
Viral Video:- গ্রেটার নয়ডার এক বেসরকারি কলেজের মধ্যেই দুই ছাত্রীর মধ্যে ঘটে যাওয়া তুমুল মারপিটের ভিডিও দ্রুত গতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে । ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের মধ্যেই দুই ছাত্রী একে অপরের চুলের মুঠি ধরে মারামারি করছে । ঘটনাটি ঘটেছে জিএনআইএম (GNIM) কলেজ (নলেজ পার্ক থানা এলাকার অন্তর্গত)।
ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উক্ত ঘটনাটিকে নিয়ে সমাজ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয় । জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর মধ্যে ব্যক্তিগত বিরোধের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল । তবে ঠিক কী কারণে এই বিরোধ ঘটেছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি ।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার ফলে এলাকা জুড়ে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে । অনেকেই এই ঘটনার উপর কড়া নিন্দা জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান জানিয়েছেন ।
মাঝপথেই মুসলিম ব্যক্তির প্রকাশ্যে পুলিশ কর্মীর ওপর মারধরের ভাইরাল ভিডিও!
এরপর ঘটনার পরিপ্রেক্ষিতে নয়ডার নলেজ পার্ক থানার ইনচার্জ জানিয়েছেন যে, ইতিমধ্যেই পুলিশ ভিডিওটিকে নজরে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে । পুলিশ কর্মী কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছেন ।
তবে নয়ডা জেলার স্থানীয় পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ সকলকে আশ্বস্ত করেছেন যে, ঘটনায় উঠে আসা তথ্য অনুযায়ী দোষীর ওপর আইনি পদক্ষেপ নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হবে । অপরদিকে আবার, সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নানান ধরনের ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নও উঠেছে ।
Leave a Reply