Shivaji Statue Callapse ( মুম্বাই, মহারাষ্ট্র ):- এদিন মুম্বাইয়ে 35 ফুটের ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ধসে পড়ায় এক বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে । এর বিরুদ্ধে মহারাষ্ট্রের এক তরফা সরকার শিবসেনা তথা ইউবিটির প্রধান উদ্যোক্তা উদ্ভব ঠাকরে শিবাজীর মূর্তি ধসে যাওয়ার বিরুদ্ধে মহারাষ্ট্রের একাধিক জনগণ মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার জন্য দাবি করেছেন ।
মুম্বাইয়ের মারাঠা শাসকের মূর্তি ধসে পড়ায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে “জোদে মারো” নামক কটাক্ষ ভাষণ দিতে শোনা যায় । এর কটাক্ষ শব্দের অর্থ ‘পা দিয়ে আঘাত করা’ । মিছিলে উপস্থিত তার উদ্ভব ঠাকরে – শিবাজীর মূর্তি ধ্বসে যাওয়ার সঙ্গে অযোধ্যার রাম মন্দিরে জল পড়ার মাধ্যমে ফুটপাতে এক সমান্তরাল চিত্র অঙ্কন করেন ।
তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন – “আপনি কি ক্ষমা চাওয়ার বিষয়ে কোন দিক থেকে লজ্জাবোধ করছেন ? ওসব ঔদ্যক্তের ছোঁয়া ।” প্রধানমন্ত্রী কোন বিষয়ক ক্ষমা চেয়েছিলেন ? গত আট থেকে নয় মাস আগে যে মূর্তি উদ্বোধন করা হয়েছিল তার জন্যই কী ? এ হচ্ছে শিবাজী মহারাজের মত শক্তিশালী বীর যোদ্ধার শক্তিকে পরাস্ত করার কৌশল ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবাজী মহারাজের মূর্তি ধসের বিরুদ্ধে সমস্ত শিবাজী অনুগামীদের কাছে ক্ষমা চেয়েছেন , যা কিনা মহারাষ্ট্রের বিধানসভা ভোটের পূর্বে এক অন্যতম রাজনৈতিক কৌশল তৈরি করেছে । তিনি বলেছেন “ছত্রপতি শিবাজী মহারাজ শুধুমাত্র রাজা অথবা এক ব্যক্তির নামই নয় । তিনি আমাদের দেবতা স্বরূপ । তাই আজ আমি আমার দেবতার কাছে মাথা নত করে ক্ষমা চাচ্ছি । এমনকি আমি ধ্বসে পড়া জনগণের কাছেও ক্ষমা চাচ্ছি ।
*এক নজরে :- আর্সেনাল বনাম ব্রাইটন দলের 29-30 আগস্টের খেলার সারাংশ জেনে নিন !
বিজেপি শিবসেনা ও একনাথ সিংহের নেতৃত্বধীন শিবসেনা সহ মূর্তি ধ্বসের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন । এমনকি প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার পরেও বিষয়টিকে তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে তুলে ধরার মন্তব্য তোলেন । অভিযোগের বিরুদ্ধে উদ্ভব ঠাকরে জবাবে বলেছেন , বিজেপি শাসকের দল হিসেবে আমরা এই বিরোধিতা করছি না , আমাদের রাজ্যের রাত গৌরবের জন্য বিরোধিতার লড়াই করছি ।
এই বিরোধী মিছিল মহারাষ্ট্রের ইন্ডিয়া ব্লকের শীর্ষে পৌঁছে যায় । যেখানে অংশগ্রহণ করেছিলেন দেশের ব্লকের নেতা উদ্ভব ঠাকরে , শরৎ পাওয়ার এবং নানা পাটেল ।
*আরও পড়ুন :- দেশজুড়ে আরজি করের ঘটনা এক বিশাল রূপ ধারণ করল ! এর পেছনের রহস্য কি তাড়াতাড়ি জানুন !
এছাড়াও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসৌ বলেছেন , “শিবাজীর মূর্তি ধ্বসের বিষয়টিকে নিয়ে বিরোধীরা অবশ্যই রাজনীতি খাটাচ্ছে । তার কারণ বিগত 50 বছরেরও বেশি সময় ধরে কংগ্রেস ও এন সি পি নেতারা শিবাজী মহারাজের বিরুদ্ধে নানান ধরনের অপমানজনক মন্তব্য করেছিলেন । কিন্তু ইন্দিরা গান্ধী পার্শ্ববর্তী দেশ দিল্লির লালকেল্লা থেকেও শিবাজী মহারাজের বিরুদ্ধে কোনরকম আওয়াজও করেননি । তাই আদৌ কী কংগ্রেস ক্ষমা চাইবে ? কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অনাশয়েই এই বিষয়ে ক্ষমা চেয়েছেন । ঘনিয়ে আসছে নির্বাচন । তাই বিরোধী দলের নেতারা এই মূর্তি ধ্বসের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যে মামলা সৃষ্টি করে বিষয়টিকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করছেন ।
সিন্ধুদুর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবাজী মহারাজের মূর্তি মাত্র ৮ মাস আগে উদ্বোধন করেছিলেন । এই মূর্তি পরিচালনায় ছিলেন রাজ্য সরকার সহ নৌবাহিনীও । তদন্তে সেখানকার পুলিশ কর্মী ও ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও বেআইনিমূলক হত্যার পাশাপাশি অপর ব্যক্তির জীবনের নিরাপত্তা বিপন্ন করার মত ধারায় শীর্ষ আদালতে অভিযুক্ত করা হয়েছে ।
Pingback: R.G. Kar Raily in Lalbazar :- হাতে "মেরুদন্ড"- লাল গোলাপ ! মুখে সুবিচারের দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা ছুটলেন লা
Pingback: Vande Bharat Sleeper , Vande Bharat Sleeper Coach :- মাত্র ২ মাসের মধ্যেই আসতে চলেছে স্লীপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস ! - Sambad Taranga
Pingback: Luxury Train , Indian Most Popular 8 Luxury Train :- ভারতের বিখ্যাত 8 টি লাক্সারি ট্রেন কোনগুলি ! তাড়াতাড়ি জেনে নিন ! - Sambad Taranga
Pingback: Bangladesh Durga Puja 2024 :- 'এবার দুর্গা পুজোয় কেউ বাধা দিলেই করা পদক্ষেপ নেওয়া হবে' পুজোর আগেই সন্ত্রাসবাদীদ