
Gold Price High :- দেশের নানা ধরনের পরিস্থিতির উপর ভিত্তি করে সোনার দামের ন্যূনতম ট্রেডিং সপ্তাহ লঞ্চ করায় গত সপ্তাহে সোনার দামের বৃদ্ধি হওয়ার পর বর্তমানে ট্রয় আউন্স প্রায় $2,740 পর্যন্ত বেড়েছে । গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম 2.4 শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এটি 5তম স্থানে রয়েছে ।
চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকেই দেশে সোনার দাম 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে । যা কিনা বিগত 45 বছরের মধ্যে সবচেয়ে অধিকতরে বৃদ্ধি পেয়েছে । এছাড়াও সাম্প্রতিককালের বিগত সপ্তাহগুলিতে স্বর্ণ মূল্যের দর বৃদ্ধি ও লক্ষণীয় কারণ হিসেবে গত মাসের সেপ্টেম্বরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের 3% বৃদ্ধি ও ফেডের সুদের হ্রাস পাওয়া ।
সোনার দামের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দেশের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা নানা ধরনের মন্তব্য করেছেন, “তাদের মতে বাজারে সোনা ও রুপা উভয় রত্নের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইসরাইল ও ইরানের মধ্যে প্রবল সংঘর্ষিতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উপনির্বাচনের অনিশ্চয়তাই সোনার দাম বৃদ্ধির একমাত্র কারণ ।”
এছাড়াও গত শুক্রবার, 15 অক্টোবর নেট লং পজিশনের রিপোর্ট বৃদ্ধি ও হ্রাসের পর ব্লুমবার্ক দেশের 5 রকম ব্যবসায়িক Gold ETF এ প্রায় 15 টন রয়েছিল , যা এখনের বাজারে 5 টন আরও বেড়েছে বলে জানিয়েছেন ব্লুমবার্ক ।
এশিয়ার সেশনে সোনার দাম XAU/USD $2,700 এর উর্ধ্বে ছাড়িয়েছে !
গত ছয় মাসের মধ্যেই রুপো 17,000 টাকা বৃদ্ধি ! সোনার পাশাপাশি রুপোর দামও লাখের গণ্ডি পেরিয়েছে !
[wpforms id=”148″ description=”true”]
Leave a Reply