Swastika Mukherjee:- সম্প্রতি এদিন কালীঘাট মেট্রো স্টেশনে এক সঙ্গীর প্রকাশ্যে চুম্বনের ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজমাধ্যমে নৈতিকতার প্রশ্ন উঠেছে । নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে নানান কটাক্ষ উক্তি, সমালোচনা, এবং ট্রোল । কিন্তু এরই মাঝে সমাজের এই আচরণের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ।
তবে স্বস্তিকার বক্তব্যে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, “যেখানে গোটা পৃথিবী নৈরাজ্য, হিংসা, এবং দুঃখে ভরে আছে, সেখানে ভালোবাসার মতো একটি ইতিবাচক অনুভূতির ওপর আপত্তিকর প্রশ্ন তোলা হয় ।” তিনি আরও যোগ করেছেন, ভালোবাসা মানুষের জীবনে আশা ও বিশ্বাসের প্রতিস্থাপন । তাই সেই ভালোবাসাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে তাদের বিরুদ্ধে নানান আপত্তিকর প্রশ্ন তোলা একেবারেই ভুল ।
স্বস্তিকা আরও এক গুরুত্বপূর্ণ দিক থেকে প্রশ্ন তুলে বলেছেন, “যে ব্যক্তি লুকিয়ে এই ভিডিও তুলেছে, সে কি অনুমতি নিয়েছিল ? এই ধরনের আচরণ কি নৈতিকতার বৈশিষ্ট্য ?” আমার মতে, ব্যক্তির করা ভিডিও ছড়িয়ে দেওয়া যুগলের ব্যক্তিগত মুহূর্তকে বিনষ্ট করা । গ্রেটার নয়ডায় দুই ছাত্রীর মধ্যে তুমুল ঝগড়া, রাস্তার মাঝেই চুল ধরে মারধর ।
এছাড়াও সমাজে ভালোবাসার প্রকাশকে অনেক সময় “অশ্লীল” আখ্যা দেওয়া হয় । কিন্তু স্বস্তিকা মনে করেন, এটি একটি স্বাভাবিক ও মানবিক অনুভূতির প্রকাশ । যতক্ষণ না এটি অশ্লীল পর্যায়ে চলে যাচ্ছে, ততক্ষণ এ নিয়ে কোনও বিতর্কের প্রশ্নই ওঠে না ।
প্রেমের প্রকাশ আমাদের মানবিকতারই অংশ । একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরনের চর্চা করা কি সত্যিই প্রয়োজন? নাকি আমাদের দৃষ্টি ফিরিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত? সমাজকে এই প্রশ্নের উত্তর অতিশীঘ্রই খুঁজতে হবে ।
আরও পড়ুন:- পরকীয়া করতে গিয়ে দুই যুবকের অবিশ্বাস্যকর কাহিনী ! শুনলে অবাক হবেন !