুর্ঘটনায় পরিস্থিতির দ্রুত মোকাবিলা করার জন্য দিলীপ সিং স্থানীয় প্রশাসনের উপর জোর দিয়ে জানিয়েছেন, ‘যাত্রীদেরকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেবার জন্য প্রশাসন বৃহত্তর প্রচেষ্টা চালু করেছে ।’
Local Train Accident :-ছিটকে গেল ট্রেনের শেষ কামরা ! আতঙ্কে যাত্রীরা !
তিনি আরও বলেছেন উক্ত স্টেশনে হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীদের সাময়িকভাবে প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের দ্রুততর পরিবহন ব্যবস্থার জন্য বিশেষ লক্ষ্যে কাজ চলছে ।
এই দুর্ঘটনার পাশাপাশি চলতি মাসের শুরুতে আরও একটি ঘটনার অনুরূপ ঘটনা ঘটেছিল । যেখানে মহারাষ্ট্রের ডাউন লাইনে আসা তিলক এক্সপ্রেসটি মুম্বাইয়ের CSMT স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই কল্যাণ স্টেশনের 2নং প্লাটফর্মে যাওয়ার পরই ট্রেনটির লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে । তবে ট্রেন যাত্রীরা সৌভাগ্যবশত , যেহেতু সেই দুর্ঘটনায় যাত্রীদের সেরকম কোনো ক্ষতি হয়নি ।
কানপুরের দুষ্কৃতীদের ট্রেন উল্টে দেওয়ার চেষ্টা ! ষড়যন্ত্রে ট্র্যাকের ওপর LPG সিলিন্ডার রেখে দেয় !