
Affair news:- সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত নানা ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে । এদিন এমনই এক ভিডিও প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় । ভিডিওটিতে দেখা গিয়ে একই হোটেলে পাশাপাশি বুক করা দুই রুমে যুবকের প্রেমিকাকে দেখতে পেয়ে শোরগোল ছড়িয়ে পড়ে । শোরগোলের আসল কারণ জানেন কী? তাহলে এখনি জেনে নিন ।
ভিডিওটিতে দেখা গিয়েছে, একই হোটেলের পাশাপাশি রুম বুক করে দুই ব্যক্তি । এরপরই একে অপরের প্রেমিকাকে দেখতে পেয়ে পায়ের তলার মাটি সরে যায় । একে অপরের প্রেমিকাকে দেখতে পেয়ে হোটেলের মধ্যেই সেই দুই ব্যক্তি শুরু হয় মারামারি ।

এরপরেই হোটেল জুড়ে এক হুরুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় । এরপর সম্প্রতি হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, দেখা গিয়েছে এক ব্যক্তি হোটেলের একটি রুম বুক করে বাইরে তাদের চটি খুলে ঢোকেন । ঠিক কিছুক্ষণ পর অপর এক ব্যক্তি পাশাপাশি আরেকটি রুমে জুতা খুলে ঢোকেন । এমনই সময় দ্বিতীয় ব্যক্তির নজর যায় তার প্রেমিকার চটির দিকে । এরপরই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় ।

ঠিক তখনই সে ব্যক্তি পাশের ঘরের দরজায় টোকা মারতে শুরু করেন । এরপর হোটেলের সেই প্রথম ব্যাক্তি দরজা খুলেন । ঠিক তখনই সেই ব্যক্তির সঙ্গে থাকা মহিলাকে দেখতে পেয়ে তার পায়ের তলার মাটি সরে যায় । সেই মহিলা আর কেউ নন, তারই প্রেমিকা । “উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় মহিলা কনস্টেবলকে ধরে মারধর ও চুম্বনের চেষ্টা ! ভীড় জমতেই চম্পট বাইকার !“

এরপরই সৃষ্টি হয় সাংঘাতিক পরিস্থিতি । শুরু হয় হোটেল জুড়ে চিৎকার,চেঁচামেচি । দ্বিতীয় ব্যক্তির চিৎকার শুনে পাশের রুমে থাকা সেই দ্বিতীয় ব্যক্তির প্রেমিকা বের হয়ে যেই প্রথম ব্যক্তিকে দেখতে পান অমনি প্রথম ব্যক্তির মাথায় বাজ পড়ে । সেই মহিলা আর কেউ নন, স্বয়ং তার স্ত্রী ।এরপরই হোটেলের ম্যানেজার পুলিশ সূত্রে খবর দেন ।

ব্যক্তি দুইজনের এই রূপ ঘটনার প্রকাশ্যে আসতেই তারা পুলিশ সূত্রে পরকীয়া করতে গিয়ে গ্রেফতার হন ।
Leave a Reply